রিংকুর হাতে ছক্কা খাওয়া বোলার হলেন RCB'র হিরো, ধোনি-জাদেজার নাকের ডগা থেকে ছিনিয়ে নিলেন ম্যাচ !! 1

গতকাল আইপিএল ২০২৪’এর (IPL 2024) মহা ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস গেল আইপিএল ২০২৪’এর প্লে-অফ থেকে বাদ। গতকাল ম্যাচে টস জেতেন চেন্নাই দলের অধিনায়ক ঋতুরাজ এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। পাওয়ার প্লের ভরপুর ফায়দা তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স দলের দুই ওপেনার। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান বানিয়ে ফেলে। যদিও প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে চেন্নাই দলের প্রয়োজন ছিল ২০১ রানের।

প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করলো RCB

Rcb vs csk, ipl 2024
RCB vs CSK | Image: Getty Images

এই রান তাড়া করতে এসে প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন ঋতুরাজ। মাঝের ওভারে রচিন রবীন্দ্র (Rachin Ravindra) ও অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) মধ্যে ৬৬ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। তবে পরের দিকে পরস্পর উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে আসে চেন্নাই সুপার কিংস। কিন্তু শেষের ওভার গুলিতে ব্যাটিং করতে থাকা রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও এমএস ধোনির (MS Dhoni) উপর ভরসা ছিল CSK সমর্থকদের। শেষ ওভার পর্যন্ত খেলা গড়ায়, ম্যাচ চেন্নাইয়ের হাত থেকে বেরিয়েই গিয়েছিল তবে প্লে-অফে কোয়ালিফাই করার জন্য ১৭ রানের প্রয়োজন ছিল তাদের।

Read More: IPL 2024: দল অসাধ্যসাধন করতেই আবেগে ভাসলেন বিরাট, ‘কিং’ কোহলির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

রিংকুর হাতে পাঁচ ছক্কা খাওয়া বোলার বাঁচালেন RCB’র মান

RCb, ipl 2024
RCB vs CSK | Image: Getty Images

শেষ ওভারে বোলিং করতে আসেন রিংকু সিংয়ের কাছে ৫ ছক্কা খাওয়া যশ দয়াল (Yash Dayal)। ২০২৩ মরশুমে শেষ ওভারে ২৯ রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছিলেন দয়াল। রিংকু দয়ালের শেষ বলে ৫টি ছক্কা হাঁকিয়ে দয়ালের ক্যারিয়ার প্রায় শেষ করেই দিয়েছিলেন। এমনকি শোনা গিয়েছিল, রিংকুর থেকে পাঁচ ছক্কা খেয়ে জ্বরের কবলে পড়েছিলেন দয়াল। তবে, গতকাল RCB’র হয়ে সেরা পারফরমেন্স দিলেন সেই দয়াল। শেষ ওভারে বোলিং করতে এসে এমএস ধোনি ফুলটস বলে ছক্কা হাঁকান যেটি স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে।

৫ বলে প্রয়োজন ছিল ১১ রানের আর পরের বলেই আবার বড় শট খেলতে যান ধোনি। তবে ঠিক মতন টাইমিং করতে ব্যর্থ হওয়ায় ফিল্ডারের হাতে ধরা পড়েন মাহি। ওভারের শেষ চারটি বলে কেবলমাত্র ১ রান দিয়ে ব্যাঙ্গালুরুর হয়ে জয় সুনিশ্চিত করেন। ১৯১ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস এবং ২৭ রানে জয়লাভ করে RCB। যশ দয়ালের কামব্যাক দেখে বেশ খুশি হয়েছেন রিংকু, সমাজ মাধ্যমে যশকে নিয়ে স্টোরি শেয়ার করেছেন। স্টোরিতে ক্যাপশনে রিংকু লিখেছেন “ঈশ্বরের পরিকল্পনা…”।

Read Also: IPL 2024: ধোনির জন্যই প্লে-অফে RCB, ম্যাচ শেষে ফাঁস করলেন দীনেশ কার্তিক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *