ipl-2024-dc-probable-xi-vs-pbks

IPL 2023: পাহাড়ের কোলে ছবির মত শহর ধর্মশালা। সেখানেই গতকাল মুখোমুখি হয়েছিলো পাঞ্জাব কিংস এবং দিল্লী ক্যাপিটালস। আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলো দিল্লী। হারানোর কিছুই ছিলো না ওয়ার্নারদের। কিন্তু হোম টিম পাঞ্জাবের কাছে এই ম্যাচের গুরুত্ব ছিলো অপরিসীম। সম্প্রচারকারী চ্যানেলেড় তরফ থেকে খেলা শুরুর আগে দেখানো হচ্ছিলো যে পাঞ্জাবের প্লে-অফে পৌঁছানোর সম্ভাবনা ২৬ শতাংশের কাছকাছি। দিল্লীকে হারালে সেটাই বেড়ে পৌঁছাত ৫০ শতাংশের আশেপাশে। কিন্তু সেই লক্ষ্য পূরণ হলো না শিখর ধাওয়ানদের। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তারা হারলো ১৫ রানের ব্যবধানে। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট পাঞ্জাবের। সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছাতে পারবে তারা। খাতায়-কলমে এখনও বেঁচে ক্ষীণ সম্ভাবনা। তবে বাস্তবে শেষ চারের দরজা যে এবারও খুলছে না, তা নিশ্চয়ই বুঝে গিয়েছেন প্রীতি জিন্টার দলের ক্রিকেটাররয়া।

টসে জিতে প্রথমে দিল্লীকেই ব্যাটিং করতে পাঠিয়েছিলো পাঞ্জাব। গোটা মরসুম জুড়ে দিল্লীর অন্যতম চিন্তার বিষয় ছিলো তাদের ব্যাটিং। কিন্তু গতকাল ওয়ার্নারের সাথে পৃথ্বী শ-এর জুটি ঝোড়ো সূচনা করলেন ইনিংসের। ওয়ার্নার অর্ধশতকের আগে আউট হলেও পৃথ্বী প্রত্যাবর্তনের ম্যাচে পেরোলেন পঞ্চাশের গণ্ডী। এরপর ঝড় তোলেন রাইলি রুশো। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের দাপটে দিশাহারা অবস্থা হয় পাঞ্জাব বোলারদের। অর্শদীপ-নাথান এলিস এবং রাবাডা, তিন পেসার খেলিয়েও দিল্লীকে রুখতে পারে নি পাঞ্জাব। শেষ অবধি ২১৩ করে দিল্লী। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাওয়ানকে হারায় পাঞ্জাব। রান পান নি প্রভসিমরণ সিং’ও। অথর্ব তাইড়ের সাথে জুটি বেঁধে দলকে টানলেন লিয়াম লিভিংস্টোন। ইংল্যান্ডের তারকা ব্যাটার করলেন ৯৪। কিন্তু নাটকীয় ম্যাচে জয় এনে দিতে পারলেন না পাঞ্জাবকে। গতকালের জয়ের পর ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এলো দিল্লী। পাঞ্জাব নামলো আটে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

১) প্রত্যাবর্তনে উজ্জ্বল পৃথ্বী-

PBKS vs DC | IPL 2023 | image: twitter

মরসুমের শুরুতে অনেক আশা ছিলো পৃথ্বী শ’কে নিয়ে। কিন্তু বারবার ব্যর্থ হয়েছিলেন তিনি। বেশ কয়েকবার সাজঘরে ফিরেছিলেন কোনো রান না করেই। বাধ্য হয়েই তাঁকে বাদ দিয়েছিলেন কোচ রিকি পন্টিং। টুর্নামেন্টের শেষ পর্বে এসে বুধবার দিল্লী প্রথম একাদশে ফেরালো তাঁকে। প্রত্যাবর্তনের ম্যাচটা পৃথ্বী শ স্মরণীয় করে রাখলেন ধুন্ধুমার ব্যাটিং করে। গতকাল তিনি ব্যাট করলেন চেনা ছন্দে। ৩৮ বলে ৫৪ রান করেন তিনি। ডেভিড ওয়ার্নারের সাথে জুটিতে দলকে শুরুতেই অনেকটা এগিয়ে নিয়ে যান তরুণ ব্যাটার।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

২) রান এলো ওয়ার্নারের ব্যাটেও-

PBKS vs DC | IPL 2023 | image: twitter

চলতি মরসুমে ফর্মের ওঠানামা দেখা গিয়েছে ওয়ার্নারের ব্যাটে। শুরুতে কয়েকটি ম্যাচে রান পেলেও চর্চা হচ্ছিলো তাঁর স্ট্রাইক রেট নিয়ে। মন্থর গতিতে রান করার জন্য সমালোচিতও হচ্ছিলেন তিনি। এরপর রান আসাও বেশ কিছু ম্যাচে বন্ধ হয়ে গিয়েছিলো তাঁর। গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে অবশ্য ঝলসে উঠলো ওয়ার্নারের ব্যাট। প্রায় ১৫০ স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন তিনি। ৩১ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। মারেন ৫টি চার এবং ২টি ছক্কা। পৃথ্বী শ-এর সাথে জুটিতে ৯৪ রান যোগ করেন ওয়ার্নার। চলতি মরসুমে এটাই দিল্লীর সর্বোচ্চ রানের ওপেনিং পার্টনারশিপ।

৩) রুশোর রোষে ব্যাকফুটে পাঞ্জাব-

PBKS vs DC | IPL 2023 | image: twitter

টি-২০ বিশ্বকাপে শতরান করেছিলেন। তারপর পিএসএলের দুর্দান্ত পারফর্ম করেছিলেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো। কিন্তু আইপিএলে সেই তুলনায় তাঁর রেকর্ড বিশেষ আহামরি ছিলো না। মিডল অর্ডারে দলকে এতদিন ভরসা দিতে ব্যর্থ হচ্ছিলেন বারবার। পাঞ্জাবের বিরদ্ধে তাঁর ব্যাটেও দেখা গেলো রানের রোশনাই। প্রথম থেকেই ফিফথ গিয়ারেই ব্যাটিং করলেন তিনি। শেষ ওভারে হরপ্রীত ব্রারের হাতে বল তুলে দিয়েছিলেন শিখর ধাওয়ান। রুশোর দাপটে খড়কুটোর মত উড়ে গেলেন তিনি ৬টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন তিনি। স্ট্রাইক রেট ২২১.৬২।

৪) বেসামাল পাঞ্জাবের বোলিং আক্রমণ-

PBKS vs DC | IPL 2023 | image: twitter

ধর্মশালার মাঠে সাধারণত পেসাররা সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখেই গতকাল অর্শদীপ, নাথান এলিস এবং কাগিসো রাবাডা-তিন পেসারকেই দলে জায়গা দিয়েছিলেন শিখর ধাওয়ানরা। সাথে ছিলেন স্যাম কারানও। কিন্তু দিল্লীকে বেঁধে রাখার পরীক্ষায় ডাহা ফেল তাঁরা। রাবাডা ৩ ওভারে খরচ করেন ৩৬ রান। অর্শদীপ ২ ওভার হাত ঘুরিয়ে খরচ করেন ২১ রান। ৪ ওভারে এলিসের পরিসংখ্যান বলছে তিনি খরচ করেছেন ৪৬ রান। একটিও উইকেট পান নি কেউই। তুলনামূলকভাবে সফল বলা যেতে পারে স্যাম কারানকে। ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ২ উইকেট পান তিনি। ২০ ওভারে দিল্লী তোলে ২১৩ রান।

৫) শিখরের ব্যাটে দেখা নেই রানের-

Shikhar Dhawan | IPL 2023 | image: Twitter

একটা সময় টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি ছিলো শিখর ধাওয়ানের মাথায়। জাতীয় দলে তাঁকে ফেরানোর দাবীও উঠছিলো। কিন্তু আইপিএলের মাঝপথে চোট পেয়ে ছন্দ হারিয়েছেন তিনি। প্রত্যাবর্তনের পর আরে বড় ইনিংস দেখা যাচ্ছে না তাঁর ব্যাটে। ধর্মশালায় ওপেন করতে নেমে পাঞ্জাব অধিনায়ক আউট হলেন ০ রান করে। তাঁকে ফেরান ঈশান্ত শর্মা।

৬) ব্যর্থ প্রভসিমরণ, লড়লেন অথর্ব-

PBKS vs DC | IPL 2023 | image: twitter

দিল্লীর বিরুদ্ধেই দিনকয়েক আগে দুর্দান্ত শতরান করেছিলেন প্রভসিমরণ সিং। কিন্তু গতকাল মাস্ট উইন ম্যাচে রান এলো না তাঁর ব্যাটে। অক্ষর প্যাটেলের ওভারে রান নেওয়ার সময় উইকেটরক্ষক ফিল সল্টের থ্রো তাঁর গায়ে লাগে। ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’-এর আবেদন করে দিল্লী। সেই যাত্রা আম্পায়ারর সিদ্ধান্তে বেঁচে গেলেও সেই একই ওভারে লং অনে ধরা পড়লেন তিনি। করলেন ২২ রান। তবে ‘মাস্ট উইন’ ম্যাচে লড়াই করলেন অথর্ব তাইড়ে। ৫৫ রান করেন তিনি।

৭) ঝড়ের নাম লিভিংস্টোন-

PBKS vs DC | IPL 2023 | image: twitterইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন নিজের দিনে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা তিনি আগেও বুঝিয়েছেন। গতকালও লিভিংস্টনের ব্যাটেই শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে রইলো পাঞ্জাবের স্বপ্ন। নর্খিয়া, ঈশান্ত শর্মাদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাট করলেন তিনি। ৫টি চার এবং ৯টি ছক্কা এলো তাঁর ব্যাট থেকে। ২০০ স্ট্রাইক রেট সহ ৪৭ বলে ৯৪ করেন তিনি। কিন্তু দিনের শেষে দলকে জেতাতে পারলেন না লিভিংস্টোন। ইনিংসের শেষ বলে ঈশান্তের শিকার হন তিনি। দলকে জয়ের কাছাকাছি এনেও শেষ অবধি পরাজিতের দলে নাম লেখানোয় মাঠেই হতাশায় ভেঙে পড়তে দেখা গেলো তাঁকে।

৮) নাটকীয় শেষ ওভার সত্ত্বেও হার পাঞ্জাবের-

PBKS vs DC | IPL 2023 | image: Twitter

শেষ ওভারে বাকি ছিলো ৩৩ রান। বল ঈশান্ত শর্মার হাতে তুলে দেন ডেভিড ওয়ার্নার। প্রথমে বলে কোনো রান দেন নি তিনি। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান লিভিংস্টোন, তৃতীয় বলে মারেন চার। চতুর্থ বলটিতে ছক্কা মারেন। কিন্তু সেটি নো বল করে বসেছিলেন ঈশান্ত। ফের একবার জয়ের সুযোগ চলে এসেছিলো পাঞ্জাবের সামনে। ফ্রি হিটে রান পান নি লিভিংস্টোন। স্নায়ুর চাপ সামলে শেষের দুই বলে কোনো রান খরচ করেন তিনি ঈশান্ত। শেষ বলে আউট করেন লিভিংস্টোনকে। ১৫ রানে ম্যাচ হেরে টানা দশম সিজন প্লে-অফের বাইরের কাটাতে হলো পাঞ্জাবকে। দিল্লী বিদায় নিয়েছে আগেই। বলা যেতে পারে পাঞ্জাবের যাত্রাতেও ইতি টেনে দিলেন ওয়ার্নাররা।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *