chat-gpt-predicts-ipl-winner-for-2024

IPL 2024: গত ২২ মার্চ শুরু হয়েছিলো ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ আইপিএল-এর (IPL) সপ্তদশতম মরসুম। চলার কথা ২৬ মে অবধি। বিসিসিআই এই প্রতিযোগিতা প্রথম তিন সপ্তাহের মধ্যে হয়ে উঠেছে জমজমাট। ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন ক্রিকেটজনতা। রোজই দুপুর বা সন্ধ্যেবেলা তাঁদের চোখ থাকছে টিভি বা স্মার্টফোনের পর্দায়। পছন্দের দল ভালো পারফর্ম করলে আনন্দে আত্মহারা হতে দেখা যাচ্ছে আট থেকে আশি’কে। ব্যর্থতায় আবার মুখ ভার হচ্ছে অনেকের। এখনও মাঝপথেও পৌঁছায় নি ২০২৪-এর টুর্নামেন্ট। এখন থেকেই চূড়ান্ত ফলাফল কি হবে তা নিয়ে বাড়ছে আগ্রহ। উৎসুক ক্রিকেটপ্রেমীদের জন্য সম্ভাব্য জয়ীর নাম জানিয়ে দিলো A.I চ্যাট জিপিটি।

Read More: IPL 2024: “হৃদস্পন্দন বন্ধ করে দেয় এমন…”, জয়পুরে শেষ বলে গুজরাটের রাজস্থান বধ দেখে উল্লাসে মাতলো নেটপাড়া !!

চ্যাট জিপিটির মতে চ্যাম্পিয়ন হবে চেন্নাই-

Chennai Super Kings | IPL 2024 | Image: Getty Images
Chennai Super Kings | Image: Getty Images

দুই মাসের টুর্নামেন্ট সবেমাত্র পা দিয়েছে তৃতীয় সপ্তাহে। খেলা হয়েছে ২৪টি ম্যাচ। কোনো দল পাঁচটি, কোনো দল ছয়টি ম্যাচ খেলে ফেলেছে ইতিমধ্যে। কিন্তু আগামী ২৬ মে চ্যাম্পিয়নের মুকুট কার মাথায় উঠবে তা নিয়ে এখন থেকেই তৈরি হয়েছে আগ্রহ। রাজস্থান (RR), কলকাতার (KKR) মত দলগুলি টুর্নামেন্টের প্রথম ধাপে ভালো পারফর্ম করেছে। শেষ অবধি তারাই বাজিমাত করবে? নাকি সকলকে চমকে দিয়ে ধুমকেতূর মত উঠে আসবে নতুন কেউ, তা নিয়ে চলছে চর্চা। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি’কে (Chat GPT) জিজ্ঞেস করা হয়েছিলো কে হতে চলেছে আইপিএলের চ্যাম্পিয়ন। প্রশ্নের উত্তরে ২০২৪-এর খেতাবজয়ী হিসেবে চেন্নাই সুপার কিংসের (CSK) নাম জানিয়েছে চ্যাটজিপিটি।

২০২৩ সালের আইপিএলেও (IPL) ফাইনালে গুজরাত টাইটান্সকে (GT) এক রুদ্ধশ্বাস ম্যাচে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছিলো চেন্নাই সুপার কিংস (CSK)। প্রতিযোগিতায় ১৪ মরসুম অংশ নিয়ে পঞ্চম ট্রফি জয়ের রেকর্ড করেছিলো। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) সাথে সফলতম দলের তকমা ভাগ করে নিয়েছিলো তারা। এবার জিতলে ষষ্ঠ খেতাবের মালিক হবে তারা। চেন্নাই দলের কিংবদন্তি তারকা মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ২০২৪ সালে সম্ভবত নিজের শেষ আইপিএল (IPL) খেলছেন। যদি চ্যাট জিপিটির ভবিষ্যদ্বাণী সত্যি হয়, তাহলে ট্রফি জিতেই কেরিয়ারে ইতি টানতে পারবেন তিনি। আপাতত লীগ তালিকার চতুর্থ স্থানে থেকে প্লে-অফের দৌড়ে রয়েছে চেন্নাই (CSK)। বাকি ম্যাচগুলিতে তারা কেমন পারফর্ম করে সেদিকেই তাকিয়ে অনুরাগীরা।

২০৫০ অবধি আইপিএলের ফলাফল জানালো চ্যাট জিপিটি-

IPL Trophy | Image: Getty Images
IPL Trophy | Image: Getty Images

কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটির (Chat GPT) পক্ষ থেকে ২০২৪ থেকে ২০৫০-এর আইপিএলের (IPL) সম্ভাব্য বিজেতাদের নাম প্রকাশ করা হয়েছে। তারা জানিয়েছে ২০২৪-এর খেতাব জয়ের পর পরবর্তী ট্রফির জন্য ২০৩৩ অবধি অপেক্ষা করতে হতে পারে চেন্নাইকে (CSK)। এছাড়া ২০৪২ ও ২০৫০-এর খেতাব’ও জিততে পারে তারা। টুর্নামেন্টের প্রথম সতেরো বছরে ট্রফি ভাগ্য সুপ্রসন্ন হয় নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র (RCB)। চ্যাট জিপিটির মতে ২০২৭ সালে প্রথম খেতাব জিততে পারে তারা। ২০৩৪ ও ২০৪৪-এর ট্রফিও জেতে পারে বেঙ্গালুরুতে। ২০২৬, ২০৩৪ ও ২০৪১ সালে ট্রফি জিতবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০২৫, ২০৩২, ২০৪০ ও ২০৪৯ সালে জিতবে মুম্বই ইন্ডিয়ান্স (MI)।

দেখে নিন সম্পূর্ণ তালিকা-

চলতি আইপিএলের পয়েন্ট তালিকা-

Rajasthan Royals | IPL 2024 | Image: Getty Images
Rajasthan Royals | Image: Getty Images

প্রতিবেদন লেখার সময় অবধি ২৪টি ম্যাচ সম্পূর্ণ হয়েছে এবারের আইপিএলে (IPL)। লীগ তালিকায় সবার উপরে রয়েছে রাজস্থান রয়্যালস (RR)। পাঁচ ম্যাচ খেলে তাদের জয়ের সংখ্যা ৪। সঞ্জু স্যামসনরা রয়েছেন আট পয়েন্টে। এরপর জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। শ্রেয়স আইয়ারের দল চার ম্যাচ খেলে জিতেছে তিনটিতে। ছয় পয়েন্ট ও +১.৫২৮ নেট রান-রেট নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তিনে রয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। চার ম্যাচ খেলে তাদেরও পয়েন্ট সংখ্যা ৬। তারাও জিতেছে তিন ম্যাচ। কিন্তু নেট রান-রেটে কলকাতার চেয়ে পিছিয়ে কে এল রাহুল’রা। চতুর্থ স্থানে আপাতত চ্যাট জিপিটি’র মত সম্ভাব্য চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। পাঁচ ম্যাচে তিন জয় তাদের। নেট রান রেট +০.৬৬৬।

ছয় পয়েন্টে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ও গুজরাত টাইটান্স’ও (GT)। নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে পাঁচে হায়দ্রাবাদ, গত মরসুমের রানার্স-আপ গুজরাত টাইটান্স রয়েছে ছয় নম্বরে। এখনও অবধি সাত নম্বরে পাঞ্জাব কিংস (PBKS)। পাঁচ ম্যাচ খেললেও তারা জিতেছে ২টি ম্যাচ। হার ৩টিতে। পয়েন্ট সংখ্যা চার। নেট রান রেট -০.১৯৬। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (MI) রয়েছে আট নম্বরে। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে লাগাতার হারলেও দিল্লীর বিরুদ্ধে গত রবিবার ম্যাচ জিতে এক লাফে আটে উঠে এসেছেন হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা’রা। ২ পয়েন্ট তাদের সংগ্রহে। নেট রান রেট -০.৭০৪। শেষ দুটি পজিশনে আপাতত যথাক্রমে বেঙ্গালুরু (RCB) ও দিল্লী (DC)। দুই দলেরই পয়েন্ট সংখ্যা দুই। নেট রান-রেটে এগিয়ে বিরাটরা।

এক নজরে সম্পূর্ণ পয়েন্ট তালিকা-

IPL Points Table | Image: Twitter

Also Read: IPL’এর মাঝেই শোকের ছায়া ক্রিকেট বিশ্বে, এই কিংবদন্তি খেলোয়াড় মারা গেলেন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *