IPL 2023: জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে আইপিএলের ষোড়শ মরসুমের ৬০তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস। প্লে-অফের লড়াইতে সুবিধাজনক অবস্থানে পৌঁছাতে দুই দলেরই প্রয়োজন ছিলো জয়। মাঠের লড়াইতে আজ শেষ হাসি হাসলো বেঙ্গালুরুই। অ্যাওয়ে ম্যাচে দাপটের সাথে ক্রিকেট খেলে দুই পয়েন্ট কেড়ে নিয়ে মাঠ ছাড়লেন বিরাট কোহলি, ফাফ দু প্লেসিরা। জয়পুরের পরিসংখ্যান বলছে প্রথমে ব্যাট করার চেয়ে রান তাড়া করে এখানে জয়ের সংখ্যা বেশী। কিন্তু আজ উল্টোপথে হাঁটতে দেখা গেলো বেঙ্গালুরু অধিনায়ককে। প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন দু প্লেসি।
চলতি মরসুমে বেঙ্গালুরু ব্যাটিং অনেকটাই নির্ভর করেছে বিরাট কোহলি এবং ফাফ দু প্লেসির জুটির ওপরে। আজ অবশ্য কোহলির ব্যাটে রান দেখা গেলো না। মাত্র ১৮ রান করে ফেরেন তিনি। দু প্লেসি এবং ম্যাক্সওয়েলের জোড়া অর্ধশতক এবং ডেথ ওভারে অনুজ রাওয়াতের ১১ বলে ২৯* রানের ইনিংস রয়্যাল চ্যালেঞ্জার্সকে পৌঁছে দেয় ১৭১ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় রাজস্থান। দুজনেই কোনো রান না করেই ফেরেন সাজঘরে। পার্নেল-সিরাজের ধাক্কা সামলে ওঠার আগেই আজ রাজস্থান ব্যাটিং’কে স্পিনের ধাক্কা দিলেন ব্রেসওয়েল ও কর্ণ শর্মা। একমাত্র শিমরণ হেটমায়ার ছাড়া কেউই নূন্যতম প্রত্যাঘাতটুকুও করতে পারলেন না বেঙ্গালুরুর বিরুদ্ধে। ৫৯ রানে শেষ হলো ইনিংস। ১১২ রানে রাজস্থান হারে আজ। তবে দিনের সেরা দৃশ্য দেখা গেলো খেলা শেষের পর। যশস্বী জয়সওয়ালকে দেখা গেলো বিরাট কোহলির সাথে একান্ত আলোচনায়।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
বর্তমান ও ভবিষ্যতের সাক্ষাৎ মাঠেই-

দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে করেছিলেন ৭৭। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে করেছিলেন ১২৪। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে তাণ্ডব চালিয়ে করেছিলেন ৪৭ বলে ৯৮* রান। ভেঙে দিয়েছিলেন দ্রুততম আইপিএল অর্ধশতকের নজির। চলতি মরসুমে বছর একুশের যশস্বী জয়সওয়াল বিশ্বের তাবড় তারকার ভীড়েও নিজেকে আলাদা করে চিনিয়ে দিয়েছেন। কলকাতার বিরুদ্ধে তাঁর অবিস্মরণীয় ইনিংস দেখে নিজেকে সামলাতে পারেন নি স্বয়ং বিরাট কোহলিও। বিশ্ব ক্রিকেটের নক্ষত্র নিজের ইন্সটাগ্রমা প্রোফাইলে যশস্বীর ছবি শেয়ার করে লেখেন, “আমার দেখা অন্যতম সেরা ব্যাটিং। কি অসামান্য একজন প্রতিভা।” ভবিষ্যতের তারাকে যেন নিজেই চিনিয়ে দেওয়ার দায়িত্ব নেন কোহলি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
আজ মুখোমুখি যুদ্ধে বাজিমাত করেছে কোহলির দল। ব্যাট হাতে স্বভাববিরুদ্ধ ভাবেই শূন্য রান করে ফিরেছেন যশস্বী। খেলা শেষে মুষড়ে পড়ার বদলে বছর একুশের তরুণকে দেখা গেলো সটান হাজির হতে বিরাট কোহলির সামনে। এর আগেও সাক্ষাৎকারে যশস্বী জানিয়েছিলেন যে তিনি সুযোগ পেলেই বিরাট, রোহিতদের মত সিনিয়রদের সাথে কথা বলার চেষ্টা করেন। তাঁদের থেকে খোঁজেন অনুপ্রেরণা। আজকেও সুযোগ হাতছাড়া করলেন না তিনি। দীর্ঘসময় কথা বলতে দেখা যায় দু’জনকে। বিরাটের পরামর্শে বাকি ম্যাচগুলিতে যশস্বীর ব্যাটিং আরও উজ্জ্বল হয় কিনা তা দেখতেই এখন উদগ্রীব ক্রিকেটজনতা। এই মরসুমে এখনও অবধি ১৩ ম্যাচে ৫৭৩ রান করে কমলা টুপির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
দেখে নিন কথোপকথনের সেই ভিডিও-
As special as it gets 😃👌🏻
𝘼𝙣 𝙪𝙣𝙢𝙞𝙨𝙨𝙖𝙗𝙡𝙚 𝙞𝙣𝙩𝙚𝙧𝙖𝙘𝙩𝙞𝙤𝙣 ft. @imVkohli & @ybj_19 👏🏻👏🏻#TATAIPL | #RRvRCB | @RCBTweets | @rajasthanroyals pic.twitter.com/gkdyCB3hXf
— IndianPremierLeague (@IPL) May 14, 2023
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023