IPL 2023: “দুর্দান্ত একটা মুহূর্ত…” মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়ে স্টয়নিস কৃতিত্ব দিলেন মহসীন খান’কে !! 1

IPL 2023: ‘ডু অর ডাই’- লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে এমনটাই ছিলো আজকের ম্যাচের স্লোগান। চতুর্থ স্থানে থাকা লক্ষ্ণৌকে আজ মুম্বইয়ের বিরুদ্ধে জিততেই হত। না হলে অপেক্ষা করতে হত অনিশ্চয়তার সরণীতে। চল্লিশ ওভারের হাড্ডাহাড্ডি লড়াইতে ম্যাচের পাল্লা একবার ভারী হলো সুপারজায়ান্টসদের দিকে, আবার একবার ভারী হলো মুম্বই ইন্ডিয়ান্সের দিকে। শেষমেশ অবশ্য হাসিমুখে মাঠ ছাড়তে পারলেন ক্রুণাল পান্ডিয়ারাই। তীরে এসেও তরী ডুবলো মুম্বইয়ের। জয়ের কাছাকাছি এসেও মহসীন খানের একটা দুর্দান্ত ওভারের বদান্যতায় দুই পয়েন্ট হাতছাড়া রোহিত শর্মাদের।

টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। কাইল মেয়ার্স’কে বাইরে রেখে আজ দীপক হুডাকে সাথে নিয়ে ওপেন করতে এসেছিলেন ক্যুইন্টন ডি কক। হুডা এবং ডি কক-রান পেলেন না দুজনেই। গত ম্যাচে ৬৪ রান করে জয়ের কারিগর হয়েছিলেন প্রেরক মাঁকড়। আজ শূন্য রান করে জেসন বেহরেনডফের দ্বিতীয় শিকার হন তিনি। দ্রুত ৩ উইকেট হারানোর পর ক্রুণাল পান্ডিয়া এবং মার্কাস স্টয়নিসের ব্যাটে ম্যাচে ফেরে লক্ষ্ণৌ। চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ৪৯ করেন ক্রুণাল। শেষের ওভারগুলোয় গিয়ার বদলান স্টয়নিস। তাঁর ব্যাট থেকে আসে ৪৭ বলে অপরাজিত ৮৯ রান। ২০ ওভারে ১৭৭ রান তোলে লক্ষ্ণৌ।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

১৭৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলো মুম্বই। তাদের শুরুটা হয়েছিলো দুর্দান্ত গতিতে। ঈশান কিষণ-রোহিত শর্মা জুটির দাপটে একটা সময়ে মনে হচ্ছিলো ১৮ বা ১৯ ওভারের মধ্যেই ম্যাচ জিতে নেবে মুম্বই ইন্ডিয়ান্স। লক্ষ্ণৌকে ম্যাচে ফেরান রবি বিষ্ণোই। পরপর রোহিত এবং ঈশানকে ফেরান তিনি। গত কয়েকটি ম্যাচে অসামান্য ফর্মে ব্যাট করেছিলেন সূর্যকুমার যাদব। আজ রান পেলেন না তিনি। স্কুপ মারতে গিয়ে বোল্ড হলেন। এরপর নেহাল ওয়াধেরা, বিষ্ণু বিনোদদের ব্যাটেও আসে নি রান। ফিনিশার হিসেবে নেমে টিম ডেভিড চেষ্টা করেছিলেন ম্যাচ জেতানোর। কিন্তু মহসীন খানের কাছে মাথা নোয়াতে হলো তাঁকেও। শেষ ওভারে দলকে জেতাতে পারলেন না তিনি। মুম্বই হারলো ৫ রানে। অনবদ্য ৮৯* করে ম্যাচের সেরা মার্কাস স্টয়নিস।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

‘দল হিসেবে আমরা সংঘবদ্ধ’, বলছেন স্টয়নিস-

LSG vs MI | IPL 2023 | image: twitter
Marcus Stoinis’ fabulous innings of 89* off 47 deliveries helped LSG clinch a big victory against MI

যখন ব্যাট করছিলো লক্ষ্ণৌ, একটা সময় অবধি ১৫০’র গণ্ডি পেরোনো সম্ভব হবে কিনা সে নিয়ে দেখা গিয়েছিলো প্রশ্নচিহ্ন। ঝোড়ো ইনিংস খেলে দলকে ১৭৭ রানে পৌঁছে দেন স্টয়নিস। মুম্বই ইনিংসের সময়েও একটা সময় মনে করা হয়েছিলো খেলা থেকে হারিয়ে গিয়েছে লক্ষ্ণৌ। কিন্তু ফের দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় দল। আজকের ম্যাচে সাফল্যের কারণ হিসেবে টিম স্পিরিটকেই কৃতিত্ব দিচ্ছেন ম্যাচের সেরা মার্কাস স্টয়নিস। সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকরের প্রশ্নের জবাবে তিনি জানান, “এটা একটা দারুণ মুহূর্ত।”

শেষ ওভারে বাকি ছিলো ১১ রান। অস্ট্রেলিয়ার দুই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং টিম ডেভিডের বিরুদ্ধে স্নায়ুর চাপ সামলে দুর্দান্ত বোলিং করে জয় এনে দেন মহসীন খান। বাঁ-হাতি পেসার সম্পর্কে স্টয়নিস বলেন, “ও (মহসীন খান) দীর্ঘ সময় খেলা থেকে দূরে ছিলো। অবশ্যই এটা একটা বড় মুহূর্ত ওর জন্য। বিশেষত চোট পাওয়ার পর শেষ ওভারে বল করা।” ম্যাচে জয় যে সহজে আসে নি তা মেনে নিয়েছেন স্টয়নিস। বলেন, “খুব হাড্ডাহাড্ডি লড়াই হলো। বেশ কয়েকটা জিনিস আমাদের পক্ষে যাচ্ছিলো না। স্পিনারদের দুই-একটা ভালো ওভার আর মহসীন আমাদের জয় নিশ্চিত করে।”

সাফল্যের পিছনে দলীয় সংহতি রয়েছে বলেই মত আজকের ম্যাচের নায়কের। স্টয়নিস জানান, “আমরা দেখিয়ে দিয়েছি আমরা একটা প্রকৃত দল হিসেবে খেলতে পারছি। এখানে কোনো মহাতারকা নেই। কেবল ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন খেলোয়াড় এগিয়ে এসে ভালো পারফর্ম করেছে।” চোটের জন্য ছিটকে গিয়েছেন অধিনায়ক কে এল রাহুল। সেই প্রসঙ্গে স্টয়নিস বলেন, “আমরা কে এল (রাহুল)-এর অভাব অনুভব করছি। তবে এখন আমাদের নেতৃত্ব দিচ্ছে কেপি (ক্রুণাল পান্ডিয়া)। সাথে অ্যান্ডি (ফ্লাওয়ার)’ও রয়েছেন, যাঁর ক্রিকেট মস্তিষ্ক খুবই প্রখর।”

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *