IPL 2023: ষোড়শ আইপিএলের লীগ পর্বের ফাইনাল ল্যাপ চলছে এখন। সব দলেরই এখন পাখির চোখ প্লে-অফ। শেষ চারে জায়গা করে নিতে মরিয়া হয়ে ঝাঁপাচ্ছে দলগুলো। ব্যাট-বলের যুদ্ধে একে অন্যকে টেক্কা দিতে চলছে জোর লড়াই। আজ ৬০তম ম্যাচে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি। বিরাট কোহলি আজ রান না পেলেও জোড়া অর্ধশতক করলেন ফাফ দু প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল। অনুজ রাওয়াতের অনবদ্য ১১ বলে ২৯* রানের ক্যামিও বেঙ্গালুরুকে পৌঁছে দেয় ১৭১ রানে।
জবাবে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না রাজস্থানের ব্যাটাররা। তারকা ওপেনিং জুটির সম্মিলিত স্কোর দাঁড়ালো শূন্য। রান পান নি সঞ্জু স্যামসনও। আইপিএলে নিজের প্রথম ইনিংস স্মরণীয় করে রাখতে পারলেন না জো রুট। ১৪ বলে ১০ রান করে আউট হন তিনি। প্রত্যাঘাতের প্রচেষ্টা একমাত্র দেখা গেলো শিমরণ হেটমায়ারের মধ্যে। ১৯ বলে ৩৫ রান করেন তিনি। ওয়েন পার্নেল, কর্ণ শর্মাদের দাপটে হাসতে হাসতে ম্যাচ জিতে নিলো বেঙ্গালুরু। পাওয়ার প্লে’তে ২৯ রানে ৫ উইকেট ছিলো তাদের। সেখান থেকে মাত্র ৫৯ রানে গুটিয়ে গিয়ে লজ্জার মুখে পড়তে হলো রাজস্থানকে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asian Cup 2023
১) রান পেলেন না কোহলি-
চলতি মরসুমে বেশ ভালো ফর্মে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। একের পর এক অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ তাঁর সমালোচনা করেছেন তাঁর স্ট্রাইক রেটের জন্য। ১২০ থেকে ১২৫-এর বেশী স্ট্রাইক রেট রাখতে পারছেন না বিরাট। ইনিংস এগোনোর সাথে সাথে স্ট্রাইক রেটও বেড়ে যাচ্ছে তাঁর। আজকেও তাঁর স্ট্রাইক রেট চিন্তায় রাখবে অনুরাগীদের। সাবলীল লাগে নি আজ কোহলিকে। ১৯ বলে করেন ১৮ রান। কে এম আসিফের স্লো বলে বোকা বনে উইকেট খুইয়ে আসেন তিনি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asian Cup 2023
২) দু প্লেসির আগুনে ফর্ম অব্যাহত-
থামানো যাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসিকে। একের পর এক চমৎকার ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি। আজ চলতি মরসুমের সপ্তম অর্ধশতক করলেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স। গ্লেন ম্যাক্সওয়েলকে সাথে নিয়ে দলের ভত মজবুত করলেন তিনি। ৪৪ বলে ৩টি চার এবং ২ ছক্কার সাহায্যে ৫৫ রান করেন দু প্লেসি। ১২ ম্যাচে তাঁর রান দাঁড়ালো ৬৩১। দুই নম্বরে থাকা যশস্বী জয়সওয়াল এক ম্যাচ বেশী খেলে রয়েছেন ৫৭৩ রানে।
৩) ম্যাক্সওয়েল ঝড় দেখলো জয়পুর-
টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করলেন গ্লেন ম্যাক্সওয়েল। চলতি মরসুমে বেঙ্গালুরুর হয়ে বেশ ভালো ফর্মে দেখা গিয়েছে ম্যাক্সওয়েলকে। আজ অধিনায়ক দু প্লেসির সাথে জুটি গড়ে দলকে ভালো জায়গায় নিয়ে গেলেন তিনি। এক প্রান্তে ফাফ যখন উইকেট আঁকড়ে রেখেছিলেন তখন একের পর এক বড় শট খেলতে দেখা যায় ম্যাক্সওয়েলকে। এই নিয়ে চলতি মরসুমে ৫টি অর্ধশতরান হলো তাঁর। ৫টি চার এবং ৩ ছক্কার সাহায্যে ৩৩ বলে ৫৪ রান করেন তিনি। ফাফ ও তাঁর জুটিতে ওঠে ৬৯ রান।
৪) লজ্জার রেকর্ড কার্তিকের, ব্যর্থ মিডল অর্ডার-
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দীনেশ কার্তিকের ব্যাট থেকে এলো ২ বলে ০ রান। এই নিয়ে আইপিএলে ১৬ বার কোনো রান না করেই সাজঘরে ফিরলেন কার্তিক। সবচেয়ে বেশীবার শূন্যরানে আউট হওয়ার রেকর্ডে ভাগ বসালেন তিনি। এই মরসুমেই কার্তিককে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন রোহিত শর্মা। হিটম্যানের সাথে একাসনে বসলেন কার্তিকও। আজকেও বেঙ্গালুরুর মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ। মহীপাল লোমরোর করেন ১ রান। মাইকেল ব্রেসওয়েলের সংগ্রহ ৯ বলে ৯*।
৫) অনুজ রাওয়াতের ক্যামিও রাজস্থানের বিরুদ্ধে-
গত কয়েকটি ম্যাচে তরুণ উইকেটরক্ষক ব্যাটার অনুজ রাওয়াত রান না পাওয়ায় সমালোচনা হচ্ছিলো তাঁকে নিয়ে। আজ ব্যাট হাতে জাত চেনালেন তিনি। রাওয়াতের ১১ বলে ২৯* রানের সুবাদে ১৭০-এর গণ্ডী পেরোলো বেঙ্গালুরু। ৩টি চার এবং ২টি ছক্কা হাঁকান তিনি। গত ম্যাচগুলোয় লোয়ার অর্ডারের ব্যাটিং চিন্তা বাড়িয়েছিলো বেঙ্গালুরু শিবিরের। আজ রাওয়াতে ব্যাটিং সেই চিন্তার মেঘ খানিক দূর করলো।
৬) দুই ওপেনারের ব্যাটেই রান নেই-
যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার- চলতি আইপিএলের ভয়ঙ্করতম ওপেনিং জুটিদের তালিকা বানাতে বসলে নিঃসন্দেহে উপরের দিকেই থাকবে তাদের নাম। কিন্তু আজ বেঙ্গালুরু বোলিং-এর সামনে গুটিয়ে রইলেন দুজনেই। কিছুদিন আগেই কলকাতার বিরুদ্ধে ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন যশস্বী। আজ মহম্মদ সিরাজের দ্বিতীয় বলেই আউট হলেন তিনি। করলেন ০ রান। বাটলারও আজ আউট হলেন ০ রান করেই। তাঁকে ফেরান ওয়েন পার্নেল।
৭) পার্নেল ঝড়ে বেসামাল রাজস্থান-
রিস টপলির পরিবর্তে দক্ষিণ আফ্রিকান ওয়েন পার্নেল যোগ দিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে। কয়েকটি ম্যাচ খেলার পর তাঁকে বাদ দিয়েছিলেন বিরাটরা। কিন্তু আজ মাঠে ফিরেই দলের জয়ে বড় ভূমিকা রাখলেন তিনি। বল হাতে রাজস্থানের ব্যাটিং অর্ডারের ওপর স্টিম রোলার চালাতে দেখা গেলো পার্নেলকে। ৩ ওভার হাত ঘুরিয়ে ১০ রানের বিনিময়ে ৩ উইকেট নিলেন তিনি। আউট করেন জস বাটলার, সঞ্জু স্যামসন এবং জো রুটকে। ম্যাচের সেরাও হলেন তিনিই।
৮) লড়লেন একা হেটমায়ার-
সিরাজ-পার্নেলদের সামনে অসহায় আত্মসমর্পণ করে রাজস্থান রয়্যালস। মাত্র ছয় ওভারের মধ্যে ২৯ রানে ৫ উইকেট হারিয়েছিলো তারা। নাইট রাইডার্সের বিরুদ্ধে বেঙ্গালুরুর ৪৯ রান’ই এখনও অবধি আইপিএলে এক ইনিংসে সর্বনিম্ন রান। আজ মনে হচ্ছিলো ভাঙবে সেই রেকর্ডও। শেষমেশ তা যে হয় নি তার কৃতিত্ব ১০০ শতাংশই হেটমায়ারের। মাত্র ১৯ বলে ৩৫ রান করেন তিনি। মারেন ৪টি ছক্কা। গ্লেন ম্যাক্সওয়েলের বলে মাইকেল ব্রেসওয়েলের হাতে ক্যাচ দিয়ে শেষ হয় তাঁর ইনিংস।
৯) লজ্জার হার রাজস্থানের-
কলকাতার বিরুদ্ধে বড় জয়ের পর উজ্জ্বল হয়েছিলো রাজস্থানের প্লে-অফ সম্ভাবনা। কিন্তু আজ ১১২ রানের বিশাল ব্যবধানে হেরে পিছিয়ে পড়লো তারা। ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানেই গুটিয়ে গেলো তারা। ৩ উইকেট নেন পার্নেল, ২টি পান মাইকেল ব্রেসওয়েল ও কর্ণ শর্মা, এছাড়াও ১টি করে উইকেট পান সিরাজ ও ম্যাক্সওয়েল। আজকের ফলাফলের পর ছয় নম্বরে নেমে গেলো রাজস্থান। আর ১২ ম্যাচে ছ’টি জয় ও ছয় হার-সহ ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এলো রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরু।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asian Cup 2023