IPL 2023: “শুধু পিচকে দোষ দিয়ে লাভ নেই…” মরসুমের শেষে ম্যাচেও হার, হতাশ ডেভিড ওয়ার্নার !! 1

IPL 2023: ব্যর্থতা সঙ্গী করেই শেষ হলো দিল্লী ক্যাপিটালসের মরসুম। ঋষভ পন্থের না থাকা প্রথম ম্যাচ থেকেই ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো তাদের। প্রথম পাঁচ ম্যাচে টানা হারের ফলে বিধ্বস্ত অবস্থা হয়েছিলো দলের। এর পরের পাঁচ ম্যাচের চারটিতে জয় ছিনিয়ে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলো দিল্লী দল। কিন্তু সেই স্বপ্ন অচিরেই চুরমার হয় চেন্নাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হেরে। আজ দিল্লীর সামনে যুযোগ ছিলো নিজেদের ঘরের মাঠে সুপার কিংসদের হারিয়ে তাদের প্লে-অফ স্বপ্নে খানিক জল ঢেলে দেওয়ার। আজ জিতলে ধোনিদের অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিতে পারতেন ডেভিড ওয়ার্নাররা। কিন্তু ঘরের মাঠে বিশেষ সুবিধা করে উঠতে পারলো না দিল্লী। ব্যাটে-বলে দাপট রেখে ম্যাচ নিজেদের ঝুলিতে পুরে নিলো চেন্নাই।

উইকেট যে সময়ের সাথে সাথে খানিক মন্থর হয়ে পড়বে, ব্যাটিং কঠিন হবে-তা বুঝে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। টসে জিতে তিনি প্রথমে ব্যাটিং বেছে নেন। দুই ওপেনার ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াড়ের সুবাদে শুরুটা দুর্দান্ত করেছিলো চেন্নাই। উইকেট তুলতে মাথার ঘাম পায়ে ফেলতে হলো বোলারদের। ঋতুরাজের ৭৯ এবং কনওয়ের ৮৭ রানের সুবাদে অনেকখানি এগিয়ে গিয়েছিলো সুপার কিংস’রা। ১৪১ রানের ওপেনিং জুটি তৈরি হলো আজ। পরে শিবম দুবের ৯ বলে ২২ এবং রবীন্দ্র জাদেজার ৭ বলে ২০* রানের ক্যামিও চেন্নাই সুপার কিংসকে ২২৩ রানে পৌঁছে দেয়। ব্যাটিং অর্ডারে নিজেকে অনেকটা তুলে আনলেও আজ ৪ বলের বেশী খেলতে পারেন নি ধোনি। চেন্নাই অধিনায়ক অপরাজিত থাকেন ৫ রান করে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

২২৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে পৃথ্বী শ’কে হারিয়ে মুখ থবড়ে পড়েছিলো দিল্লী ব্যাটিং। ফিল সল্টকে সঙ্গী করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু দীপক চাহারের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় ক্যাপিটালস বাহিনীর টপ অর্ডার। সল্টের সাথে রুশোকেও ফেরান তিনি। অক্ষর প্যাটেলকেও আউট করেন চাহার। বাকিদের ব্যাটে উল্লেখযোগ্য রান দেখা যায় নি আজ। একমাত্র ওয়ার্নার লড়াকু ৮৬ রান করলেন চেন্নাইয়ের বিরুদ্ধে। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪৬ রানে থামে দিল্লী। ৭৭ রানে জয় পেয়ে শেষ চারের যোগ্যতা অর্জন করে নেয় চেন্নাই। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ালো ১৭। পক্ষান্তরে দিল্লী আটকে রইলো ১৪ ম্যাচে ১০ পয়েন্টে। মরসুমের নবম হারের পর হতাশ ডেভিড ওয়ার্নার।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

‘পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া শিখতে হবে,’ বলছেন ওয়ার্নার-

DC vs CSK | IPL 2023 | image: Twitter
David Warner’s brilliant half-century went in vain as DC lost to CSK by 77 runs

ব্যাট হাতে আজ তিনি নিজে করলেন ৮৬। মরসুমের শুরুতে তাঁর স্ট্রাইক রেট নিয়ে বিস্তর কথা উঠছিলো। শেষ ম্যাচে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট  করতে দেখা গেলো তাঁকে। মারলেন ৭টি চার এবং ৫ ছক্কা। প্রথম ক্রিকেটার হিসেবে ৭ আইপিএল মরসুমে ৫০০ বা তার বেশী রান করলেন। এত কিছুর পরেও স্বস্তিতে দেখা গেলো না ডেভিড ওয়ার্নারকে। নিজের ও দলের পারফর্ম্যান্স নিয়ে বিন্দুমাত্র খুশি নন তিনি। জয়ের জন্য প্রতিপক্ষকে শুভেচ্ছা জানালেও নিজেদের ভুলভ্রান্তি চোখে আঙুল দিয়ে দেখালেন দিল্লী অধিনাইয়ক। খেলা শেষে বলেন, “চেন্নাইকে কৃতিত্ব দিতেই হবে। ওরা আমদের থেকে অনেক ভালো ব্যাট করেছে। আমরা দেখেছিলাম যে এই উইকেট বেশ ভালো । ইনিংসের শুরুতেই কিছু বাউন্ডারি পেয়ে গেলে সুবিধা হত।”

দলের খেলার ময়নাতদন্ত করেছেন ওয়ার্নার। জানান, “কিছু ইতিবাচক দিক অবশ্যই ছিলো, বল হাতে আমরা খুব একটা খারাপ প্রদর্শন করি নি। তবে ব্যাটিং-এ কোনো পার্টনারশিপই তৈরি হয় নি। একসাথে অনেক উইকেট হারিয়েছি। খুব খারাপ ভাবে কিছু ম্যাচ হেরেছি। সেটা যন্ত্রণাদায়ক। এই সব ব্যাপারগুলো মাথায় রেখে পরের মরসুমে দুর্দান্তভাবে ফিরতে হবে আমাদের।” হারের জন্য কোনো অজুহাত দিতে রাজী নন ওয়ার্নার। স্পষ্ট জানিয়েছেন, “আমরা কেবল পিচকে দোষারোপ করে যেতে পারি না। এমন পিচ আমরা মরসুমে বেশ কয়েকবার পেয়েছি। আমাদের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। যত কঠিনই হোক না কেন। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। স্পিনের বিরুদ্ধে ফুটওয়ার্ক ব্যবহার করতে হবে।”

“পার্টনারশিপ তৈরি হলে ভালো হত।” হতাশ শুনিয়েছে ওয়ার্নারকে। ব্যক্তিগত পারফর্ম্যান্স নিয়ে দিল্লী অধিনায়ক বলেন, “আমি টপ অর্ডারে ধারাবাহিক হতে চাই। নিজেদের জয়ের সুযোগ দিতে হলে ভালো স্ট্রাইক রেট রাখা অত্যন্ত জরুরী। কিন্তু আমরা ব্যাটিং পাওয়ার প্লে’তে নিয়মিত উইকেট হারিয়েছি। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে।”

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *