IPL 2023: আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম দুই ম্যাচে লাগাতার হারের পর অবশেষে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের মুখ দেখেছে তারা। পাঞ্জাব কিংসকে হারিয়েছে ৮ উইকেটে। আজ কলকাতার ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার আগে তাই খানিক আত্মবিশ্বাসী অরেঞ্জ আর্মি। বিপক্ষে থাকা নাইট’রা ভালো ফর্মে থাকলেও পাঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয় আশাবাদী করেছে এইডেন মার্করামদের। ম্যাচে টসে জিতেছে হোম টিম। সানরাইজার্সকে প্রথমে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছেন কেকেআর অধিনায়ক নীতিশ রানা।
ক্রিকেটের নন্দনকাননে ওপেনার হিসেবে আজ মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গী হয়েছিলেন হ্যারি ব্রুক। মায়াঙ্ক ও ব্রুকের জুটি পাওয়ার প্ল’তে সানরাইজার্সের শুরুটা ভালো হতে সাহায্য করলো আজ। তবে আন্দ্রে রাসেলের প্রথম ওভারেই শর্ট থার্ড ম্যানে দাঁড়ানো বরুণ চক্রবর্তীর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মায়াঙ্ক। গত ম্যাচে পাঞ্জাবকে হারানোর মূল কাণ্ডারী রাহুল ত্রিপাঠী রাসেলের দ্বিতীয় ওভারে শর্ট বলে পুল মারতে গিয়ে উইকেট হারালেন আজ। তাঁর ক্যাচ অনেকখানি দৌড়ে এসে দস্তানাবন্দী করেন উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ। দুই উইকেটের পতনের পরেও অধিনায়ক এইডেন মার্করামকে সাথে নিয়ে আজ লড়ে গেলেন হ্যারি ব্রুক। টুর্নামেন্টে প্রথমবার রানের মুখ দেখলেন তিনি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
IPL কেরিয়ারে প্রথম অর্ধশতক ব্রুকের-

১৩ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে ইংল্যান্ডের হ্যারি ব্রুককে দলে নিয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্রুকের প্রতিভা নিয়ে ক্রিকেট দুনিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে শোরগোল। তাঁকে দলে নিতে তীব্র লড়াই হয় রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্সের মধ্যে। নিজেদের সম্পূর্ণ অকশন পার্স ব্রুকের পিছনে খরচ করতেও পিছপা ছিলো না রাজস্থান। কিন্তু গত ২৩ ডিসেম্বর কেরালার ‘মিনি অকশনে’ শেষমেশ বাজিমাত করে সানরাইজার্স’ই। পিএসএলের মত ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টে সুনামের সাথে খেলেছিলেন ব্রুক। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের জার্সিতে তাঁর পারফর্ম্যান্সও তাঁকে সাহায্য করেছিলো কোটিপতি লীগে বিশাল দর পেতে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur
বিপুল অর্থ ব্যয় করে সই করালেও ভারতের পিচে আইপিএলে প্রথম কয়েকটি ম্যাচে সুবিধা করতে পারেন নি ব্রুক। প্রথম দুই ম্যাচে তাঁকে চার ও পাঁচ নম্বর পজিশনে খেলিয়েছিলো সানরাইজার্স। রাজস্থান এবং লক্ষ্ণৌর বিরুদ্ধে তিনি করেন যথাক্রমে ১৩ এবং ৩। তৃতীয় ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ব্রুককে মায়াঙ্ক আগরওয়ালের সাথে ওপেনার হিসেবে জুড়ে দেন সানরাইজার্স কোচ ব্রায়ান লারা। রাজীব গান্ধী স্টেডিয়ামেও সেদিন শান্ত ছিলো ব্রুকের ব্যাট। আজ ইডেন গার্ডেন্সকে ফর্মে ফেরার মঞ্চ হিসেবে বেছে নিলেন ইংল্যান্ড ক্রিকেটের সাম্প্রতিক কালের অন্যতম সেরা প্রতিভা। ফার্গুসন, রাসেলদের পেস আক্রমণ হোক বা সুয়শ-নারাইন-বরুণ চক্রবর্তীর স্পিন ত্রয়ী, সকলের বিরুদ্ধেই সাবলীল লাগলো ব্রুককে। আইপিএল কেরিয়ারের প্রথম অর্ধশতক করলেন ব্রুক। ম্যাচে প্রতিবেদন লেখার সময় অবধি ৪৯ বলে তাঁর স্কোর ৮৬*। আইপিএলের ষোড়শ মরসুমের প্রথম শতরানের অপেক্ষায় প্রহর গুণছে ইডেন গার্ডেন্স।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
Finally Harry Brook ne bhe 13 crore halal kiye❤️#IPL2023 #PakvNz #Cricket pic.twitter.com/6tqctaXIUT
— Muhammad Noman (@nomanedits) April 14, 2023