pbks-vs-csk-ipl-match-53-toss-report

IPL 2024: মুল্লানপুরের রাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নয়, পাঞ্জাব কিংস আজ তাদের হোম ম্যাচ খেলতে নামছে হিমাচল প্রদেশের পাহাড়ঘেরা ধর্মশালার মাঠে। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (PBKS vs CSK)। দিনকয়েক আগেই সুপারকিংসদের (CSK) তাদেরই ঘরের মাঠ চিপকে হারিয়ে এসেছে কিংস-রা (PBKS)। আজও সেই জয় থেকেই আত্মবিশ্বাস সংগ্রহ করবেন স্যাম কারান’রা? নাকি বাজি উলটে দিয়ে জয় ছিনিয়ে নেবে চেন্নাই তার দিকে তাকিয়ে ক্রিকেটজনতা। পয়েন্ট তালিকায় পাঁচে থাকা চেন্নাইয়ের সামনে আজ সুযোগ থাকছে ১২ পয়েন্টে পৌঁছে প্লে-অফের দৌড়ে জায়গা করে নেওয়ার। অন্যদিকে বর্তমানে ৮ পয়েন্টে থাকলেও আজ জিতলে চেন্নাই, দিল্লীর মত দলের সমকক্ষ হয়ে উঠবে পাঞ্জাব। তাই দুই পয়েন্টের জন্য মরিয়া থাকবে তারাও।

Read More: LSG vs KKR, Match-54, Dream 11 Prediction in Bengali: যুযুধান লক্ষ্ণৌ ও কলকাতা, একানার ধুন্ধুমার দ্বৈরথে কেমন সাজাবেন ফ্যান্টাসি টিম? জানুন সব তথ্য এক ক্লিকে !!

IPL ম্যাচের সময়সূচি-

পাঞ্জাব কিংস (PBKS) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)

ম্যাচ নং- ৫৩

তারিখ- ০৫/০৫/২০২৪

ভেন্যু- এইচপিসিএ স্টেডিয়াম, ধর্মশালা, হিমাচল প্রদেশ

সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)

Dharamshala Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

ধর্মশালার বাইশ গজে আজ প্রতিদ্বন্দ্বীতা পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংসের (PBKS vs CSK)। পাহাড়ঘেরা এই মাঠে ইনিংসের শুরুতেই নতুন বল হাতে কার্যকরী থাকেন পেসাররা। ম্যাচ যত গড়ায় ততই ব্যাটারদের সাহায্য করতে থাকে বাইশ গজ। এখানে রান তাড়া করা কঠিন হতে দেখা গিয়েছ মাঝেমধ্যেই। পরিসংখ্যান বলছে এখনও অবধি এই মাঠে মোট আইপিএল ম্যাচ খেলা হয়েছে ১১টি। এর মধ্যে ৬টি খেলায় প্রথম ব্যাটিং করা দল জয়লাভ করেছে। আর ৫টিতে রান তাড়া করে এসেছে সাফল্য। ধর্মশালায় প্রথম ইনিংসে গড় স্কোর থাকে ১৮০। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা কমে দাঁড়ায় ১৫৫তে।

দেশের অধিকাংশ জায়গায় তাপপ্রভাবের সতর্কতা থাকলেও ধর্মশালায় মনোরম আবহাওয়াই থাকার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। ধর্মশালার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৪১ শতাংশ। খেলা চলাকালীন ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু চলাচলের সম্ভাবনা রয়েছে। মনোরম আবহাওয়ার পাশাপাশি খানিক আশঙ্কার বাণীও শুনিয়েছে হাওয়া অফিস। ধর্মশালায় রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা ১০ শতাংশ।

দুই দলের প্রথম একাদশ-

PBKS vs CSK | Image: Twitter
PBKS vs CSK | Image: Twitter

পাঞ্জাব কিংস (PBKS)-

জনি বেয়ারেস্টো ✈, স্যাম কারান (অধিনায়ক) ✈, রাইলি রুশো ✈, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, রাহুল চাহার, কাগিসো রাবাডা ✈, আর্শদীপ সিং।

বিকল্প- বিদ্ব্যাৎ কাভেরাপ্পা, প্রভসিমরণ সিং, তনয় ত্যাগরাজন, ঋষি ধাওয়ান, হরপ্রীত সিং ভাটিয়া।

চেন্নাই সুপার কিংস (CSK)-

ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল ✈, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মঈন আলি ✈, মিচেল স্যান্টনার ✈, শার্দুল ঠাকুর, রিচার্ড গ্লিসন ✈, তুষার দেশপাণ্ডে, মাথিশা পথিরানা ✈।

বিকল্প- সাইক রশিদ, মুকেশ চৌধুরী, সিমরণজিৎ সিং, প্রশান্ত সোলাঙ্কি, সমীর রিজভি।

*✈-বিদেশী ক্রিকেটার।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Ruturaj Gaikwad and Sam Curran | Image: Twitter
Ruturaj Gaikwad and Sam Curran | Image: Twitter

স্যাম কারান-

আমরা প্রথমে বোলিং করবো। দিনের বেলা ম্যাচ। দেখতে চাই কি দাঁড়ায় পরিস্থিতি। আমাদের একাদশ অপরিবর্তিত থাকছে। আমরা এই দল নিয়েই দুটো দারুণ জয় পেয়েছি। এই ম্যাচে পরিস্থিতি দুই পক্ষের জন্যই সমান সুবিধাজনক। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-এ ভালো করতে হবে।

ঋতুরাজ গায়কোয়াড়-

আমরা কেবল নিজেদের ক্ষেত্রে ছোটো ছোট জিনিস ঠিকঠাক করার ক্ষেত্রেই নজর দিতে চাই। আমরা প্রতিপক্ষের আমাদের বিরুদ্ধে রেকর্ড কেমন তা নিয়ে ভাবতে রাজী নয়। এই মরসুমে অনেক চোট-আঘাতের মোকাবিলা করতে হয়েছে। বাধ্য হয়েই দলে অনেক রদবদলও করতে হয়েছে। ১০টা টস হেরেও ৫টা ম্যাচ জেতা ইতিবাচকই বলবো। মুস্তাফিজুরের বদলে মিচেল স্যান্টনার খেলছে।

PBKS vs CSK, টস রিপোর্ট-

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং বেছে নিলো পাঞ্জাব কিংস।

Also Read: কলকাতার বিরুদ্ধে ম্যাচ হারতেই ক্যাপ্টেনসি ছাড়ছেন হার্দিক, রোহিত নয় এই খেলোয়াড় পাচ্ছেন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *