IPL 2023: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স এবং লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। আজকের ম্যাচ ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ইতিমধ্যেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় দ্বিতীয়বার যুযুধান দুই পক্ষের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন দুই ভাই। এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগে সিডনি থান্ডার্স এবং মেলবোর্ন্ স্টারস ম্যাচে দুই দলের নেতৃত্ব দিয়েছিলেন মাইক ও ডেভিড হাসি। আজ একই কৃতিত্ব অর্জন করলেন হার্দিক ও ক্রুণাল পান্ডিয়া। গত বছর থেকেই গুজরাতের নেতৃত্বভার রয়েছে হার্দিকের কাঁধে। নেতা হিসেবে ট্রফিও জিতেছেন তিনি। অপরপক্ষে এটা অধিনায়ক হিসেবে ক্রুণালের দ্বিতীয় ম্যাচ। কে এল রাহুল চোটের কারণে ছিটকে যাওয়ার ফলে আচমকাই নেতৃত্বভার হাতে পেয়েছেন তিনি। দুই দলের সাজঘর থেকে দুই ভাই যখন বেরোলেন টসের উদ্দেশ্যে, তা আবেগঘন এক দৃশ্যের জন্ম দিলো আজ।
টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলো লক্ষ্ণৌ। ক্রুণাল পান্ডিয়ার সিদ্ধান্তে বিশেষ লাভ হলো না সুপারজায়ান্টসদের। গুজরাতের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিলের দাপটে ব্যাকসিটেই জায়গা নিতে হলো তাদের প্রথম কুড়ি ওভারে। গুজরাত জার্সিতে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড গড়লেন ঋদ্ধিমান। জাতীয় দলে ব্রাত্য হলেও তিনি যে এখনও সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের জন্য তৈরি তা বোঝালেন বাংলার তারকা। ৪৩ বলে করলেন ৮১ রান। ১৪২ রানের ওপেনিং জুটি গড়ে আউট হন ঋদ্ধিমান। এরপরে দলের ইনিংসকে টানেন শুভমান। তিনি ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত রইলেন আজ। হার্দিক পান্ডিয়ার ১৫ বলে ২৫ এবং ডেভিড মিলারের ডেভিড মিলারের ১২ বলে ২১*’র সৌজন্যে ২২৮ রান স্কোরবোর্ডে তোলে গুজরাত। এতদূর সবকিছু মসৃণ ছিলো আজ। কিন্তু লক্ষ্ণৌর ইনিংস শুরুর আগে বাধলো বিপত্তি। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে ধন্দ সৃষ্টি হওয়ায় রীতিমত আম্পায়ারের সাথে বচসায় জড়ালেন টাইটান্স অধিনায়ক হার্দিক।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
আম্পায়ারের সাথে বাদানুবাদ হার্দিকের-

দুর্দান্ত ব্যাটিং করে স্কোরবোর্ডে বড় রান তোলার পর বোলিং শক্তি বাড়ানোই লক্ষ্য ছিলো হার্দিক পান্ডিয়াদের। সেই কারণে ইমপ্যাক্ট সাবস্টিটিউট নিয়ম ব্যবহার করে শুভমান গিলের বদলে দ্বিতীয় ইনিংসে দলে নিয়ে আসা হয় আলঝারি জোসেফকে। ক্যারিবিয়ান বোলারের গতি কাজে লাগানোর কথাই পরিকল্পনায় ছিলো হার্দিকদের। কিন্তু গোল বাঁধে যখন দস্তানা হাতে ঋদ্ধিমান সাহা নয়, বরং কে এস ভরতকে দেখা যায় সাজঘর থেকে বেরোতে। দুপুরের চড়া রোদে দীর্ঘ ইনিংস খেলার পর ক্লান্ত ঋদ্ধিকে আজ উইকেটরক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে চেয়েছিলো টাইটান্স শিবির, কিন্তু বাধ সাধেন আম্পায়ার। ইনিংসের গোড়া থেকে মাঠে নামতে পারবেন না ভরত, সাফ জানিয়ে দেন তিনি। ইমপ্যাক্ট প্লেয়ার বিকল্প হিসেবে আলঝারি জোসেফের নাম ইতিমধ্যে ঘোষিত হয়ে যাওয়ায় ভরতের মাঠে নামার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন আম্পায়ার। গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দেখা যায় উত্তেজিত ভাবে আম্পায়ারকে কিছু বলতে। সম্ভবত নিজের দলের অবস্থানটিই বুঝিয়ে বলছিলেন তিনি। কিন্তু হার্দিকের শত অনুরোধ-উপরোধেও কর্ণপাত করেন নি আম্পায়ার। অগত্যা প্যাড-গ্লাভস পরে মাঠে নামতেই হয় ঋদ্ধিমানকে। ২.১ ওভার উইকেটকিপিং করার পর মাঠ ছাড়েন তিনি। পরিবর্ত উইকেটরক্ষক হিসেবে মাঠে নামার সুযোগ পান ভরত।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
দেখে নিন গোটা ঘটনার ভিডিও-
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023