IPL 2023: হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে অপেক্ষা করে ছিলো অগ্নিপরীক্ষা। সানরাইজার্সের বিরুদ্ধে জিতলে প্লে-অফের রাস্তায় অনেকখানি এগোনোর সুযোগ ছিলো। আর কোনোভাবে ম্যাচ হাতছাড়া হলে ঠাঁই হত অনিশ্চয়তার সরণীতে। আজকের ম্যাচের আগে বেঙ্গালুরু ছিলো লীগ তালিকার পাঁচ নম্বরে। জিতলে সুযোগ ছিলো মুম্বই ইন্ডিয়ান্সকে সরিয়ে চার নম্বরে উঠে আসার। সেই লক্ষ্যেই সর্বস্ব দিয়ে ঝাঁপালেন কোহলি, দু প্লেসিরা। সানরাইজার্সের যাবতীয় প্রতিরোধ ভেঙে দুর্বার গতিতে আজ এগোলো বেঙ্গালুরু। মাঠ ছাড়লো দুই পয়েন্ট সঙ্গে নিয়েই। ১৩ ম্যাচে আজকের ৮ উইকেটে জয়ের ফলে তাদের পয়েন্টসংখ্যা দাঁড়ালো ১৪। গুজরাতের বিরুদ্ধে আগামী ম্যাচে জিতলে শেষ চার মোটামুটি নিশ্চিত তাদের।
টসে জিতে প্রথমে হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি। মাইকেল ব্রেসওয়েলের জোড়া ধাক্কায় শুরুতেই উইকেট খোয়ায় সানরাইজার্স। আউট হন রাহুল ত্রিপাঠী এবং অভিষেক শর্মা। শাহবাজ আহমেদের শিকার হয়ে ফেরেন এইডেন মার্করামও। তবে আজ ‘অরেঞ্জ আর্মি’র হয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন হেনরিখ ক্লাসেন। বেঙ্গালুরুর প্রাক্তন ক্রিকেটার ক্লাসেন আজ তাদের বিরুদ্ধে ৫১ বলে ১০৪ রান করেন। খেলেন অনবদ্য ইনিংস। ‘কোনো বিদেশী প্লেয়ারকে আগে এত ভালো স্পিন খেলতে দেখি নি’, ক্লাসেনকে প্রশংসায় ভরিয়ে লিখেছিলেন জনৈক ক্রিকেটভক্ত। ক্লাসেনের শতরান এবং হ্যারি ব্রুকের ১৯ বলে অপরাজিত ২৭ রানের সুবাদে ১৮৬ রানে পৌঁছায় সানরাইজার্স।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ফিফথ গিয়ারে ছিলো বিরাট কোহলি এবং ফাফ দু প্লেসির জুটি। মরসুমের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁরা যোগ করেছিলেন ১৪৮ রান। আজ তাকেও ছাপিয়ে গেলেন। সানরাইজার্সের বিরুদ্ধে কোহলি ও ফাফের জুটি যোগ করলো ১৭২ রান। ভুবনেশ্বরকে ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করেন কোহলি। আইপিএলে ষষ্ঠ শতরান করে তিনি ভাগ বসালেন ক্রিস গেইলের রেকর্ডে। ১২টি চার এবং ৪টি ছক্কা মেরে আজ বিরাট করলেন ৬৩ বলে ১০০ রান। পিছিয়ে রইলেন না দু প্লেসিও। কমলা টুপির মালিকের ব্যাট থেকে এলো ৭১ রান। আজ চলতি আইপিএল মরসুমে ৭০০ রানের মাইলস্টোনও পেরোলেন তিনি। ইনিংসের শেষের দিকে দুই ওপেনারকে সাজঘরে ফেরত পাঠাতে পেরেছিলো হায়দ্রাবাদ। তবে তাতে ম্যাচের ফলে কোনো প্রভাব পড়ে নি। ৪ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় তারা। শেষ হোম ম্যাচে হেরে হতাশার সুর স্পষ্ট সানরাইজার্স অধিনায়ক এইডেন মার্করামের গলায়।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
‘একটা অনবদ্য ইনিংস ক্লাসেনের’, বলছেন মার্করাম-

ঘরের মাঠে শেষ ম্যাচ ছিলো। জিততে চেয়েছিলেন। আগের দিন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ হেরে বলেছিলেন বাকি খেলাগুলিতে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে চান। টুর্নামেন্ট জয়ের আশা শেষ হলেও তাঁরা বাকি ম্যাচগুলিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান। তবে কথা রাখতে পারলেন না এইডেন মার্করাম। সানরাইজার্সের অধিনায়ক হিসেবে আজ সপ্তম ম্যাচ হারলেন তিনি। দল হারলো মরসুমের নবম ম্যাচ। ১৩ ম্যাচে ৮ পয়েন্টে আটকে রইলো ‘অরেঞ্জ আর্মি।’ খেলা শেষে স্বভাবতই হতাশ মার্করাম। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলেন, “আমরা ব্যাটিং বেশ ভালোই করেছি।”
নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি যোগ করেন, “পাওয়ার প্লে’তে আরও কিছু রান যোগ করা যেতে পারত। ক্লাসেনের ভূমিকা অনেকটাই ছিলো। তবুও আমি বলবো ভালো স্কোরই ছিলো আমাদের।” হায়দ্রাবাদের জনতারও প্রশংসা করেন তিনি। বলেন, “দারুণ সমর্থন ছিলো। কেবল আমাদের জন্য নয়। বেঙ্গালুরুর জন্য’ও।” আক্ষেপের সুরে মার্করামকে বলতে শোনা গেলো, “আমরা ওনাদের (দর্শকদের) একটা জয় উপহার দিতে পারলাম না। আমরা সকলেই হারতে ঘৃণা করি। আমরা পরের ম্যাচে জয়ের সন্ধানেই মাঠে নামবো।” এখনও আশাবাদী তিনি। বলেন, “আশা রাখছি হাসিমুখে শেষটা করতে পারবো।” ১৭২ রানের ওপেনিং জুটিতেই ম্যাচ ছিনিয়ে নিয়ে যান বিরাট ও ফাফ দু প্লেসি। প্রতিপক্ষকে কুর্ণিশ জানিয়ে মার্করামের মন্তব্য, “ফাফ আর বিরাট অনবদ্য খেলেছে।”
আজ দলে বেশ কিছু রদবদল করেছিলো সানরাইজার্স। তারও ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক। মার্করাম বলেন, “আগামীর কথা ভেবে কয়েকজনকে দেখে নেওয়া হলো। আজ পাওয়ার প্লে’তে সম্ভবত আমাদের একজন বিকল্প কমই ছিলো। কার্তিক (ত্যাগী)-এর ওপর চাপ সৃষ্টি হয়েছিলো। পরিকল্পনা সব ঠিকঠাকই ছিলো। কেবল তা রূপায়নে কিছু সমস্যা হলো।” হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজতে চাইছেন তিনি। বলেন, “মায়াঙ্ক (ডাগার) বেশ চমকপ্রদ পারফর্ম করেছে। একটা অসামান্য ইনিংস ক্লাসেনের। ওর জন্য আমি খুবই খুশি। আমি মনে করি না যে ও স্বপ্নেও ভেবেছিলো আইপিএলে শতরান পাবে। দুর্ভাগ্যজনকভাবে ওকে দিনের শেষে নাম লেখাতে হলো পরাজিতের দলে।”
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023