IPL’এর শেষ ম্যাচের আগেই লড়াই ঈশান-ডেভিডের, মাঠেই ফাটালেন মুখ !!

বাঁকি রয়েছে গুটিকয়েক গ্রুপ পর্যায়ের ম্যাচ। এই ম্যাচগুলির সমাপ্তির পরেই হয়তো জানা যাবে আইপিএল ২০২৪’এর প্লে-অফে কোয়ালিফাই করা চার দলের নাম। আগামীকাল নিয়মরক্ষার লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টস (MI vs LSG)। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন দলটিকে একেরপর এক ম্যাচে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। ১৩ ম্যাচে কেবলমাত্র ৪টি জয় পেয়েছে […]

ঈশান কিষণ (Ishan Kishan)

সাম্প্রতিক কালে ভারতের অন্যতম প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের মধ্যে একজন ঈশান কিষণ (ishan Kishan)। বাম হাতি ব্যাটার হিসেবে পরিচিত ঈশান স্টাম্পের পিছনে উইকেটরক্ষকের দস্তানা হাতেও সমান সাবলীল। বিহারের পাটনা শহরে জন্ম তাঁর। ঈশানের বাবার নাম প্রণবকুমার পাণ্ডে (Pranavkumar Pandey)। মা সুচিত্রা সিং। রাজ কিষণ নামে ঈশানের (Ishan Kishan) এক ভাই’ও রয়েছে (Ishan Kishan Family Information)। ছেলেবেলা থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিলো তাঁর। মাত্র ৭ বছর বয়সে নির্বাচিত হন অল ইন্ডিয়া স্কুল গেমসের জন্য। বিহারে জন্ম হলেও স্থানীয় ক্রিকেট বোর্ডের রেজিস্ট্রেশন জনিত সমস্যার কারনে প্বার্শবর্তী ঝাড়খণ্ড ক্রিকেট দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করেন তিনি।

২০১৪ সালের মার্চ মাসে ঘরোয়া ক্রিকেটে লিস্ট-এ ফর্ম্যাটে প্রথম মাঠে নামেন তিনি। সেই বছরেই এপ্রিলে হয় টি-২০ অভিষেক। ও ডিসেম্বরে প্রথম শ্রেণির খেলায় অভিষেক করেন তিনি (Ishan Kishan Debut)।২০১৬ সালের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে ঈশান কিষণ (Ishan Kishan) ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। ঋষভ পন্থ, আবেশ খান, খলিল আহমেদ, সরফরাজ খানদের মত একঝাঁক তারকা ক্রিকেটারও ছিলেন সেই বছর অনুর্দ্ধ-১৯ ভারতীয় দলে। সেই একই বছর আইপিএল অভিষেকও হয় তাঁর। সিনিয়র জাতীয় দলের হয়ে পথচলা শুরু করেন ২০২১ সালে। আর পিছনে ফিরে তাকাতে হয় নি তাঁকে। ব্যক্তিওত জীবনে মডেল অদিতি হুন্ডিয়ার সাথে সম্পর্কে রয়েছেন তিনি (Ishan Kishan Relationship)।

বাংলায় ঈশান কিষণের বায়োগ্রাফি (Ishan Kishan Biography in Bengali)-

সম্পূর্ণ নাম ঈশান প্রণব কিষণ
ডাকনাম পকেট ডায়নামো
জন্মস্থান পাটনা, বিহার
জন্মতারিখ ১৮ জুলাই, ১৯৯৮
উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি (১৬৮ সেন্টিমিটার)
চোখের মণির রং গাঢ় বাদামি
জাতীয় দল ভারত
আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্স
জার্সি নম্বর ৩২ (ভারত), ২৩ (আইপিএল)
ব্যাটিং-এর ধরণ বাম হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ
ক্রিকেটীয় ভূমিকা উইকেটরক্ষক ব্যাটার
বান্ধবী-র নাম অদিতি হুন্ডিয়া
সন্তানের নাম
রাশিচিহ্ন কর্কট
শখ টেবিল টেনিস, বিলিয়ার্ডস
পঠনপাঠন দিল্লী পাবলিক স্কুল, পাটনা
ইন্সটাগ্রাম প্রোফাইল @ishankishan23
ফেসবুক প্রোফাইল @iamishankishan
ট্যুইটার (X) হ্যান্ডেল @ishankishan51

ঈশান কিষণের আন্তর্জাতিক অভিষেক (Ishan Kishan International Debut)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট ১২/০৭/২০২৩ ওয়েস্ট ইন্ডিজ ডোমিনিকা
ওয়ান ডে ১৮/০৭/২০২১ শ্রীলঙ্কা কলম্বো
টি-২০ ১৪/০৩/২০২১ ইংল্যান্ড আহমেদাবাদ

ঈশান কিষণের পরিসংখ্যান (Ishan Kishan Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক
Test ০২ ৭৮ ৫২* ৭৮.০০ ৮৫.৭১ ০০ ০১
ODI ২৭ ৯৩৩ ২১০ ৪২.৪০ ১০২.১৯ ০১ ০৭
T20i ৩২ ৭৯৬ ৮৯ ২৫.৬৭ ১২৪.৩৭ ০০ ০৬
IPL ৯৮ ২৫১৬ ৯৯ ২৯.২৬ ১৩৬.৫৯ ০০ ১৬
FC ৫০ ৩০৬৩ ২৭৩ ৩৯.২৬ ৬৯.২৫ ০৬ ১৭
List-A ১০৪ ৩৪৮২ ২১০ ৩৮.২৬ ৯৪.৩৩ ০৫ ১৯
T20 ১৭৯ ৪৬২৭ ১১৩* ২৮.৭৩ ১৩২.৪৬ ০৩ ২৭

যে দলগুলির হয়ে খেলেছেন ঈশান কিষণ (Ishan Kishan Teams)-

ঝাড়খণ্ড, ভারত, ভারত-এ, অবশিষ্ট ভারত, গুজরাত লায়ন্স, ভারত ব্লু, পূর্বাঞ্চল, বোর্ড সভাপতি একাদশ, ভারত-বি, মুম্বই ইন্ডিয়ান্স, ভারত-সি, ভারত রেড, ভারত অনুর্দ্ধ-১৯, ঝাড়খণ্ড অনুর্দ্ধ-১৯।

ঈশান কিষণের রেকর্ড ও কৃতিত্ব (Ishan Kishan Records in Bengali)-

  • মাত্র ৭ বছর বয়সে কনিষ্ঠতম হিসেবে অল ইন্ডিয়া স্কুল গেমসে নির্বাচিত হয়েছিলেন ঈশান কিষণ
  • প্রথম ক্রিকেটার হিসেবে কেরিয়ারের প্রথম শতরানকেই দ্বিশতরানে পর্যবসিত করেছেন ঈশান কিষণ (Ishan Kishan Achievements)
  • একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের মালিক তিনি। বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামের মাঠে এই রেকর্ড গড়েন তিনি।
  • ভারতের হয়ে চতুর্থ ক্রিকেটার হিসেবে দ্বিশতরানের নজির গড়েন ঈশান কিষণ।
  • অজিঙ্কা রাহানের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-২০ অভিষেকে অর্ধশতক করেন ঈশান কিষণ।

ঈশান কিষণকে নিয়ে চলা বিতর্ক (Ishan Kishan Controversies in Bengali)-

২০২৩-এর ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন ভারতীয় দল থেকে সরে দাঁড়ান ঈশান কিষণ। মানসিক স্বাস্থ্যজনিত অসুবিধার কথা বোর্ডকে জানান তিনি। দেশে ফেরার পর দুবাইতে উড়ে গিয়েছিলেন বর্ষবরণের পার্টিতে যোগ দিতে। একটি টেলিভিশন অনুষ্ঠানেও যান। তাঁর আচরণ মনঃপুত হয় নি ভারতীয় বোর্ডের। পরে বিসিসিআই-এর তরফে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে অনুরোধ করা হলেও কর্ণপাত করেন নি ঈশান। শাস্তিস্বরূপ ঈশানকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়।

ঈশান কিষণের নেট ওয়ার্থ (Ishan Kishan Networth)-

  • আইপিএল ২০২৪- ১৫ কোটি ২৫ লক্ষ টাকা
  • মোট নেট ওয়ার্থ- ৬৬ কোটি টাকা ( ৮ মিলিয়ন মার্কিন ডলার)

ঈশান কিষণের গাড়িসমূহ (Ishan Kishan Car Collection in Bengali)-

ব্র্যান্ড ও মডেল দাম (ভারতীয় টাকায়)
বিএমডব্লু ৫ সিরিজ ৭২ লক্ষ
ফোর্ড মাস্ট্যাং ১ কোটি
মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস ১ কোটি ৫ লক্ষ

ঈশান কিষণের বাণিজ্যিক চুক্তিসমূহ (Ishan Kishan Brand Endorsements)-

  • সিয়েট
  • ওপো
  • নয়েজ
  • মান্যবর
  • ব্লিৎজপুলস
  • এলিস্টা

ঈশান কিষণ সম্পর্কীত প্রশ্নাবলী (Ishan Kishan FAQs)-

কত সালে ঈশান কিষণ প্রথম ভারতের হয়ে খেলেন?

২০২১ সালে প্রথমবার ঈশান কিষণ ভারতের হয়ে মাঠে নামেন।

ঈশান কিষণ কোন দলের হয়ে আইপিএল খেলেন?

ঈশান কিষণ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলে থাকেন।

ঈশান কিষণের স্ত্রী’র নাম কি?

ঈশান কিষণ অবিবাহিত। তবে তাঁর বান্ধবীর নাম অদিতি হুন্ডিয়া। তিনি পেশায় মডেল।

কার বিরুদ্ধে ঈশান কিষণ দ্বিশতরান করেছেন?

২০২৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে ঈশান কিষণ অর্ধশতরান করেন।

) ঈশান কিষণের প্রিয় ক্রিকেট তারকা কে?

ঈশান কিষণের পছন্দের ক্রিকেটতারকা বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও অ্যাডাম গিলক্রিস্ট।