Mumbai Indians, ipl 2024
Mumbai Indians | Image: Getty Images

IPL 2024: পাঁচবারের চ্যাম্পিয়ন ট্যাগ গায়ে নিয়ে আইপিএলের (IPL) ময়দানে নামলেও এই বছর মুখ থুবড়ে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। খেতাব জয় তো দূরের কথা আপাতত প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দোরগোড়ায় তারা। গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে হেরে মরসুম শুরু করেছিলো তারা। এরপর থেকে টানা হেরেই চলেছে হার্দিক পান্ডিয়ার দল। এখনও অবধি ১১ ম্যাচ খেলে ৮টিতে পরাজিত হয়েছে তারা। জয় মাত্র ৩টিতে। ৬ পয়েন্ট নিয়ে লীগ তালিকার সবার নীচে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। তাদের টপকে গিয়েছে বেঙ্গালুরু, দিল্লীর মত একটা সময় পিছিয়ে পড়া দল’ও। দলের ফাঁকফোকর যে মেরামত করতে হবে তা বুঝছেন দলমালিক আম্বানিরা। আগামী মরসুম শুরুর আগেই ছেঁটে ফেলতে পারেন এই চার তারকাকে।

Read More: PBKS vs CSK, Match-53, Toss Report in Bengali: টস গেলো পাঞ্জাবের পক্ষে, জয়ের সন্ধানে একাদশে এই ম্যাচ উইনারকে সুযোগ দিলো চেন্নাই !!

হার্দিক পান্ডিয়া-

Hardik Pandya | IPL 2024 | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

অনেক আশা নিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) গুজরাত টাইটান্স থেকে দলে ফিরিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এক মরসুম কাটার আগেই মোহভঙ্গ হতে চলেছে আম্বানিদের। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিকের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়ার পরিকল্পনা ফিরেছে ব্যুমেরাং হয়ে। একেবারের মন কাড়তে পারেন নি নেতা হার্দিক (Hardik Pandya)। বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো হোক বা ব্যাটিং অর্ডার স্থির করা-হার্দিকের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত ফর্মের হালতও বিশেষ ভালো নয়। এখনও অবধি ১১ ম্যাচে মাত্র ১৯৮ করেছেন তিনি। নিয়েছেন কেবল ৮ উইকেট। এমতাবস্থায় বিপুল অর্থ খরচ করে হার্দিককে আগামী মরসুমে ‘রিটেন’ নাও করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।

ঈশান কিষণ-

Ishan kishan | IPL 2024 | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

মুম্বই ইন্ডিয়ান্সের বাতিলের তালিকায় নাম লেখাতে পারেন ঈশান কিষণ’ও (Ishan Kishan)। গত কয়েক মাস ধরেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেট খেলতে অস্বীকার করেন ঝাড়খণ্ডের ক্রিকেটার। বদলে আইপিএলের জন্য বিশেষ প্রস্তুতি সারতে বরোদা উড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তুতির প্রতিফলন এখনও অবধি দেখা যায় নি ঈশানের (Ishan Kishan) পারফর্ম্যান্সের। ধারাবাহিকতার অভাব স্পষ্ট হয়েছে তাঁর খেলায়। এখনও অবধি ১১ ম্যাচ খেলে ২৩.৩৬ গড়ে করেছেন কেবল ২৫৬ রান। ১৫০ স্ট্রাইক রেট রাখতে সক্ষম হলেও অর্ধশতকের সংখ্যা মাত্র ১টি। অধিকাংশ ম্যাচেই পাওয়ার-প্লে’তে উইকেট হারিয়ে দলকে চাপে ফেলেছেন তিনি। ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে বাদ পড়তে পারেন তিনিও।

রোহিত শর্মা-

Rohit Sharma | IPL 2024 | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

রোহিত শর্মা (Rohit Sharma) ও মুম্বই ইন্ডিয়ান্সের সম্পর্ক মরসুম শুরুর আগে থেকেই ঠেকেছে তলানিতে। যেভাবে দীর্ঘ দশ বছর অধিনায়কত্ব করার পর রোহিতকে নেতার আসন থেকে সরিয়ে দেওয়া হয় তা মানতে পারেন নি হিটম্যান। তিনি আদৌ মুম্বই (MI) জার্সি গায়ে চাপাবেন কিনা তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিলো একটা সময়। পেশাদারিত্ব দেখিয়ে যদিও মাঠে নামতে অস্বীকার করেন নি রোহিত শর্মা। এই মরসুমে পারফর্ম্যান্সও নজরকাড়া তার। ইতিমধ্যে শতরান করেছেন একটি। সব মিলিয়ে ১১ ইনিংসে ৩২৬ রানও করেছেন তিনি। তা সত্ত্বেও ২০২৫ মরসুমের আগে নিজেই সম্ভবত দল ছাড়বেন তিনি। নাম লেখাবেন নিলামে। শোনা যাচ্ছে দিল্লী ও কলকাতার রেডারে রয়েছেন রোহিত।

মার্ক বাউচার-

Rohit Sharma and Mark Boucher | IPL 2024 | Image: Getty Images
Rohit Sharma and Mark Boucher | Image: Getty Images

চলতি মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বেহাল দশার জন্য অন্যতম দায়ী মনে করা হচ্ছে কোচ মার্ক বাউচারকে (Mark Boucher)। তিনিই রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার পথে হেঁটেছিলেন। এতে দলের ভারসাম্য বিগড়েছে বলে উঠছে অভিযোগ। এছাড়াও মরসুম শুরুর আগে রোহিতের অপসারণ সম্পর্কে দক্ষিণ আফ্রিকায় একটি পডকাস্ট অনুষ্ঠানে বেফাঁস মন্তব্য করে দলের উপর অহেতুক চাপ বাড়িয়েছেন তিনি। সংবাদমাধ্যম সূত্রে মুম্বই ইন্ডিয়ান্স সাজঘরে যে থমথমে পরিস্থিতির কথা জানা গিয়েছে তার নেপথ্যেও বাউচারের হাত রয়েছে বলে খবর। দলকে ফের একসূত্রে গাঁথতে কোচের পদ থেকে বাউচারের অপসারণ নিশ্চিত একপ্রকার।

Also Read: IPL 2024: দুশ্চিন্তায় গুজরাত টাইটান্স শিবির, চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন রশিদ খান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *