ipl-2024-lsg-vs-dc-dream-11-prediction

IPL 2024: ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে শুক্রবার আইপিএলের (IPL) আঙিনায় সম্মুখসমরে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ও দিল্লী ক্যাপিটালস (DC)। ঘরের মাঠে এখনও অপরাজিত লক্ষ্ণৌ শিবির। তারা হারিয়েছে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মত প্রতিপক্ষকে। দিল্লীর বিরুদ্ধেও সেই জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য তাদের। পক্ষান্তরে পরপর ম্যাচ হেরে ধুঁকছে ক্যাপিটালস শিবির। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছেন ঋষভ পন্থরা। প্লে-অফের লড়াই জারি রাখতে হলে শুক্রবার লক্ষ্ণৌর (LSG) বিরুদ্ধে জয়ই একমাত্র রাস্তা ঋষভ, অক্ষর প্যাটেলদের সামনে। ২ পয়েন্টের জন্য মরিয়া হয়েই ঝাঁপাবেন তাঁরা।

ঘরের মাঠের সুবিধা শুক্রবারও নিতে চাইবে লক্ষ্ণৌ। তাদের হয়ে ওপেন করতে পারেন অধিনায়ক কে এল রাহুল (KL Rahul) ও ক্যুইন্টন ডি কক। তিন নম্বরে খেলতে পারেন তরুণ দেবদত্ত পাডিক্কাল। কর্ণাটকের ক্রিকেটার চাইবেন ফর্মে ফিরতে। চারে নেমে ইনিংসের দায়িত্ব কাঁধে তুলতে হতে পারে মার্কাস স্টয়নিস’কে (Marcus Stoinis)। অজি অলরাউন্ডারের পর ব্যাট হাতে নামতে দেখা যাবে নিকোলাস পুরান’কে (Nicholas Pooran)। ক্যারিবিয়ান তারকা ফর্মে রয়েছেন চলতি মরসুমে। এরপর থাকছেন আয়ুষ বাদোনি। দিল্লীর বিরুদ্ধে বড় ভূমিকা নিতে পারেন অলরাউন্ডার ক্রুণাল পাণ্ডিয়া। স্পিন বিভাগে রবি বিষ্ণইয়ের সঙ্গী হতে পারেন সিদ্ধার্থ মণিমরণ। মায়াঙ্ক যাদব নেই। বদলে নবীন উল হকের (Naveen-ul-Haq) সাথে খেলছেন যশ ঠাকুর।

দিল্লীর হয়ে ইনিংসের সূচনা করতে পারেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ। দুজনের থেকেই কার্যকরী ইনিংসের আশায় দল। তিনে খেলতে পারেন অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। চার নম্বরে ব্যাট হাতে দেখা যেতে পারে মিচেল মার্শকে। অস্ট্রেলীয় অলরাউন্ডারের থেকে চমকপ্রদ পারফর্ম্যান্স প্রয়োজন ক্যাপিটালস শিবিরের। এরপর প্রোটিয়া তরুণ ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) নামতে পারেন ব্যাট হাতে। ফর্মে রয়েছেন তিনি। ছয় নম্বরে খেলানো হতে পারেন অভিষেক পোড়েল’কে। অলরাউন্ডার অক্ষর প্যাটেলের (Axar Patel) গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে শুক্রবারের ম্যাচে। অক্ষরের সাথে স্পিন বিভাগে জুটি বাঁধতে পারেন ভিকি ওটসওয়াল। অনরিখ নর্খিয়ার বদলে খেলতে পারেন ঝাই রিচার্ডসন। একাদশে থাকার সম্ভাবনা খলিল আহমেদ, মুকেশ কুমার ও ঈশান্ত শর্মা’র।

Read More: IPL 2024: বেঙ্গালুরুর বেহাল দশার পিছনে ‘ভিলেন’ বীরেন্দ্র শেহবাগের ভাগ্নে, কোহলির খেতাব জয়ের পথে হচ্ছেন কাঁটা !!

IPL ম্যাচের সময়সূচি-

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) বনাম দিল্লী ক্যাপিটালস (DC)

ম্যাচ নং- ২৬

ভেন্যু- ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম, লক্ষ্ণৌ

তারিখ- ১২/০৪/২০২৪

সময়- সন্ধ্যে ৭:৩০ (ভারতীয় সময়)

BRSAVB Ekana Stadium Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

BRSAVB Ekana Stadium | IPL 2024 | Image: Twitter
BRSAVB Ekana Stadium | Image: Twitter

লক্ষ্ণৌর মাঠে চলতি মরসুমে যে দুটি ম্যাচ হয়েছে সেখানে বিপরীতধর্মী পিচ চোখে পড়েছে। প্রথম খেলাটিতে রান উঠলেও দ্বিতীয় ম্যাচে মন্থর হতে দেখা গিয়েছে বাইশ গজকে। বল পড়ে খানিক থেমে ব্যাটে এসেছে। শট খেলতে সমস্যায় পড়েছেন ব্যাটাররা। শুক্রবারের ম্যাচেও তেমনটাই দেখা যেতে পারে। একানা স্টেডিয়ামে এখনও অবধি আটটি আইপিএল ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে পাঁচটিতে প্রথমে ব্যাটিং করে জয় এসেছে। অন্যদিকে ২টি ম্যাচে রান তাড়া করতে নেমে মিলেছে সাফল্য। গত বছর লক্ষ্ণৌ সুপারজায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি অমীমাংসিত ছিলো বৃষ্টির কারণে। পরিসংখ্যান মাথায় রেখে টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিং বেছে নিতে পারেন।

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও দিল্লী ক্যাপিটালস ম্যাচের দিন অর্থাৎ শুক্রবার উত্তরপ্রদেশের রাজধানী শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। শুক্রবার লক্ষ্ণৌ শহরে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। সম্পূর্ণ ক্রিকেট ম্যাচ উপভোগ করতে পারবেন ক্রিকেটজনতা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ২১ শতাংশ। খেলার সময় ১১ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ-

LSG and DC | IPL 2024 | Image: Twitter

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)-

ক্যুইন্টন ডি কক ✈, কে এল রাহুল (অধিনায়ক/উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কাল, আয়ুষ বাদোনি, মার্কাস স্টয়নিস ✈, নিকোলাস পুরান ✈, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, সিদ্ধার্থ মণিমরণ, নবীন উল হক ✈, যশ ঠাকুর.

বিকল্প- যুধবীর সিং চরক, অমিত মিশ্র, দীপক হুডা, আর্শাদ খান, আর্শিন কুলকার্ণি।

দিল্লী ক্যাপিটালস (DC)-

ডেভিড ওয়ার্নার ✈, পৃথ্বী শ, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটরক্ষক), মিচেল মার্শ ✈, ট্রিস্টান স্টাবস ✈, অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, ঝাই রিচার্ডসন ✈, ঈশান্ত শর্মা, খলিল আহমেদ, মুকেশ কুমার, ভিকি ওটসওয়াল।

বিকল্প- শে হোপ✈, রসিক দার সালাম, সুমিত কুমার, কুমার কুশাগ্র, জেক ফ্রেজার ম্যাকগ্রুক ✈।

*✈-বিদেশী ক্রিকেটার।

LSG vs DC, Dream 11 Prediction, Fantasy Tips-

ব্যাটার– ক্যুইন্টন ডি কক, পৃথ্বী শ, নিকোলাস পুরান

উইকেটরক্ষক– ঋষভ পন্থ

অলরাউন্ডার- ক্রুণাল পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, মার্কাস স্টয়নিস

বোলার- রবি বিষ্ণোই, যশ ঠাকুর, নবীন উল হক, খলিল আহমেদ

অধিনায়ক- নিকোলাস পুরান

সহ-অধিনায়ক- ঋষভ পন্থ

Also Read: IPL 2024: ট্রফি অধরাই থাকছে বেঙ্গালুরু’র, চ্যাট জিপিটি’র মতে এই দল জিততে চলেছে এবারের আইপিএল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *