IPL 2023: খেলেছেন ২১ বল। স্কোরবোর্ডে নামের পাশে লেখা ৪৮* নট-আউট। গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে এই ৪৮ টা রান করেই আইপিএল ইতিহাসের পাতায় নিজের নাম সোনার অক্ষরে লিখে ফেললেন উত্তরপ্রদেশের রিঙ্কু সিং (Rinku Singh)। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে ভর দিয়ে ভালৈ এগোচ্ছিলো কলকাতা। ৩৯ বলে ৮৩ রানের ইনিংস খেলে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) সাজঘরে ফিরতেই দ্রুত ম্যাচের পটপরিবর্তন হতে দেখা যায়। নিজের চতুর্থ ওভারে হ্যাট্রিক করে ম্যাচ গুজরাতের হাতের মুঠোয় নিয়ে চলে এসেছিলেন রশিদ খান।
শেষ ওভারে কলকাতার প্রয়োজন ছিলো ২৯ রান। গুজরাত টাইটান্সের (GT) অস্থায়ী অধিনায়ক রশিদ খান (Rashid Khan) বল তুলে দেন যশ দয়ালের হাতে। আইপিএলের পনেরো বছরের ইতিহাসে এত রান তাড়া করে জেতার নজির একটিও ছিলো না। কিন্তু সেই ইতিহাসকেই নতুন করে লিখলেন রিঙ্কু। প্রথম বলটিতে উমেশ যাদব একটি সিঙ্গল নেন। এর পর বাইশ গজে দেখা গেলো রিঙ্কু (Rinku Singh) ম্যাজিক। এক, দুই, তিন করে পরপর পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে প্রায় হেরে যাওয়া ম্যাচ গুজরাতের (GT) মুঠো থেকে ছিনিয়ে তিনি তুলে দেন কলকাতা শিবিরের হাতে। ২৯ নয়, শেষ ওভারে ওঠে ৩১ রান। রেকর্ড ভাঙা এই জয়ের পর উচ্ছ্বাসের এভারেস্টে নাইট (KKR) বাহিনী। মাঠে নেমে নায়ককে জড়িয়ে ধরেন ক্রিকেটাররা।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
গতকালের ইনিংসের পর ক্রিকেটবিশ্বে এখন মুখে মুখে ঘুরছে রিঙ্কু সিং-এর (Rinku Singh) নাম। ক্রিকেট, বিনোদন, বলিউড জগতের নক্ষত্রেরা সোশ্যাল মিডিয়া ভরিয়েছেন রিঙ্কু বন্দনায়। দলের তরফ থেকেও তাঁর নায়কোচিত ব্যাটিং উদযাপনে কোনো ত্রুটি রাখা হচ্ছে না। এরই মধ্যে এক চমকে যাওয়ার মত তথ্য সামনে আনলেন কেকেআর অধিনায়ক নীতিশ রানা (Nitish Rana)। ম্যাচ শেষে জানালেন যে ব্যাটটি দিয়ে এই অভাবনীয় কাণ্ডটি ঘটিয়েছেন রিঙ্কু, তা নাকি তাঁর নিজের নয়। ধার করা ব্যাট দিয়েই ব্যাটিং-এর ধার বোঝালেন তরুণ বাঁ-হাতি ব্যাটার।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
কার ব্যাটে বিশ্বকে চমকে দিলেন রিঙ্কু? জানালেন অধিনায়ক-

কলকাতা নাইট রাইডার্স শিবিরে বেশ কয়েক বছর ধরে রয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। এর আগে কিছু ম্যাচে তাঁর ব্যাটে স্ফুলিঙ্গ দেখা গেলেও দাবানল ঠিক চোখে পড়ে নি। গতকাল গুজরাতের বিরুদ্ধে ফের একবার জ্বলে উঠলেন উত্তরপ্রদেশের ব্যাটার। ২০২২ মরসুমে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ম্যাচে কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছিলো কলকাতাকে (KKR)। ম্যাচ জেতাতে পারেন নি রিঙ্কু। কিন্তু গতকাল তিনি ছিলেন অদম্য। যশ দয়ালকে (Yash Dayal) নিয়ে ছেলেখেলা করে অভাবনীয় ভঙ্গীতে বিজয়ীর তিলক কপালে লাগিয়ে মাঠ ছাড়লেন তিনি।
পাঁচ ছক্কায় ক্রিকেটীয় ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া রিঙ্কু (Rinku Singh) সম্পর্কে খেলার শেষে বড় তথ্য সামনে আনলেন অধিনাইয়ক নীতিশ রানা। নিজের নয়, যে ব্যাট দিয়ে ঐতিহাসিক কীর্তি গড়লেন রিঙ্কু তা নাকি আসলে নীতিশের। ম্যাচ শেষে কেকেআর ক্যাপ্টেন বলেন, “এই ব্যাটটা দিয়েই আমি গত দুই ম্যাচে খেলেছি, ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছি। রিঙ্কু আগেই আমার থেকে ব্যাট’টা চেয়েছিলো। আমি দিতে চাই নি। আজ যখন ব্যাট করতে যাচ্ছে ডাগ-আঊটের কেউ ব্যাটটা ওকে এনে দেয়।” তবে এই ব্যাটের মালিকানা যে এখন বদলে গেছে তা বিলক্ষণ জানেন ক্যাপ্টেন কলকাতা। নাইট রাইডার্স (KKR) দলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে রানাকে বলতে শোনা যায়, “ও যা করলো, তাতে এই ব্যাট এখন আর আমার নেই। বরং রিঙ্কুরই হয়ে গেছে।”
সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন রিঙ্কু-

অবিশ্বাস্য, অভাবনীয় থেকে অবাস্তব, রিঙ্কু সিং-এর (Rinku Singh) ব্যাটে পাঁচ ছক্কাকে বর্ণনা করতে গিয়ে ঘুরে ফিরে আসছে এই শব্দগুলোই। গুজরাত টাইটান্সের (GT) জয়রথকে এক হ্যাঁচটা টানে রুখে দিয়েছেন তিনি। মরসুমের অন্যতম কঠিন অ্যাওয়ে ম্যাচে এনে দিয়েছেন দুই পয়েন্ট। সোশ্যাল মিডিয়ায় গত চব্বিশ ঘন্টায় টপ ট্রেন্ডিং উত্তরপ্রদেশের বাঁ-হাতি ব্যাটার। তাঁর অধ্যবসায়, বেড়ে ওঠা, গ্যাস বিক্রেতার সন্তান থেকে তারকা হয়ে ওঠার গল্প ঘুরছে মানুষের মুখে মুখে। যশ দয়ালের (Yash Dayal) ওভারে মারা পাঁচটা ছক্কা তাঁকে দেশের ক্রিকেটজনতার নয়নের মণি বানিয়ে দিয়েছে।
রিঙ্কুকে (Rinku Singh) শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন নেটনাগরিকেরা। সাধারণ সমর্থক, ক্রিকেট অনুরাগী থেকে ক্রীড়া, বিনোদন জগতে নামী মুখ, কে নেই সেই তালিকায়? নাইট রাইডার্স মালিক শাহরুখ খান (Shahrukh Khan) ট্যুইট করে রিঙ্কুর স্তুতিতে মাতেন। পাঠান সিনেমার পোস্টারে নিজের বদলে রিঙ্কুর মুখের ছবি লাগিয়ে পোস্ট করেন এসআরকে। তাঁর কন্যা সুহানাও (Suhana Khan) ইন্সটাগ্রামে রিঙ্কুর ছবি শেয়ার করে লেখেন, “অবিশ্বাস্য।” ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) ট্যুইটারে রিঙ্কুর ব্যাটিং-এর তারিফ করেন। এমনকি মায়াবী ইনিংসে মজেছে আইপিএলে তাঁর প্রতিপক্ষরাও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) রিঙ্কুর প্রশংসা করে ট্যুইটারে লিখেছে, “এমন ইনিংস থেকে অনেক কিছু শেখা যায়। প্রেরণা পাওয়া যায়।”
Rinku claimed the match & 𝘵𝘩𝘦 𝘣𝘢𝘵! 💜#GTvKKR | #AmiKKR | #TATAIPL 2023 | @NitishRana_27 | @rinkusingh235 pic.twitter.com/vHWVROar8P
— KolkataKnightRiders (@KKRiders) April 9, 2023
যাঁকে নিয়ে এত হইচই সেই রিঙ্কু (Rinku Singh) কিন্তু রয়েছেন মাটির কাছাকাছিই। ম্যাচ শেষে বলেছেন জাতীয় দলে খেলতে চান তিনি। ব্যাট বদল সম্পর্কে তাঁর সরল স্বীকারোক্তি, “আমার ব্যাট একটু ভেঙে গিয়েছিলো। গত বছর লক্ষ্ণৌর বিরুদ্ধে ভাইয়ার (নীতিশ রানা) ব্যাটে খেলে সফল হয়েছিলাম, আজও ভাবলাম চেয়ে নিই। যদি ভালো কিছু হয়।” এছাড়াও ‘টাইমস অফ ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে জানান বোলার যশ দয়ালকে (Yash Dayal) মাঠ থেকে বেরিয়েই মেসেজ করেছেন তিনি। পাঁচ ছক্কা খেয়ে ভেঙে পড়লে চলবে না, প্রতিপক্ষ বোলারকে জানিয়েছেন তিনি। যশের সাম্প্রতিক পারফর্ম্যান্সের তারিফই করেছেন রিঙ্কু। তাঁকে ভবিষ্যতের জন্য জানিয়েছেন শুভেচ্ছাও।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur