IPL 2023: স্পিনের নাগপাশে বন্দী দিল্লী, ওয়ার্নারদের হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখলো পাঞ্জাব কিংস !! 1

IPL 2023: বিদায় নিশ্চিত তা জানতেন সকলেই, কিন্তু তবুও খাতায়-কলমে এখনও প্লে-অফের ক্ষীণ সম্ভাবনা ছিলো দিল্লী ক্যাপিটালসের। তবে তার জন্য সবার আগে জিততে হত নিজেদের বাকি সব ক’টা ম্যাচ। চেন্নাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হারের পর আজ সুযোগ ছিলো জয়ের সরণিতে ফেরার। কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করে উঠতে পারলেন না ডেভিড ওয়ার্নাররা। ম্যাচে দীর্ঘসময় চালকের আসনে থেকেও স্রেফ স্পিন খেলার ব্যর্থতার কারণে দুই পয়েন্ট আজ হাতছাড়া হলো তাদের। অপরদিকে ব্যাটিং-এ বিশেষ সুবিধা করতে পারে নি পাঞ্জাব। কিন্তু দুর্দান্ত বোলিং করে দিল্লীর মাঠে দিল্লীকেই ধরাশায়ী করলো তারা।

টসে জিতেছিলো দিল্লী ক্যাপিটালস। তাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ডাগ-আউটে রয়েছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা দুই অধিনায়ক-রিকি পন্টিং এবং সৌরভ গঙ্গোপাধ্যায়, তা সত্ত্বেও টসের পর এতখানি ভুল সিদ্ধান্ত ওয়ার্নার আজ কি করে নিলেন সে নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। গোটা ম্যাচ জুড়ে দেখা গেলো পিচ মন্থর থেকে মন্থরতর হয়ে চললো। এখানে পরে ব্যাটিং যে আত্মধাতী হতে পারে তা আজ বুঝেই উঠতে পারলো না দিল্লী। বোলারদের দাপটে শুরুটা ভালোই করেছিলো তারা। পরপর বেশ কিছু উইকেটও ঝুলিতে পুরে নেন ঈশান্ত শর্মা, অক্ষর প্যাটেলরা। শেষ অবধি প্রভসিমরণের শতরানের সুবাদে ১৬৭ রান করে পাঞ্জাব কিংস।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

জবাবে ব্যাট করতে নেমে দিল্লী এগোচ্ছিলো জেট গতিতে। ১৫ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে চাইছিলেন হয়ত ডেভিড ওয়ার্নাররা। দিল্লীক অধিনায়ককেও আজ বহুদিন পর দেখা গেলো ফিফথ গিয়ারে ইনিংসকে ছোটাতে। কিন্তু ভাবনা আর বাস্তবের মাঝে ফারাক বিস্তর হয় প্রায়শই। ওপেনিং জুটি ভাঙতেই তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙে পড়লো দিল্লীর ইনিংস। মন্থর পিচে টার্ন আদায় করে নিয়ে মনীশ পান্ডে, রাইলি রুশোদের হিমশিম খাওয়াতে দেখা গেলো হরপ্রীত ব্রার, রাহুল চাহারদের। শেষ অবধি দিল্লীর ইনিংস থামলো ১৩৬ রানে। ৩১ রানের ব্যবধানে ম্যাচ পকেটে পুরে নিলেন শিখর ধাওয়ানরা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

পাঞ্জাবের ব্যাটিং-এ প্রাপ্তি প্রভসিমরণ-

DC vs PBKS | IPL 2023 | image: Twitter
Prabhsimran Singh’s fantastic century helped PBKS post a decent total against DC

দিল্লীর পিচে ব্যাটিং কঠিন হতে চলেছে তার আভাস আগেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা। পিচে বল পড়ে ধীর গতিতে ব্যাটে আসায় শট খেলা দুষ্কর হয়ে উঠেছিলো আজও। ব্যাট করতে নেমে তা ভালোই টের পেলেন পাঞ্জাব কিংস ব্যাটাররা। চোট সারিয়ে ফেরার পর ব্যাটে রানের দেখা নেই শিখর ধাওয়ানের। আজকেও বিশেষ সুবিধা করতে পারলেন না তিনি। ৭ রান করে আউট হলেন ঈশান্ত শর্মার বলে। তিন নম্বরে নেমে ব্যর্থ লিয়াম লিভিংস্টোনও। ৫ বলে ৪ রান করে আউট হলেন তিনি। লিভিংস্টনকেও আউট করেন ঈশান্ত’ই। অভিজ্ঞ পেসারের ঝুলিতে আজ ২৭ রানের বিনিময়ে ২ উইকেট।

আজ চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন জিতেশ শর্মা। উইকেটরক্ষক-ব্যাটারকে তাঁর স্বাভাবিক ছন্দের ধারেপাশেও পাওয়া গেলো না আজ। ৫ বলে ৫ রান করে উইকেট খোয়ালেন অক্ষরের বলে। আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় স্যাম কারানও আজ ব্যাট হাতে ব্যর্থ। ২৪ বলে ২০ রান করলেন তিনি। এক মুহূর্তের জন্যও ক্রিজে সাবলীল লাগে নি কারানকে। হরপ্রীত ব্রার ও শাহরুখ খান দু’জনেই ২-এর বেশী এগোতে পারেন নি আজ। ৭ বলে ১১ রান করে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। অপরপ্রান্তে কোনো রান না করেই অপরাজিত থাকেন ঋষি ধাওয়ান।

দলের সিংহভাগ ব্যাটারের হতশ্রী পারফর্ম্যান্স সত্ত্বেও আজ পাঞ্জাব যে চরম লজ্জার মধ্যে পড়লো না তাঁর প্রধান ও একমাত্র কারণ প্রভসিমরণ সিং। দিনকয়েক আগেই একুশ বর্ষীয় যশস্বী জয়সওয়ালের তাণ্ডব দেখেছিলো ক্রিকেটদুনিয়া। আজ বাইশ বর্ষীয় প্রভসিমরণ মাতালেন দিল্লীর মাঠে। ওপেন করতে নেমেছিলেন শিখর ধাওয়ানের সাথে। অপরপ্রান্তে যেখানে পরপর উইকেট পড়ছে সেখানে মাথা ঠান্ডা রেখে ব্যাটিং চালিয়ে গেলেন তিনি। বড় শট মারতে দ্বিধা দেখা গেলো না তাঁর মধ্যে। দিল্লী বোলারদের বিরুদ্ধে ১০টি চার এবং ৬টি ছক্কা হাঁকিয়ে শতরান করলেন তিনি। প্রভসিমরণের ৬৫ বলে ১০৩ রানের ইনিংস পাঞ্জাবকে পৌঁছে দেয় ১৬৭ রানে।

স্পিনের বিপক্ষে অসহায় দিল্লী-

Harpreet Brar | IPL 2023 | image: twitter
Harpreet Brar picked up a 4-fer against DC on Saturday

১৬৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দিল্লী শুরুটা করেছিলো বেশ তেড়েফুঁড়ে। গোটা টুর্নামেন্টে ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। ১১০ বা ১১৫’র বেশী স্ট্রাইক রেটে ব্যাট করতে দেখা যায় নি দিল্লী অধিনায়ককে। কিন্তু আজ কিছু আলাদা করার ইঙ্গিত দিয়েছিলেন ওয়ার্নার। ফিরিয়েছিলেন পুরনো দিনের স্মৃতি। ২০০’র আশেপাশে ঘোরাফেরা করছিলো তাঁর স্ট্রাইক রেট। অপর দিকে ফিল সল্টকে বরং ধীরস্থির ব্যাটিং করতে দেখা যাচ্ছিলো। সল্টের ধীরে চলো নীতি অবশ্য আজ তাঁকে সাফল্য এনে দিতে পারলো না। ২১ বলে ২৭ রান করে হরপ্রীত ব্রারের বলে আউট হলেন তিনি। ৬৯ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন সল্ট ও ওয়ার্নার।

প্রথম উইকেটের পতনের সাথে সাথেই যেন খুলে যায় লকগেট। এরপর দিল্লী ব্যাটাররা কেবল এলেন আর গেলেন। মিচেল মার্শ ফেরেন ৩ রান করেন। তাঁকেও ফেরার আরেক স্পিনার রাহুল চাহার। চার নম্বরে ব্যাট করতে এসে রাইলি রুশো শিকার হন হরপ্রীত ব্রারের। একদিকে তখনও রানের রোশনাই দেখা যাচ্ছিলো ওয়ার্নারের ব্যাটে। তাঁকে লেগ বিফোর উইকেট করেন হরপ্রীত’ই। বাঁ-হাতি স্পিনার ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে পেলেন ৪ উইকেট। ২৭ বলে ৫৪ রান করে থামেন ওয়ার্নার। অধিনায়ক ফিরতেই মোটামুটি দিল্লীর অষ্টম হারের আশঙ্কা পেয়ে বসেছিলো সমর্থকদের। মনীশ পান্ডে, অক্ষর প্যাটেলদের সাজঘরে ফিরিয়ে সেই আশঙ্কাকে সত্যিতে পরিণত করলেন ব্রার-চাহার জুটিই। ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন রাহুল চাহার।

দ্বিতীয় স্পেলে ফিরে এসে দিল্লীর দুর্দশা আরও বাড়ান নাথান এলিস। অজি পেসার প্রথমে ফেরান আমন হাকিম খানকে। ১৬ রান করেন তিনি। এরপরে এলিসের শিকার হন প্রবীন দুবে। ২০ বলে তাঁরও সংগ্রহ ১৬ রান। একটা সময় যেখানে দিল্লীর জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিলো সেখানে নির্ধারিত ২০ ওভারের শেষে তাদের ইনিংস আটকে রইলো ১৩৬ রানে। বল হাতে প্রত্যাবর্তনের দুর্দান্ত কাহিনী লিখে আজ অরুণ জেটলি স্টেডিয়ামে … রানে ম্যাচ জিতে নিলো পাঞ্জাব। ১২ পয়েন্ট নিয়ে একলাফে শিখর ধাওয়ানরা জায়গা করে নিলেন লীগ তালিকার ছয় নম্বরে। আর ১২ ম্যাচে ৮ পয়েন্ট সহ তলানিতেই রইলো দিল্লী ক্যাপিটালস।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *