IPL 2023: ঘরের মাঠে খড়কুটোর মত উড়ে গেলো রাজস্থান রয়্যালস, ৯ উইকেটে বিরাট জয় গুজরাতের !! 1

IPL 2023: গত মরসুমের ফাইনালে মুখোমুখি হয়েছিলো গুজরাত টাইটান্স (GT) এবং রাজস্থান রয়্যালস (RR)। সেই যাত্রায় ম্যাচ জিতে নিয়েছিলো গুজরাত। কেবল ফাইনাল নয়, ২০২২-এর তিন সাক্ষাতের তিনটিতেই বাজিমাত করেছিলেন হার্দিক পান্ডিয়ারা। ষোড়শ মরসুমে আহমেদাবাদে টাইটান্সদের হারিয়ে সেই একাধিপত্য ভেঙেছিলেন সঞ্জু স্যামসন, জস বাটলারদের দল। কিন্তু ২০২২-এর চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সাফল্যের ধারা বজায় রাখা সম্ভবপর হলো না রাজস্থানের (RR) জন্য। ফিরতি পর্বের ম্যাচে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে খড়কুটোর মতই উড়ে গেলো রাজস্থান রয়্যালস। ব্যাটে-বলে আগাগোড়া দাপট দেখিয়ে ৯ উইকেটে ম্যাচ জিতে নিয়ে গেলো গুজরাত টাইটান্স (GT)। এই বড় জয়ের ফলে লীগ তালিকায় প্রথম স্থানে নিজেদের জায়গা আরও মজবুত করলো গুজরাত। ১০ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৪। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরে রাজস্থান আটকে রইলো ১০ পয়েন্ট।

প্রথমে ব্যাট করতে নেমেছিলো রাজস্থান (RR)। জস বাটলারের (Jos Buttler) ব্যাটিং সমস্যা গুজরাতের বিরুদ্ধেও সামনে এলো গতকাল। মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করার পর যশস্বী জয়সওয়ালকেই (Yashasvi Jaiswal) রাজস্থান ব্যাটিং-এর মেরুদণ্ড বলা হচ্ছিলো। কিন্তু তিনি রান-আউট হয়ে সাজঘরে ফেরেন। ৩০ রানের ইনিংস খেলে আউট হন অধিনায়ক সঞ্জু (Sanju Samson)। বাকি ব্যাটাররা কেউই গুজরাতের স্পিন জুটি রশিদ (Rashid Khan) এবং নূর আহমেদের (Noor Ahmed) সামনে বিশেষ প্রতিরোধ গড়ে তূলতে পারেন নি। মাত্র ১১৮ রানে ইনিংস শেষ হয় তাদের। জবাবে ব্যাট করতে নেমে সাবলীল ভঙ্গিতে শুরু করেছিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) এবং শুভমান গিল (Shubman Gill)। যুজবেন্দ্র চাহালকে স্টেপ আউট করে মারতে গিয়ে স্টাম্পড হন শুভমান । তিন নম্বরে ব্যাট করতে এসে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ঋদ্ধিমান ও হার্দিকের জুটি ৩৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় গুজরাতকে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

১) ওপেনিং জুটি ভাঙলো দ্বিতীয় ওভারেই-

টুর্নামেন্টের অন্যতম সফল ওপেনিং জুটি রাজস্থান রয়্যালসের। জস বাটলার এবং যশস্বী জয়সওয়ালের ওপরেই ভার থাকে দলকে দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু গতকাল দেখা গেলো না সেই চেনা ছবি। ইংল্যান্দের বাটলার গত বেশ কয়েকটি ম্যাচেই ব্যাট হাতে চেনা ছন্দে ধরা দিচ্ছেন না। গতকালও ৬ বলে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলে বাটলারকে ফেরান গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

২) রান-আউটে থামলো যশস্বীর ইনিংস-

RR vs GT | IPL 2023 | image: twitter

একুশ বর্ষীয় তরুণ যশস্বী জয়সওয়াল এই মরসুমে রাজস্থান রয়্যালস দলের ব্যাটিং-কে এগিয়ে নিয়ে যাওয়ার মূল কাণ্ডারী হিসেবে উঠে এসেছেন। গত দুই ম্যাচে তাঁর স্কোর ছিলো যথাক্রমে ৭৭ এবং ১২৪। গুজরাতের বিরুদ্ধেও তাঁর থেকে বড় রান আশা করেছিলেন সমর্থকেরা। শুরুটা ভালোই করেছিলেন তিনি। ১ চার এবং ১ ছক্কার সাহায্যে পৌঁছে গিয়েছিলেন ১৪ রানে। কিন্তু সঞ্জু স্যামসনের সাথে ভুল বোঝাবুঝিতে সাজঘরে ফিরতে হলো তাঁকে। মোহিত শর্মার থ্রো’তে রান আউট হন তিনি।

৩) লড়লেন একা সঞ্জু-

রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে একাই প্রতিরোধ কিছুটা গড়ে তুললেন তাদের অধিনায়ক সঞ্জু স্যামসন। ২০ বলে ৩টি চার এবং ১ টি ছক্কার সাহায্যে ৩০ রান করেন তিনি। সপ্তম ওভারের শেষ বলে জশুয়া লিটল’কে উইকেট দিয়ে বসেন তিনি। রাজস্থান অধিনায়ক সঞ্জুর ক্যাচটি তালুবন্দী করেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

৪) আফগান স্পিন জুটির কামাল জয়পুরে-

Rashid Khan and Noor Ahmed | IPL 2023 | image: twitter

চলতি মরসুমে গুজরাতকে সাফল্য এনে দেওয়ায় অন্যতম প্রধান ভূমিকা নিচ্ছেন দুই আফগান ক্রিকেটার। লেগস্পিনার রশিদ খান ইতিমধ্যেই আইপিএলের আঙিনায় নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন বেশ কয়েক বছর হলো। তরুণ নূর আহমেদকে এবারের বিস্ময় প্রতিভা বলা হচ্ছে। এই দু’জনের ঘূর্ণির জালেই গতকাল আটকে গেলো রাজস্থান। জয়পুরে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিলেন রশিদ। আউট করেন রবিচন্দ্রণ অশ্বিন, রিয়ান পরাগ এবং শিমরণ হেটমায়ারকে। পিছিয়ে রইলেন না নূর’ও। দেবদত্ত পাডিক্কাল এবং ধ্রুব জুড়েলকে ফেরান আফগান চায়নাম্যান বোলার।

৫) পার্পল ক্যাপে রমরমা গুজরাতের-

Mohammed Shami and Rashid Khan | IPL 2023 | image: twitter

গতকালের ম্যাচে ৪ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন মহম্মদ শামি। আর ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন রশিদ খান। দুজনেরই উইকেট সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৮তে। পার্পল ক্যাপ অর্থাৎ শীর্ষ উইকেটশিকারীর তালিকায় প্রথম দুই স্থানে রয়েছে গুজরাতের দুই বোলিং তারকা। গতকাল রাজস্থানকে মাত্র ১১৮ রানে গুটিয়ে দেওয়ার পিছনে অবদান রাখেন দুজনেই।

৬) ওপেনিং জুটিতে সফল গুজরাত-

বড় রান তাড়া করার চাপ ছিলো না গুজরাত টাইটান্সের। সময় নিয়ে খেলার সুযোগ পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল। দুজনেই স্থিতধী ব্যাটিং করে দলকে সহজ জয়ের দিকে এগিয়ে দেন। বেশ কয়েকটি ম্যাচের পর ছন্দ ফিরে পেলেন ঋদ্ধিমান। গত দুই ম্যাচে অল্প রানে আউট হওয়ার পর শুভমান গিলের ব্যাটেও দেখা গেলো রানের ঝলক। ব্যক্তিগত ৩৬ রানের মাথায় যুজবেন্দ্র চাহালকে স্টেপ আউট করে মারতে গিয়ে বলের লাইন ফস্কান শুভমান। তাঁকে স্টাম্প করেন সঞ্জু স্যামসন।

৭) জাম্পার এক ওভারের খেলা ঘোরালেন হার্দিক-

HArdik Pandya | IPL 2023 | image: twitter

গত ম্যাচে দিল্লী ক্যাপিটালসের হারের পর সেই পরাজয়ের বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বলেছিলেন যে তাঁর মন্থর ব্যাটিং-এর জন্যই হারতে হয়েছে দলকে। শুক্রবার জেট গতিতে ব্যাট করতে দেখা গেলো তাঁকে। অ্যাডাম জাম্পার এক ওভার থেকে এলো ২৪ রান। প্রথম বলে ছক্কা হাঁকান হার্দিক। পরের বলে মারেন চার। পরের দুটি বলকে আবার আছড়ে ফেলেন গ্যালারিতে। ১১তম ওভারের পরেই গুজরাতের জয় কেবল সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়।

৮) দাপটের সাথে ম্যাচ গুজরাতের-

১৩.৫ ওভারে ৯ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে নেয় গুজরাত টাইটান্স। ৩৭ বল বাকি থাকতে হারতে হয় রাজস্থানকে। ঘরের মাঠে এটা রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম ব্যবধানে হার। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০১২ সালে ১০ উইকেটে হেরেছিলো তারা। এছাড়া কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও ৯ উইকেটে হারার নজির রয়েছে রাজস্থানের। চলতি মরসুমে রান তাড়া করে এটাই কোনো দলের সর্বোচ্চ ব্যবধানে জয়।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *