IPL 2024

IPL 2023: ‘এমনটা আইপিএলেই সম্ভব’, জয়পুরে ম্যাচ শেষে বলেই ফেললেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। একটা বল কিভাবে মাঠের খেলোয়াড়দের, গ্যালারিতে বসা দর্শকদের, টিভি বা স্মার্টফোনের পর্দায় চোখ রাখা কোটি কোটি মানুষকে আবেগের রোলার কোস্টারে চাপিয়ে রোমাঞ্চের শিখরে নিয়ে যেতে পারে তার নিদর্শন পাওয়া গেলো সোয়াই মান সিং স্টেডিয়ামে। জিতেও কাল ম্যাচ জেতা আর হলো না রাজস্থানের। সন্দীপ শর্মার কয়েক ইঞ্চির ভুল নিশ্চিত দুই পয়েন্ট কেড়ে নিলো তাদের হাত থেকে। শেষ বলটিতে নো করে বসেন সন্দীপ। অতিরিক্ত যে বলটি তার ফলে করতে হলো তাঁকে, তাতে ছক্কা হাঁকিয়ে ম্যাচের দাঁড়িপাল্লা অরেঞ্জ আর্মির দিকে ঝুঁকিয়ে দেন সামাদ।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো রাজস্থান। ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল রবিবার শুরুটা করেছিলেন দুর্দান্ত গতিতে। তবে ১৮ বলে ৩৫ রান করে সাজঘরে ফিরতেই হয় তাঁকে। বেশ কিছু ম্যাচে রানের মধ্যে না থাকা জস বাটলার ফর্মে ফেরার জন্য সানরাইজার্স ম্যাচকেই বেছে নিলেন। ৫৯ বলে ৯৫ রানের চোখধাঁধানো ইনিংস দেখা গেলো তাঁর ব্যাট থেকে। রান পেলেন সঞ্জু স্যামসনও। অপরাজিত অর্ধশতক করলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক। ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২১৪ রান করে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্সের হয়ে শুরুটা ভালোই করেছিলেন আনমোলপ্রীত সিং এবং অভিষেক শর্মা। আরও একটা অর্ধশতক করলেন অভিষেক। কার্যকরী ৪৭ রানের ইনিংস খেলেন রাহুল ত্রিপাঠীও। এরপর একটা সময় ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিলো হায়দ্রাবাদ। ঝোড়ো ইনিংস খেলে ম্যাচে তাদের ফেরান গ্লেন ফিলিপস। এর পর শেষ ওভারের নাটকে ম্যাচ জিতে নেয় ‘অরেঞ্জ আর্মি।’

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

১) জয়পুরে যশস্বী ঝড়-

Yashaswi Jaiswal | IPL 2023 | image: twitter

থামানো যাচ্ছে না যশস্বী জয়সওয়ালকে। রাজস্থানের ২১ বর্ষীয় বাঁ-হাতি ওপেনার দিনকয়েক আগেই দিল্লীর বিরুদ্ধে ৭৭ এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১২৪ রান করেছেন। গতকাল সানরাইজার্সের বিরুদ্ধে শুরুটা ঝড়ের বেগেই করেছিলেন তিনি। জয়সওয়ালের ব্যাটে দ্রুত গতিতে এগোচ্ছিলো রাজস্থান। পঞ্চম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ১৯৪.৪৪ স্ট্রাইক রেটে ৫ টি চার এবং ২ ছক্কার সাহায্যে ৩৫ রান করেন তিনি। ইনিংসের ৩০ রানই তিনি করেন বাউন্ডারি হাঁকিয়ে। ৫৪ রানের মাথায় ভাঙে রাজস্থানের ওপেনিং জুটি।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

২) ছন্দে ফিরলেন বাটলার-

RR vs SRH | IPL 2023 | image: twitter

গত মরসুমে সর্বোচ্চ রানসংগ্রাহকের কমলা টুপি জিতেছিলেন জস বাটলার। রাজস্থান ব্যাটিং-এর অন্যতম সেরা তারকা, এবারও শুরুটা বেশ ভালো করেছিলেন। পরপর কয়েকটি ঝোড়ো অর্ধশতক করেছিলেন তিনি। কিন্তু মরসুমের মাঝপথে এসে ফর্ম হারাতে দেখা গিয়েছিলো তাঁকে। ব্যাট হাতে বাইশ গজে সাবলীল দেখাচ্ছিলো না বাটলারকে। কঠিন সময়কে পিছনে ফেলে গতকাল সানরাইজার্সের বিরুদ্ধে জ্বলে উঠতে দেখা গেলো তাঁকে। ইনিংসের গোড়ার দিকে খানিক সাবধানী ছিলেন, কিন্তু যত সময় গড়ালো ট্রেডমার্ক সব শট আছড়ে পড়তে লাগলো বাউন্ডারিতে।

৩) গেইলের IPL রেকর্ড স্পর্শ করা হলো না বাটলারের-

RR vs SRH | IPL 2023 | image: twitter

১০টি চার এবং ৪টি বিশাল ছক্কার সাহায্যে বাটলারের ব্যাট থেকে জয়পুরের ম্যাচে এলো ৯৫ রান। আইপিএল কেরিয়ারে পাঁচটি শতরান রয়েছে তাঁর। সর্বোচ্চ শতরানকারী ব্যাটারদের তালিকায় বিরাট কোহলির সাথে যুগ্ন দ্বিতীয় হিসেবে রয়েছেন তিনি। সামনে কেবলমাত্র ক্রিস গেইল। ‘ইউনিভার্স বস’-এর ছয় শতরানের রেকর্ড স্পর্শ করার এত কাছে এসেও তাঁকে ফিরতে হলো আজ। ভুবনেশ্বর কুমারের নিখুঁত ইয়র্কার বাটলারের প্যাডে আছড়ে পড়ে, রিভিউ চেয়েও রক্ষা পান নি তিনি।

৪) রানের রংমশাল সঞ্জুর ব্যাটেও-

RR vs SRH | IPL 2023 | image: twitter

রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনকেও দেখা গেলো ব্যাট হাতে জ্বলে উঠতে। গত কয়েকটি ম্যাচ রান পাচ্ছিলেন না তিনিও। হায়দ্রাবাদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করে ৩৮ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি। নিজের ইনিংসকে সঞ্জু সাজান ৪টি চার এবং ৫টি ছক্কার দ্বারা। চার নম্বরে ব্যাট করতে নামা শিমরণ হেটমায়ার ৫ বলে ৭ রানে অপরাজিত থাকেন সঞ্জুর সাথে। ২ উইকেটে ২১৪ রানে শেষ হয় রাজস্থানের ইনিংস।

৫) সফল অভিষেক-আনমোল্প্রীত জুটি-

RR vs SRH | IPL 2023 | image: twitter

 

গতকালের ম্যাচের আগে লীগতালিকায় সবার নীচে অবস্থান করছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। বিরাট রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গেলে যে শুরু থেকেই প্রত্যাঘাত করা ছাড়া গতি নেই তা অনুধাবন করতে পেরেছিলো ‘অরেঞ্জ আর্মি।’ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দলে আসা আনমোলপ্রীত সিং’কে আজ অভিষেক শর্মার সাথে ওপেনিং-এ পাঠায় সানরাইজার্স। হতাশ করলেন না তিনি। ২৫ বলে ৩৩ রান করে হায়দ্রাবাদ ইনিংসকে একটা লঞ্চপ্যাড দিয়ে যান তিনি। অভিষেক শর্মার সাথে ৫১ রানের জুটি গড়ে পাওয়ার প্লে’র শেষ বলে আউট হন তিনি।

৬) অভিষেক ও ত্রিপাঠীর ব্যাটে লড়াইতে রইলো SRH-

RR vs SRH | IPL 2023 | image: twitter

ওপেনিং জুটি ভাঙার পরও লড়াই চালিয়ে গেলো সানরাইজার্স হায়দ্রাবাদ। নেপথ্যে অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠী। এর আগেও বেশ কয়েকটি কার্যকরী ইনিংস খেলেছিলেন তরুণ অভিষেক। করেছিলেন অর্ধশতকও। ফের একবার ব্যাট হাতে পঞ্চাশের গণ্ডী পেরোলেন তিনি। গতকাল তাঁর ব্যাট থেকে এলো ৩৪ বলে ৫৫ রান। ভালো খেলেন রাহুল ত্রিপাঠীও। ২৯ বলে ৪৭ করেন তিনি।

৭) চাহালের ঘূর্ণিতে ব্যকফুটে হায়দ্রাবাদ-

RR vs SRH | IPL 2023 | image: twitter

যুজবেন্দ্র চাহালের লেগস্পিনের জাদু একটা সময় ম্যাচ থেকে অনেকখানি দূরে সরিয়ে দিয়েছিলো সানরাইজার্স হায়দ্রবাদকে। মাঝের ওভারগুলোয় অরেঞ্জ আর্মির কাছে ত্রাস হয়ে উঠেছিলেন চাহাল। আনমোলপ্রীত, রাহুল ত্রিপাঠী, হেনরিখ ক্লাসেন এবং এইডেন মার্করামকে আউট করেন তিনি। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট ঝুলিতে ভরে নেন চাহাল। গতকালের পারফর্ম্যান্সের পর নয়া রেকর্ড গড়লেন তিনি। ১৪২ ম্যাচে চাহালের উইকেটসংখ্যা দাঁড়ালো ১৮৩। ডোয়েন ব্র্যাভোর সাথে সর্বোচ্চ উইকেটশিকারীর রেকর্ড এখন ভাগ করে নিলেন রাজস্থানের লেগস্পিনার।

৮) এক ওভারে ম্যাচ ঘোরালেন গ্লেন ফিলিপস-

RR vs SRH | IPL 2023 | image: twitter

 

একটা সময় রাজস্থানের জয় নিশ্চিত ধরে নিয়েছিলেন সকলে। কিন্তু উনিশতম ওভারে কুলদীপ যাদবের বলে সমীকরণ বদলে দেন গ্লেন ফিলিপস। ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান তিনি। পরের দুই বলকেও আছড়ে ফেলেন মাঠের বাইরে। চতুর্থ বলটিতে চার মারেন কিউই ক্রিকেটার। এরপরের বলে আউট হলেন ৭ বলে ২৫ রানের ইনিংস খেলে তিনি ম্যাচকে সানরাইজার্সের দিকে টেনে আনেন।

৯) নো-বলের নাটকে ম্যাচ হায়দ্রাবাদের-

RR vs SRH | IPL 2023 | image: twitter

শেষ ওভারে বাকি ছিলো ১৭ রান। সেখান থেকে শেষ বলে সমীকরণ বলছিলো সানরাইজার্সকে জিততে গেলে করতে হত ৫ রান। বল হাতে ছিলেন সন্দীপ শর্মা। ব্যাট করছিলেন আব্দুল সামাদ। এর আগে চেন্নাইয়ের বিরুদ্ধে এহেন পরিস্থিতিতে ম্যাচ জিতিয়েছিলেন সন্দীপ। কিন্তু রবিবার ভাগ্য সুপ্রসন্ন হলো না তাঁর। সন্দীপের ওভারের ষষ্ঠ বলটিতে আব্দুল সামাদ লং অফে দাঁড়ানো জস বাটলারের হারে ক্যাচ দিয়ে বসেন। ম্যাচ জিতে গিয়েছেন ধরে নিয়ে উদযাপনও করতে শুরু করে দিয়েছিলেন রাজস্থান ক্রিকেটাররা। কিন্তু আম্পায়ার নো-বলের সিদ্ধান্ত দেন। এর ফলে অতিরিক্ত একটি বল করতে হয় সন্দীপকে। দ্বিতীয় সুযোগে কোনো ভুল করেন নি সামাদ। ছক্কা মেরে ম্যাচ জেতান তিনি।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *