IPL 2023: ভেঙ্কটেশের ছক্কায় উদ্বেল জ্যাকলিন ফার্নান্ডেজ, কলকাতাকে সমর্থন করতে মাঠে বলিউড সুন্দরী !! 1

IPL 2023: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। লীগ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাজস্থান এবং ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা। দুই দলেরই পয়েন্ট সংখ্যা ১০। আজ যে জিতবে জায়গা করে নেবে প্রথম চারে। প্লে-অফে জায়াগ পাকা করার দৌড়ে ভীষণ গুরুত্বপূর্ণ এই ম্যাচ। দুই পক্ষই সর্বস্ব দিয়ে লড়াই করতে মরিয়া। খেলায় টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। ইডেনে রান তাড়া করে জয়ের রাস্তায় হাঁটতে চাইছে তার দল।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে কলকাতা। জেসন রয় এবং রহমানুল্লাহ গুরবাজ দুজনকেই ফেরান ট্রেন্ট বোল্ট। দুটি দুরন্ত ক্যাচ তালুবন্দী করেন শিমরণ হেটমায়ার এবং সন্দীপ শর্মা। এরপর ইনিংসের হাল ধরতে দেখা যায় ভেঙ্কটেশ আইয়ার ও অধিনায়ক নীতিশ রানাকে। দুই বাঁহাতির ব্যাটে ভর দিয়ে এগোনোর চেষ্টা করে কলকাতা। রানা এর আগের ম্যাচেও অর্ধশতরান করেছিলেন। আজকেও ২২ রানের ইনিংস খেলে নাইট শিবিরকে স্থিরতা দিলেন তিনি। আজকের ম্যাচে গ্যালারিতে দেখা গেলো তারার মেলা। নাইট রাইডার্সের খেলা মানেই ভিআইপিদের সমারোহ। আজ দেখা গেলো জ্যাকলিন ফার্নান্ডেজকে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

ভেঙ্কটেশের ছক্কায় মাতোয়ারা জ্যাকলিন-

বলিউডের ‘ভাইজান’ সলমন খান আগামী ১৩ মে অনুষ্ঠান করবেন কলকাতায়। ইডেন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে লেসলি ক্লডিয়াস সরণী। সেখানে শতাব্দী প্রাচীন ইস্টোবেঙ্গল ক্লাবের মাঠে হবে এই অনুষ্ঠান। নাচে-গানে ‘সিটি অফ জয়’কে মাতাবেন বলিউড সুপারস্টার। সলমনের সেই ‘দাবাং ট্যুর’-এর অনুষ্ঠানে পারফর্ম করবেন জ্যাকলিনও। অনুষ্ঠানের দুই দিন আগেই কলকাতা এসে পৌঁছেছেন তিনি। এসেই ছুটেছেন ইডেনে। কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে গ্যালারির উষ্ণতা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন রেস টু, মার্ডার টু’র মত বলিউড চলচ্চিত্রেই নায়িকা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

ম্যাচের বয়স তখন ৯ ওভার ৩ বল, রবিচন্দ্রণ অশ্বিনের বলকে সটান গ্যালারিতে আছড়ে ফেলেন ভেঙ্কটেশ আইয়ার। ওভারের দ্বিতীয় বলটিতেও ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। ইডেন জনতার আদরের ভেঙ্কির ব্যাটে রানের ঝড় দেখে আবেগ সামলাতে পারেন নি ক্যাকলিন। উদ্বেলিত হয়ে উঠতে দেখা যায় তাঁকে। উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে ওঠেন ২০০৬ সালের মিস শ্রীলঙ্কা। আজকের ম্যাচে বলিউড নায়িকার সমর্থন যে বলিউডের কিং খানের দলকেই, তা পরিষ্কার তাঁর উচ্ছ্বাস থেকেই।

ম্যাচের হাল-হকিকত-

আজকেও চললো না কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি। ১০ রান করে শুরুতেই ফিরে যান জেসন রয়। বেশীদূর এগোতে পারলেন না রহমানুল্লাহ গুরবাজও। ইডেনের বুকে শুরুটা ভালোই করেছিলেন আফগান উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু মিড অফে সন্দীপ শর্মার দুরন্ত ক্যাচ ফেরালো তাঁকে। এক্সট্রা কভার থেকে মিড-অফ অবধি প্রায় উড়ে গিয়ে ক্যাচ তালুবন্দী করেন সন্দীপ। দুজনকেই সাজঘরের রাস্তা দেখান ট্রেন্ট বোল্ট। দ্রুত জোড়া ওপেনারকে খুইয়ে চাপে পড়া কলকাতা ব্যাটিং ঘুরে দাঁড়ায় নীতিশ-ভেঙ্কটেশ জুটির সুবাদে। ২২ রান করে চাহালের শিকার হন নীতিশ। আজ রান পান নি রাসেলও। ১০ বলে ১০ করেন তিনি। প্রতিবেদন লেখার সময় অবধি কলকাতার স্কোর ১৪.৫ ওভারে ১১৫/৪। ক্রিজে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিং।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *