IPL 2023: জ্বলে উঠলো সঞ্জু স্যামসনের ব্যাট, হায়দ্রাবাদ বোলিং-কে দুরমুশ করে স্কোরবোর্ডে ২০৩ রান যোগ করলো রাজস্থান !! 1

IPL 2023: জোরকদমে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। ষোড়শ মরসুমের সূচনা হয়েছে গত শুক্রবার। আর এর মধ্যেই ক্রিকেট দর্শকদের বেশ কয়েকটি হাড্ডাহাড্ডি ম্যাচ উপহার দিয়েছে আইপিএল। টুর্নামেন্টের প্রথম রবিবারে রয়েছে দুটি খেলা। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মুখোমুখি হয়েছে গতবারের ফাইনালিস্ট রাজস্থান রয়্যালস (RR)। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে খেলা।

ঘরের মাঠে টস গিয়েছে সানরাইজার্সের পক্ষে। এই মরসুমে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে (Aiden Markram) অধিনায়ক বেছে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে ব্যস্ত থাকায় দলের সাথে যোগ দিতে পারেন নি তিনি। প্রথম ম্যাচে অরেঞ্জ আর্মির অধিনায়কত্বের ভার তাই ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) হাতে। টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

গত মরসুমে ট্রফির খুব কাছাকাছি গিয়েও শূন্য হাতে ফিরতে হয়েছে রাজস্থান রয়্যালসকে (RR)। এবার যে সঞ্জু স্যামসনরা দ্বিতীয় খেতাবকে পাখির চোখ করেই মাঠে নেমেছেন, প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন তা। ইনিংসের আগাগোড়া ব্যাট হাতে আক্রমণাত্মক থাকতে দেখা গেলো রয়্যালসদের। জস বাটলার (Jos Buttler), যশস্বী জয়সোয়াল, সঞ্জু স্যামসনদের (Sanju Samspn) দাপটে খড়কুটোর মত উড়ে গেলো ভুবনেশ্বর, উমরানদের প্রতিরোধ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে রাজস্থান স্কোরবোর্ডে যোগ করলো ২০৩ রান।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

আক্রমণের রাস্তা থেকে সরলো না রাজস্থান-

Sanju Samson | IPL 2023 | image: twitter
Sanju Samson scored a quickfire fifty to guide his team’s score past the two hundred run mark

গত মরসুমে সর্বোচ্চ রানসংগ্রাহকের কমলা টুপির মালিক হয়েছিলেন জস বাটলার (Jos Buttler)। ৪টি শতরান-সহ করেছিলেন ৮৬৩ রান। মরসুম বদলালেও তাঁর ছন্দে যে কোনো বদল আসে নি তা প্রথম ম্যাচেই পরিষ্কার করে দিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার। ইনিংসের গোড়াতেই ব্যাট হাতে ঝড় তূলতে দেখা গেলো তাঁকে। ৭টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৫৪ রান করলেন তিনি। ফজলহক ফারুকির (Fazalhaq Farooqi) ওভারে আউট হওয়ার আগে চার বলের মধ্যে তিনটি চার মেরেছিলেন তিনি। বাটলারের দাপটে পাওয়ার প্লে’তে ৮৫ রান তোলে রাজস্থান।

ইনিংসের শুরুতে বাটলারের তাণ্ডবের পাশাপাশি নজর কেড়ে নিলেন যশস্বী জয়সোয়াল’ও (Yashasvi Jaiswal)। তরুণ ভারতীয় ওপেনার ইংল্যান্ড তারকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেন। বাটলার আউট হওয়ার পরেও ব্যাটিং ধার বিন্দুমাত্র কমে নি তাঁর। অর্ধশতক পেরোলেন যশস্বীও। ৩৭ বলে ৯টি চারের সাহায্যে ৫৪ রান করে থামলেন তিনি। রানের উৎসবের মঞ্চ প্রস্তুত থাকলেও ব্যাট হাতে হতাশ করলেন দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal), রিয়ান পরাগরা। দেবদত্ত ৫ বলে ২ এবং রিয়ান পরাগ (Riyan Parag) ৬ বলে ৭ রান করলেন।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের (Sanju Samson) রেকর্ড বরাবরই চমকপ্রদ। আজকের ম্যাচের আগে ‘অরেঞ্জ আর্মি’র বিরুদ্ধে কেরিয়ারে ৫৬৭ রান ছিলো তাঁর। রানের সংখ্যা আরও বেশ খানিকটা বাড়িয়ে নিলেন রাজস্থান সমর্থকদের প্রিয় ‘চেট্টান।’ প্রায় ২০০’র কাছে স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করলেন তিনি। ৩২ বলে ৩টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে স্যামসনের (Sanju Samson) ব্যাট ত্থেকে এলো ৫৫ রান। ভারতীয় দলে এখনও নিয়মিত নন সঞ্জু, আর ফের একবার ‘টিম ইন্ডিয়া’র দরজায় কড়া নাড়লেন কেরালার উইকেটরক্ষক-ব্যাটার।

বোলারদের বধ্যভূমি হয়ে উঠলো হায়দ্রাবাদ-

SRH vs RR | IPL 2023 | image: twitter
Half-centuries from Buttler, Jaiswal and Samson help RR put up a huge total against SRH

আজ রাজস্থানের ব্যাটারদের বিরুদ্ধে ২০ ওভারে বিশেষ দাগ কাটতে পারলেন না হায়দ্রাবাদ (SRH) বোলাররা। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকার কারণে আজ হায়দ্রাবাদ দলে ছিলেন না মার্কো ইয়ানসেন। ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar), উমরান মালিক (Umran Malik), ফজলহক ফারুখিদের (Fazalhaq Farooqi)  নিয়ে গড়া বোলিং আক্রমণের কাছে দিনটা সুখকর হলো না আজ। রাজস্থান ব্যাটারদের বিশেষ সমস্যায় ফেলতে পারলেন না তাঁরা। রাজীব গান্ধী স্টেডিয়ামে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেটই দেখা যায়, তবে আজকের পারফর্ম্যান্স বোলিং ডিপার্টমেট নিয়ে চিন্তায় রাখবে সানরাইজার্স কোচ ব্রায়ান লারাকে।

আফগানিস্তানের পেসার ফজলহক ফারুখি (Fazalhaq Farooqi) ২ উইকেট পেলেও ৪ ওভার হাত ঘুরিয়ে খরচ করলেন ৪১ রান। ভারতীয় পেস তারকা উমরান মালিকের (Umran Malik) পারফর্ম্যান্সের দিকে নজর ছিলো ক্রিকেটবিশ্বের। গত মরসুমে গতির ঝড় তুলেছিলেন উমরান। আজ অবশ্য সেরা ছন্দের আশেপাশেও দেখা গেলো না তাঁকে। একটি উইকেট পেলেও ১০ এর বেশী ইকোনমি রেট তাঁর। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারও (Bhuvneshwar Kumar) ৩ ওভার হাত ঘুরিয়ে খরচ করলেন ৩৬ রান। আজকের ম্যাচে সানরাইজার্সের (SRH) সেরা বোলার টি নটরাজন (T Natarajan)। ৩ ওভারে ২২ রানের বিনিময়ে ২ উইকেট নিলেন তিনি।

স্পিনারদের অবস্থাও তথৈবচ। বাটলার-যশস্বী-সঞ্জুদের আক্রমণ থেকে রেহাই পান নি তাঁরাও। টি-২০ বিশ্বকাপ ফাইনালের নায়ক আদিল রশিদ ৪ ওভারে ৩৩ রান দিলেন। কোনো সাফল্য নেই তাঁর ঝুলিতে। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ১ উইকেট পেলেও ৩ ওভারে দিয়েছেন ৩২ রান। বোলারদের ব্যর্থতার দিনে ম্যাচ জিততে এখন ব্যাটারদের ওপরেই আস্থা রাখতে হবে ‘অরেঞ্জ আর্মি’কে। ২০৪ রানের লক্ষ্যে পৌঁছতে পাওয়ার-প্লে’তে বড় রান তুলতেই হবে মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুকদের।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *