IPL 2023: গ্রিনের গর্জনে মাতোয়ারা ওয়াংখেড়ে, সানরাইজার্সকে হারিয়ে প্লে-অফের দিকে এক পা বাড়ালো মুম্বই !! 1

IPL 2023: এবারের আইপিএলের শুরুটা বেশ খারাপ ভাবেই করেছিলো মুম্বই ইন্ডিয়ান্স। গত মরসুমে দশম স্থানে শেষ করার পর এই বছরও প্রথম দুই ম্যাটে পরপর হারেন রোহিত শর্মারা। বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের বিরুদ্ধে প্রতিরোধই গড়ে তুলতে পারে নি পাঁচ বারের চ্যাম্পিয়নরা। প্রাথমিক ঝটকাটা কাটিয়ে উঠে এর পর আস্তে আস্তে আলোর সরণীর দিকে হাঁটতে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। লীগ তালিকার একদম নীচের দিক থেকে ধীরে ধীরে উঠে এসেছেন ওপরের দিকে। আজকের ম্যাচের আগে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট ছিলো তাদের। প্লে-অফের লড়াইতে থাকতে হলে সানরাইজার্সের বিরুদ্ধে লীগ পর্বের শেষ ম্যাচে জিততে হত মুম্বইকে, সাথে তাকিয়ে থাকতে হত বেঙ্গালুরু বনাম গুজরাত ম্যাচের ফলাফলের দিকেও। আজ রাতে বিরাটরা কি করেন তা জানতে এখনও খানিক অপেক্ষা করতে হবে রোহিত শর্মাদের। তবে হায়দ্রাবাদকে হারিয়ে ১৬ পয়েন্টে পৌঁছে নিজেদের কাজটুকু সেরে রাখলো মুম্বই।

টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। আজ নয়া ওপেনিং জুটি ব্যবহার করলো সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাট হাতে সফল হলেন বিভ্রান্ত সিং এবং মায়াঙ্ক আগরওয়াল। দুজনেই পেরোলেন অর্ধশতরানের গণ্ডী। ওপেনিং করতে নেমে দলের স্কোরবোর্ডে ১৪০ রান যোগ করেন দুজনে। যে গতিতে হায়দ্রাবাদের দুই ওপেনার ব্যাট করছিলেন, একসময় মনে হচ্ছিলো ২২০ বা তার বেশী ওঠাও অসম্ভব নয়। কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন আকাশ মাধওয়াল। ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিলেন তিনি। বেঙ্গালুরুর বিরুদ্ধে শতরান করা হেনরিখ ক্লাসেন আজ করেন ১৮ রান। শূন্য করে সাজঘরে ফেরেন হ্যারি ব্রুক। সানরাইজার্স অধিনায়ক মার্করাম অপরাজিত থাকেন ১৩ রান করে। নির্ধারিত ২০ ওভারে ২০০ রান করে হায়দ্রাবাদ।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

জবাবে ব্যাট করতে নেমে ঈশান কিষণকে শুরুতেই হারিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স। ফর্মে থাকা ওপেনার আউট হলেও ইনিংসের হাল ধরেন ক্যামেরন গ্রিন এবং অধিনায়ক রোহিত শর্মা। আগুনে ব্যাটিং করতে দেখা গেলো দুজনকেই। ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেলে সানরাইজার্স বোলিং’কে ছিন্নভিন্ন করলেন দুজনেই। মরসুমের দ্বিতীয় অর্ধশতরান এলো রোহিতের ব্যাট থেকে। বড় রান করলেন ক্যামেরন গ্রিনও। এই দুজনের পার্টনারশিপই জয়ের রাস্তা সুগম করে দেয় মুম্বইয়ের। রোহিত আউট হওয়ার পর ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। গ্রিনের সাথে জুটিতে দলকে বৈতরণী পার করিয়ে দেন তিনি। দাপটের সাথে ক্রিকেট খেলে ১২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেলো মুম্বই। ৮ উইকেটে জিতে বাকি দলগুলির কাছে বার্তা দিয়ে রাখলেন রোহিত শর্মারা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

বড় রান তুললো হায়দ্রাবাদের ওপেনিং জুটি-

MI vs SRH | IPL 2023 | image: twitter
SRH openers Mayank Agarwal and Vivrant Sharma played two fine knocks against MI

আজকের ম্যাচে মুম্বই বোলিং যে আজ নিজেদের ঘরের মাঠে মাথা তুলেই দাঁড়াতে পারলো না তার প্রধান কৃতিত্বের দাবীদার অবশ্যই দুই ওপেনার। আগের কিছু ম্যাচে অভিষেক শর্মাকে ওপেনার হিসেবে ব্যবহার করছিলো সানরাইজার্স। সাথে কখনও দেখা যাচ্ছিলো আনমোলপ্রীত সিং’কে। কখনও হ্যারি ব্রুক বা মায়াঙ্ক আগরওয়ালকে। আজ অবশ্য সুযোগ দেওয়া হয় বিভ্রান্ত শর্মাকে। মায়াঙ্কের সাথে ইনিংসের সূচনা করতে আসেন তিনি। হায়দ্রাবাদকে মরসুমের সেরা ওপেনিং জুটি উপহার দিলেন মায়াঙ্ক এবং বিভ্রান্ত। মুম্বই বোলিং’কেই মাঝেমধ্যে বিভ্রান্ত লাগলো তাঁদের ব্যাটিং বিক্রমে। নাগাড়ে বড় শট মারতে দেখা গেলো দুজনকে। ৪৭ বলে ৯টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৬৯ রান করেন বিভ্রান্ত।

বিভ্রান্ত আউট হওয়ার পরেও চললো মায়াঙ্ক আগরওয়ালের তাণ্ডব। দীর্ঘ সময় রানের মধ্যে ছিলেন না তিনি। আজ ৪৬ বলে ৮টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৮৩ রান করে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন মায়াঙ্ক। অর্ধশতরানের পর মায়াঙ্কের প্রতিক্রিয়া থেকেই বোঝা গেলো যে চাপমুক্ত হলেন তিনি। হেলমেট খুলে মাঠে উপস্থিত জনতার অভিবাদন গ্রহণ করতে দেখা গেলো মায়াঙ্ককে। ধারাবাহিক রানের মধ্যে আছেন হেনরিখ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার আজ তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। বেঙ্গালুরু ম্যাচের ফর্ম বজায় রাখার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই অবশ্য ক্লাসেনকে আউট করেন আকাশ মাধওয়াল। ১৩ বলে দুই চারের সাহায্যে ১৮ রান করে সাজঘরে ফেরত গেলেন তিনি।

অধিনায়ক এইডেন মার্করাম আজ অপরাজিত রইলেন ৭ বলে ১৩ রান করে। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস অবশ্য রানের মুখ দেখলেন না। মাত্র ১ রানের মাথায় আউট হলেন তিনি। ইংল্যান্ডের তরুণ প্রতিভা হ্যারি ব্রুককে ছয় নম্বরে ব্যাট করতে নামিয়েছিলো সানরাইজার্স। ১৩.২৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে হায়দ্রাবাদ। কিন্তু সেই অনুপাতে পারফর্ম করতে পারছেন না তিনি। আজকেও ‘গোল্ডেন ডাক’ করেন তিনি। মার্করামের বিপরীতে ৪ রান করে অপরাজিত থাকেন সানবীর সিং।

গ্রিনের দাপটে শেষচারের দোরগোড়ায় মুম্বই-

MI vs SRH | IPL 2023 | image: twitter
Cameron Green’s maiden IPL century helped MI register a huge victory against SRH

২০০’র বেশী রান তাড়া করে এই মরসুমে আগেও জিতেছে মুম্বই। পিচ যেভাবে ব্যাটিং’কে সহায়তা করছিলো তাতে ২০১ তাড়া করার ক্ষেত্রে বিশেষ চাপে ছিলো না মুম্বই। তবে তাদের খানিক ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো ঈশান কিষণের উইকেট। ফর্মে থাকা উইকেটরক্ষক-ব্যাটারকে ১৪ রানের মাথায় আউট করেন ভুবনেশ্বর কুমার। ঈশান রান না পেলেও আজ রান পেলেন রোহিত শর্মা। গোটা মরসুম রান খরার মধ্য দিয়ে যাচ্ছিলেন মুম্বই অধিনায়ক। আজ ঘরের মাঠে রানের বৃত্তে ফিরতে দেখা গেলো তাঁকে। মরসুমের দ্বিতীয় অর্ধশতরান এলো তাঁর ব্যাট থেকে। ৮টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৫৬ রান করেন তিনি। ক্যামেরন গ্রিনের সাথে ১২৮ রানের জুটি গড়তে দেখা গেলো হিটম্যানকে।

গত কয়েকটি ম্যাচে ব্যাটিং অর্ডারে অনেকখানি নামিয়ে দেওয়া হয়েছিলো ক্যামেরন গ্রিনকে। কখনও পাঁচ, কখনও আবার ছয় নম্বরে ব্যাট করছিলেন তিনি। আজ নিজেদের সেই ভুল শুধরে নিলেন মুম্বই কোচ মার্ক বাউচার। পরিচিত তিন নম্বরেই নামানো হলো গ্রিনকে। আর ব্যাট হাতে গ্রিন ঝড় তুললেন ওয়াংখেড়ের সবুজ ঘাসে। একদম শুরু থেকেই ইনিংসকে ছোটালেন ফিফথ গিয়ারে। ২০০’র নীচে প্রায় নামলোই না স্ট্রাইক রেট। গ্রিনের ব্যাটের ধারেই আস্তে আস্তে পিছিয়ে পড়লো সানরাইজার্স। ফিকে হয়ে এলো ‘অরেঞ্জ আর্মি’র প্রতিরোধ। দিনকয়েক আগে সানরাইজার্সের বিরুদ্ধে শতরান করেছিলেন বিরাট কোহলি। আজ মুম্বইয়ের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে তিন অঙ্কের ঘরের পৌঁছালেন গ্রিনও। ৪৭ বলে ৮ ছক্কা এবং ৮টি চারের সাহায্যে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। দলকে দুই পয়েন্ট এনে দিয়ে এগিয়ে দিলেন শেষ চারের দিকে। ১৭.৫ কোটি টাকায় গ্রিনকে দলে নিয়েছিলো মুম্বই। প্রথম মরসুমে নিজের পারফর্ম্যান্স দিয়ে সেই বিপুল অর্থ সুদে-আসলে মিটিয়ে দলে অজি অলরাউন্ডার।

রোহিত আউট হওয়ার পর মাঠে আসেন সূর্যকুমার যাদব। আজ তাঁর আর বিশেষ কিছু করার ছিলো না। মাত্র … বল খেললেন। তাতেই অবশ্য দর্শকদের বিনোদন যোগাতে ভুললেন না। ৪টি চারের সাহায্যে সূর্যকুমারের ব্যাট থেকে এলো ১৬ বলে ২৫* রান। ১৮ ওভারের মধ্যেই ২০১-এর লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেললো মুম্বই। আপাতত বেঙ্গালুরুকে টপকে চার নম্বরে গিয়ে বসলো তারা। রাতের খেলার ফলাফল সামনে আসার পরেই জানান যাবে কোহলি না রোহিত, কে যাচ্ছেন ট্রফির অন্বেষণে। তবে আজকের জয়ের পর খুশির হাওয়া বইতে পারে মুম্বই শিবিরে। আবহাওয়ার খবর বলছে যে বেঙ্গালুরুতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মুষলধারে। প্রকৃতি যদি রয়্যাল চ্যালেঞ্জার্সের সামনে বাধা হয়ে দাঁড়ায় তাহলে রোহিতদের শেষ চারে প্রবেশ কেবল সময়ের অপেক্ষা মাত্র।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *