IPL 2023: "ভারতীয় দলের ভবিষ্যত..." ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিং মাহাত্ম্যে বুঁদ নেটমাধ্যম, শুভেচ্ছায় ভাসলেন রবি বিষ্ণোই'ও !! 1

IPL 2023:  বেশ কয়েক বছর পর ঘরের মাঠে ফিরলো চেন্নাই সুপার কিংস। কোভিডবিধির শৃঙ্খলমুক্ত হয়ে আইপিএল এবার আবার ফিরেছে চেনা ছন্দে। গ্যালারি উপচে পড়েছে অনুরাগীদের ভীড়ে। টেলিভিশন বা স্মার্টফোনের পর্দায় চোখ রেখেছেন কোটি কোটি ক্রিকেট ভক্ত। চিপকের মাঠে আজ টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান লক্ষ্ণৌ অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। রান তাড়া করার ব্যাপারে তাঁরা কতটা দড় তা দ্বিতীয় ম্যাচে পরীক্ষা করে দেখতে চান বলে জানিয়েছিলেন সুপারজায়ান্টস অধিনায়ক।

Ruturaj Gaikwad | IPL 2023 | image: twitter
Ruturaj Gaikwad once again impressed with the bat

উদ্বোধনী ম্যাচে চেন্নাই হারলেও ভক্তদের মনে দাগ কেটেছিলো ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturj Gaikwad) ব্যাটিং। শতরান ফস্কালেও ৯২ রানের ইনিংসটি মোহিত করেছিলো ক্রিকেটভক্তদের। আজ দ্বিতীয় ম্যাচে নিজের ব্যাটিং-এর জাদুতে ফের একবার সম্মোহিত করলেন মহারাষ্ট্রের ওপেনার। ডেভন কনওয়ের (Devon Conway) সাথে ওপেন করতে এসে চার-ছক্কার বৃষ্টি দেখালেন তিনি। কৃষ্ণাপ্পা গৌতমের বলে একই ওভারে তিন ছক্কা হাঁকান তিনি। ঋতুরাজের (Ruturaj Gaikwad) রোষ থেকে রক্ষা পেলো না মাঠের ধারে রাখা স্পন্সর সংস্থা’র গাড়িও। সটান সেই গাড়ির দরজায় আছড়ে পড়লো বল। গায়কোয়াড়ের ব্যাটিং দেখে তাঁকে ‘ভারতীয় ব্যাটিং-এর ভবিষ্যৎ’ তকমা দিয়েছেন নেটনাগরিকেরা। তাঁর ব্যাটিংকে ‘রুথলেস’ বলছে নেটপাড়া।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

Ravi Bishnoi | IPL 2023 | image: twitter
Ravi Bishnoi struck thrice against CSK at Chepauk

ঋতুরাজ এবং ডেভন কনওয়ের (Devon Conway)  ওপেনিং জুটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে ছিলো চেন্নাইকে। দিল্লী ক্যাপিটালস ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মার্ক উডকে রীতিমত দিশাহারা লাগলো আজ প্রথম ওভারে। খরচ করলেন ১৫ রান। লক্ষ্ণৌকে খাদের কিনার থেকে টেনে তুললেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিলেন তিনি। ভারতীয় দলে তাঁকে দেখতে চেয়ে নেটমাধ্যমে সরব হয়েছেন অনেকে। ১৬ কোটি ২৫ লাখ টাকার বিনিময়ে চেন্নাই দলে নিয়েছে বেন স্টোকসকে (Ben Stokes)। প্রথম ম্যাচের পর আজ লক্ষ্ণৌর (LSG) বিরুদ্ধেও রান নেই তাঁর ব্যাটে। ৮ বলে ৮ রান করলেন তিনি। ইতিমধ্যেই কটাক্ষ শুনতে হয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডারকেও। ধোনির ৩ বলে ১২ রানের ক্যামিও’র দৌলতে ২১৭ রানের বিরাট স্কোর খাড়া করলো চেন্নাই।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

দেখে নিন ট্যুইটার চিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *