IPL 2023: যশস্বীর শতরানে আলোকিত ওয়াংখেড়ে, টিম ডেভিড ঝড়ে রাজস্থানকে ৬ উইকেটে হারালো মুম্বই !! 1

IPL 2023: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে পথচলা শুরু করেছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। চিন্নাস্বামীর সেই মহারণের পর কেটে গিয়েছে দেড় দশক। আইপিএল এখন পা দিয়েছে ষোড়শ মরসুমে। গতকাল অর্থাৎ রবিবার এক বিশেষ মাইলস্টোন ছুঁয়ে ফেললো ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স (MI) বনাম রাজস্থান রয়্যালস (RR) দ্বৈরথ প্রতিযোগিতার হাজারতম ম্যাচ হিসেবে জায়গা করে নিলো রেকর্ড বইয়ের পাতায়। একদিকে ফর্মে থাকা রাজস্থানের (RR) সামনে সুযোগ ছিলো ম্যাচ জিতে লীগ তালিকার শীর্ষে জায়গা করে নেওয়ার, অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা মুম্বইয়ের (MI) চ্যালেঞ্জ ছিলো ঘরের মাঠে হারের হ্যাট্রিক এড়ানো। খেলায় শেষ হাসি মুম্বইয়েরই। অবিশ্বাস্য ভঙ্গিতে রান তাড়া করে জয় ছিনিয়ে নিলো তারা।

রবিবারের ওয়াংখেড়েকে নিজের প্রতিভার আলোয় আলোকিত করলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। ওপেন করতে নেমে অসাধারণ ব্যাট করলেন তরুণ যশস্বী। আইপিএলে নিজের প্রথম শতরান করলেন তিনি। আউট হন শেষতম ওভারে। যশস্বীর ১২৪ রানের ইনিংসের বদান্যতায় রাজস্থান ২০ ওভারে করে ২১২ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারান রোহিত শর্মা (Rohit Sharma)। ক্যামেরন গ্রিনের (Cameron Green) ব্যাটে লড়াইতে ফেরে মুম্বই ইন্ডিয়ান্স। ৪৪ করেন তিনি। অর্ধশতরান করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ব্যাট হাতে গতকাল দলকে ভরসা দিতে দেখা যায় তিলক বর্মাকেও। সূর্যকুমার আউট হওয়ার পর ব্যাট করতে আসেন টিম ডেভিড (Tim David)। অস্ট্রেলীয় অলরাউন্ডারের ব্যাটেই গতকাল রূপকথা লিখলো মুম্বই (MI)। মাত্র ১৪ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ ওভারে জেসন হোল্ডারকে (Jason Holder) পরপর ৩ বলে ৩ ছক্কা হাঁকিয়ে মুম্বইকে জয় এনে দেন ডেভিড।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

১) উইকেটবিহীন রইলো পাওয়ার প্লে-

MI vs RR | IPL 2023 | image: Twitter

ওয়াংখেড়েতে টস জিতে বোলিং করাই দস্তুর। কিন্তু গতকাল এক সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাটিং করার নির্ণয় নেন তিনি। ওপেন করতে নেমে দ্রুতলয়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার। ইংল্যান্ডের তারকার থেকেও গত কয়েকটি ম্যাচে বেশী সপ্রতিভ লাগছে তরুণ ভারতীয় ব্যাটারকে। গতকালও বেশ সাবলীল ছিলেন তিনি। শুরু থেকে স্ট্রোকের ফুলঝুড়ি দেখা গেলো তাঁর ব্যাটে। পাওয়ার প্লে’র ছয় ওভারে রাজস্থান তুলে নেয় ৬৫ রান। অষ্টমবার ৫০ বা তার বেশী রানের ওপেনিং জুটি গড়লেন যশস্বী এবং বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে যা সর্বোচ্চ।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

২) জুটি ভাঙলো অষ্টম ওভারে-

MI vs RR | IPL 2023 | image: twitter

প্রথম উইকেট তোলার জন্য মুম্বইকে অপেক্ষা করতে হলো অষ্টম ওভার পর্যন্ত। অভিজ্ঞ পীয়ূষ চাওলার হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত। অষ্টম ওভারের প্রথম বলেই বাজিমাত করেন তিনি। বাটলারকে ফিরিয়ে ভেঙে দেন ওপেনিং জুটি। ১৯ বলে ১৮ রান করে রমনদীপ সিং-এর হাতে ধরা পড়েন বাটলার। ৭২ রানের মাথায় প্রথম উইকেট হারায় রাজস্থান। গতকাল দুর্দান্ত বোলিং করতে দেখা গেলো চাওলাকে। ৩ উইকেট নেন তিনি।

৩) রান পেলো না রাজস্থান মিডল অর্ডার-

যশস্বী এবং বাটলারের জুটি রাজস্থানকে শুরুর ওভারগুলোয় দ্রুত এগিয়ে নিয়ে গেলেও গতকাল তাদের মিডল অর্ডার বিশেষ সুবিধা করতে পারলো না। তিন নম্বরে নেমে অধিনায়ক সঞ্জু স্যামসন করলেন ১০ বলে ১৪ রান। গতকাল ফের একবার চার নম্বরে নেমেছিলেন দেবদত্ত পাডিক্কাল। ৪ বলে ২ রান করেন তিনি। রান পান নি শিমরণ হেটমায়ারও। ৯ বলে ৮ রান করেন তিনি। জেসন হোল্ডার (৯ বলে ১১) বা ধ্রুব জুড়েলও (৩ বলে ২) বিশেষ সাফল্য পান নি।

৪) যশস্বীর ইনিংসে মাতোয়ারা ওয়াংখেড়ে-

MI vs RR | IPL 2023 | image: Twitter

যশস্বী জয়সওয়াল, বয়স মাত্র একুশ। জন্ম, বেড়ে ওঠা মুম্বইতে। ভারতীয় অনুর্দ্ধ-১৯ দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। তাঁর প্রতিভার সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ আগেই হয়েছিলো ক্রিকেটদুনিয়ার। কিন্তু চলতি আইপিএলে তিনি তাঁর প্রতিভার ইস্পাতে শান দিয়ে যে শানিত ফলাটি পেশ করেছেন বাইশ গজে তাতে ফালা ফালা হয়ে যাচ্ছেন প্রতিপক্ষ বোলাররা। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে করেছিলেন ৭৭ রান। আর আজ পেরিয়ে গেলেন শতকের গণ্ডী। ওয়াংখেড়েতে ক্রিকেট খেলেই বড় হয়েছেন তিনি। মাঠের প্রতিটি ঘাস তাঁর পরিচিত। চেনা মাঠে আগুনে ইনিংস খেললেন তিনি। ১৬টি চার এবং ৮টি ছক্কার সাহায্যে ১২৪ রান করেন তিনি।

৫) বিতর্কিত সিদ্ধান্তে আউট রোহিত-

MI vs RR | IPL 2023 | image: twitter

সন্দীপ শর্মার বিরুদ্ধে ব্যাট হাতে বরাবর সমস্যায় পড়তে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। গতকাল পঞ্চমবার রোহিতকে আউট করলেন তিনি। জন্মদিনে হিটম্যানের ব্যাট থেকে এলো মাত্র ৩ রান। তবে যে ভাবে উইকেট হারালেন তিনি তা নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটবিশ্ব। সন্দীপের বলা আদৌ রোহিতের অফস্টাম্পে আঘাত করেছিলো নাকি সঞ্জু স্যামসনের গ্লাভসে লেগে বেল পড়ে যায় তা নিয়ে বিস্তর আলোচনা চললো সোশ্যাল মিডিয়ায়। আম্পায়ার অবশ্য আউটের সিদ্ধান্ত দেন। রিভিউ’ও নেন নি রোহিত।

৬) ক্যামেরন গ্রিনের ব্যাটে প্রত্যাঘাত মুম্বইয়ের-

MI vs RR | IPL 2023 | image: twitter

অধিনায়ক ৩ রানে আউট হলেও হাল ছাড়ে নি মুম্বই ইন্ডিয়ান্স। প্রাথমিক প্রত্যাঘাতটা সেরেছিলেন ক্যামেরন গ্রিন। প্রতিযোগিতার প্রথম কিছু ম্যাচে সমস্যায় ছিলেন তিনি। কিন্তু মানিয়ে নেওয়ার পর দারুণ ছন্দে রয়েছেন তরুণ অজি অলরাউন্ডার। ইতিমধ্যেই জোড়া অর্ধশতক হাঁকিয়েছিলেন। আজও ২৬ বলে ৪৪ রান করে মুম্বইকে লড়াইতে ফেরালেন তিনিই। ৪টি চার এবইং ২টি ছক্কা মারেন তিনি। ঈশান কিষণের ব্যাট থেকে আজ এলো ২৩ বলে ২৮ রান। কোনো ছক্কা না মারলেও ৪টি চার মারেন ঈশান।

৭) চেনা ছন্দে দেখা গেলো সূর্যকুমার যাদবকে-

MI vs RR | IPL 2023 | image: Twitter

চলতি আইপিএলে সেরা ছন্দে দেখা যায় নি সূর্যকুমার যাদবকে। বেশ কিছু ম্যাচে ব্যর্থ হয়েছেন মিস্টার ৩৬০ ডিগ্রী। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে দলের প্রয়োজনে জ্বলে উঠলেন তিনি। স্কুপ, ল্যাপ শটের মত অস্ত্র আজ ফের বেরোলো মিস্টার ৩৬০-এর অস্ত্রভাণ্ডার থেকে। ৮টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৫৫ রান করেন তিনি। ট্রেন্ট বোল্টের বলে সন্দীপ শর্মার একটি অনবদ্য ক্যাচে সাজঘরে ফিরতে হয় সূর্যকে।

৮) অবিশ্বাস্য ব্যাটিং-এ ম্যাচ জেতালেন টিম ডেভিড-

MI vs RR | IPL 2023 | image: Twitter

তিলক বর্মা (২১ বলে ২৯*) এবং সূর্যকুমার যাদবের জুটি ভাঙায় ফের একবার চিন্তায় পড়তে হয়েছিলো মুম্বইকে। কিন্তু মুশকিল আসান হয়ে দেখা দিলেন টিম ডেভিড। নিজের দিনে কতটা বিধ্বংসী তিনি হতে পারেন তা আগেও দেখিয়েছেন ডেভিড। আজ ওয়াংখেড়ের ময়দানে ফের একবার জ্বলে উঠলেন তিনি। শেষ ওভারে বাকি ছিলো ১৭ রান। জেসন হোল্ডারের ওভারের প্রথম তিনটি বলকেই গ্যালারিতে আছড়ে ফেলে জিতিয়ে দেন ম্যাচ। আগের সব রেকর্ড ভেঙে ওয়াংখেড়েতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়লো মুম্বই ইন্ডিয়ান্স।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *