IPL 2023: নাটকীয় ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে আইপিএলের লীগ পর্ব। গতকালের পর জানা গিয়েছে প্লে-অফের তিন দলের নাম। শেষ চারে জায়গা করে নিয়েছে গুজরাত টাইটান্স, চেন্নাই সুপার কিংস এবং লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। শেষতম দল হিসেবে কে পা রাখবে খেতাবী যুদ্ধে আঙিনায়? আজ জানা যাবে তা। মূলত লড়াই মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। মুম্বই আজ ওয়াংখেড়েতে মাঠে নেমেছে সানরাইজার্সের বিরুদ্ধে। অরেঞ্জ আর্মিকে শুধু হারালে হবে না তাদের। অপেক্ষা করে থাকতে হবে সন্ধ্যের বেঙ্গালুরু ম্যাচের দিকেও। আজ যদি দু পয়েন্ট পায় রোহিত শর্মার দল ষোলো পয়েন্টে পৌঁছাবে তারা। বেঙ্গালুরু জিতলে ১৬ পয়েন্ট হবে তাদেরও। নিজেদের জয়ের পাশাপাশি তাই বিরাটদের হারও চাইবেন সূর্যকুমার, ঈশান কিষণরা।
রবিবারের দুপুরে টসে জিতে প্রথমে প্রতিপক্ষ সানরাইজার্সকেই ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। এই বছর ওয়াংখেড়েতে বেশ কয়েকটি ম্যাচে বড় রান তাড়া করেছে মুম্বই। সেই আত্মবিশ্বাস থেকেই প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত। এই বছর সানরাইজার্সের ওপেনিং জুটি বারবার ব্যর্থ হয়েছে। বেশ কয়েকটি জুটিকে ব্যবহার করে দেখেছে তারা, কিন্তু সাফল্য এনে দিতে পারে নি কেউই। একদম শেষ ম্যাচে এসে ফের একবার ওপেনিং জুটি বদলের পথে হাঁটতে দেখা গেলো এইডেন মার্করামের দলকে। আজকের বদল অবশ্য ফলপ্রসূ হলো। মরসুমে প্রথমবার একসাথে ওপেন করতে নেমে বড় রান তুললেন বিভ্রান্ত শর্মা এবং মায়াঙ্ক আগরওয়াল। যোগ করলেন ১৪০ রান।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
দুই ওপেনার যখন ফেরেন তার পর আর বেশী বল বাকি ছিলো না সানরাইজার্স ইনিংসের। বেঙ্গালুরুর বিরুদ্ধে আগের ম্যাচে শতরান করা হেনরিখ ক্লাসেনকে দেখা গেলো তিনে ব্যাট করতে নামতে। চলতি মরসুমে হায়দ্রাবাদের হয়ে দারুণ ফর্মে ব্যাট করতে দেখা গিয়েছে ক্লাসেনকে। আজ ডেথ ওভারে নেমে রান তোলার গতি বাড়ানোর দিকে নজর দিয়েছিলেন তিনি। কিন্তু আকাশ মাধওয়ালের বল স্টাম্প ছিটকে দিলো তাঁর। মাধওয়ালের হাত ধরেই ম্যাচে ফিরলো মুম্বই। ২০ ওভারে হায়দ্রাবাদ তুললো ২০০ রান। ম্যাচ জিতে প্লে-অফের দিকে এক পা বাড়াতে হলে এখন … রানের লক্ষ্য তাড়া করতে হবে হিটম্যানের দলকে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
ওপেনিং জুটির সুবাদে রানের পাহাড়ে হায়দ্রাবাদ-.

মুম্বইয়ের বোলিং এবার বেশ ভুগিয়েছে তাদের। জসপ্রীত বুমরাহ নেই, আধা ফিট জোফ্রা আর্চার মরসুমের শুরুতে থাকলেও মাঝপথেই ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। বোলিং বিভাগে নেতার অভাব স্পষ্ট হচ্ছে বারবার। আজ ওয়াংখেড়েতে লীগের শেষ ম্যাচেও বোলিং সমস্যাতেই জর্জরিত হতে দেখা গেলো রোহিত শর্মার দলকে। জেসন বেহরেনডফ, ক্রিস জর্ডানের মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বোলারদের ব্যবহার করলেন অধিনায়ক রোহিত। কিন্তু রানের গতি আটকাতে পারলেন না কেউই। আজকের ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে জর্ডান খরচ করেন ৪২। একটি উইকেট অবশ্য পেলেন তিনি। সাথে বেহরেনডফের খরচের খাতায় যোগ হলো ৩ ওভারে ৩৬ রান। লেগস্পনার পীয়ূষ চাওলা ৪ ওভারে ৩৯ রান দিলেও পান নি একটিও উইকেট।
মুম্বই বোলিং যে আজ নিজেদের ঘরের মাঠে মাথা তুলেই দাঁড়াতে পারলো না তার প্রধান কৃতিত্বের দাবীদার অবশ্যই দুই ওপেনার। আগের কিছু ম্যাচে অভিষেক শর্মাকে ওপেনার হিসেবে ব্যবহার করছিলো সানরাইজার্স। সাথে কখনও দেখা যাচ্ছিলো আনমোলপ্রীত সিং’কে। কখনও হ্যারি ব্রুক বা মায়াঙ্ক আগরওয়ালকে। আজ অবশ্য সুযোগ দেওয়া হয় বিভ্রান্ত শর্মাকে। মায়াঙ্কের সাথে ইনিংসের সূচনা করতে আসেন তিনি। হায়দ্রাবাদকে মরসুমের সেরা ওপেনিং জুটি উপহার দিলেন মায়াঙ্ক এবং বিভ্রান্ত। মুম্বই বোলিং’কেই মাঝেমধ্যে বিভ্রান্ত লাগলো তাঁদের ব্যাটিং বিক্রমে। নাগাড়ে বড় শট মারতে দেখা গেলো দুজনকে। ৪৭ বলে ৯টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৬৯ রান করেন বিভ্রান্ত। তিনি আউট হওয়ার পরেও চললো মায়াঙ্ক আগরওয়ালের তাণ্ডব। দীর্ঘ সময় রানের মধ্যে ছিলেন না তিনি। আজ ৪৬ বলে ৮টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৮৩ রান করে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন মায়াঙ্ক।
মাধওয়াল ম্যাজিকে ম্যাচে ফিরলো মুম্বই-

ধারাবাহিক রানের মধ্যে আছেন হেনরিখ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার আজ তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। বেঙ্গালুরু ম্যাচের ফর্ম বজায় রাখার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই অবশ্য ক্লাসেনকে আউট করেন আকাশ মাধওয়াল। ১৩ বলে দুই চারের সাহায্যে ১৮ রান করে সাজঘরে ফেরত গেলেন তিনি। যে ভঙ্গিতে এগোচ্ছিলো সানরাইজার্স, তাতে মনে হয়েছিলো ২২০ বা তার বেশী রানও আজ স্কোরবোর্ডে তুলে ফেলতে পারবে তারা। কিন্তু শেষমেশ খানিক কামব্যাক করলো মুম্বই। বিশেষত আকাশ মাধওয়ালের ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৪ উইকেটের স্পেলের সুবাদে হায়দ্রাবাদকে ২০০ রানে রুখতে পারলো তারা।
বিভ্রান্ত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, হেনরিখ ক্লাসেন এবং হ্যারি ব্রুককে সাজঘরে পাঠালেন মাধওয়াল। আজ ছয় নম্বরে ব্যাট করতে নেমে ফের একবার ‘গোল্ডেন ডাক’ করেই সাজঘরে ফিরলেন ব্রুক। ১৩.২৫ কোটি দিয়ে ইংল্যান্ডের তরুণকে দলে নিয়েছিলো সানরাইজার্স। কলকাতার বিরুদ্ধে একটি শতরান ব্যতীত বিশেষ কিছুই পাওয়া গেলো না তাঁর ব্যাট থেকে। ইডেনে শতক করে ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে কটাক্ষ করতে শোনা গিয়েছিলো ব্রুককে। তার পর থেকে তাঁর ধারাবাহিক রান খরা নিয়ে পালটা কটাক্ষ করতে ছাড়ে নি ভারতীয় জনতাও। মুম্বইয়ের বিরুদ্ধে ব্রুকের আরও একটি হতাশাজনক পারফর্ম্যান্স সোশ্যাল মিডিয়ায় নিশ্চিতভাবেই আলোচনার খোরাক করবে তাঁকে। ৭ বলে ১৩ করে অপরাজিত থাকেন অধিনায়ক মার্করাম। ২০০’র বেশী রানের লক্ষ্য এই মরসুমে আগেও তাড়া করে জিতেছে মুম্বই। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ হতে চলেছে সূর্যকুমার যাদবের পারফর্ম্যান্স।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023