IPL 2023: শেষমেশ হতাশাই জুটলো দিল্লী ক্যাপিটালসের কপালে। মরসুমের প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরেছিলো ডেভিড ওয়ার্নারবাহিনী। তারপর লড়াইতে ফিরেছিলো পরবর্তী পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে। কিন্তু শেষরক্ষা হলো না। চেন্নাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হেরে দিল্লীর প্লে-অফ সম্ভাবনা প্রায় মুছে যাওয়ার মুখেই ছিলো। আর কফিনে শেষ পেরেক পুঁতে দিলো পাঞ্জাব কিংস। দিল্লীর ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামেই দিল্লীকে ৩১ রানে হারিয়ে দিলো তারা। প্রথম দল হিসেবে আইপিএল থেকে ছিটকে গেলো দিল্লী। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে দুই পয়েন্ট পেয়ে অক্সিজেন পেলেন শিখর ধাওয়ানরা। আট থেকে লীগ তালিকায় উঠে এলেন ছয় নম্বরে। তাদের প্লে-অফে যাওয়ার স্বপ্ন রইলো এখনও জীবিত।
টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন দিল্লী অধিনায়ক ডেভিড ওয়ার্নার। পিচের চরিত্র বুঝতে গতকাল ভুল করে বসেছিলো দিল্লী শিবির। তার খেসারত দিতে হলো গোটা ম্যাচেই। ঈশান্ত শর্মার বলে শুরুতেই আউট হন শিখর ধাওয়ান। লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, স্যাম কারান- পাঞ্জাব ব্যাটিং-এর সকল তারকাই ব্যর্থ হলেন অরুণ জেটলি স্টেডিয়ামে। ব্যতিক্রম কেবল প্রভসিমরণ সিং। বছর বাইশের তরুণ অনবদ্য শতরান করে প্রায় একার দক্ষতায় পাঞ্জাবের রান পৌঁছে দেন ১৬৭তে। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত ভঙ্গিতে শুরুটা করেছিলো দিল্লী। ভালো খেলছিলেন ডেভিড ওয়ার্নার এবং ফিল সল্ট। কিন্তু ৬৯ রানের মাথায় প্রথম উইকেট যেতেই তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভাঙলো দিল্লী ব্যাটিং। হরপ্রীত ব্রার, রাহুল চাহারদের বোলিং-এর কোনো উত্তর দিতে না পেরে ১৩৬ রানে থামে দিল্লী ইনিংস। ঘরের মাঠে হারতে হলো ৩১ রানে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
১) ফর্মের সন্ধানে শিখর ধাওয়ান-
আইপিএলের শুরুটা বেশ ভালো করেছিলেন শিখর ধাওয়ান। একটা সময় কমলা টুপির মালিকও ছিলেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো চোট-আঘাত। কয়েকটি ম্যাচ খেলতে পারেন নি তিনি। এরপর প্রত্যাবর্তন ঘটালেও আগের ছন্দে ফিরতে পারেন নি পাঞ্জাব অধিনায়ক। গতকালও বাইশ গজে ফর্মের সন্ধান বিফল হলো তাঁর। আউট হলে মাত্র ৭ রান করে। পাঞ্জাবের ওপেনিং জুটি ভাঙে ১২ রানের মাথায়। চতুর্থ ওভারেই প্রথম উইকেট হাসিল করে নেয় দিল্লী।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
২) মিডল অর্ডার ব্যর্থ দিল্লীর বিরুদ্ধে-
দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে কার্যত খড়কুটোর মত উড়ে গেলো পাঞ্জাব কিংসের মিডল অর্ডার। মুম্বইয়ের বিরুদ্ধে দিনিকয়েক আগে ৮২ রানের ইনিংস খেলেছিলেন লিভিংস্টোন। ইংল্যান্ডের তারকার কাছে প্রত্যাশার পাহাড় আকাশছোঁয়া ছিলো পাঞ্জাব সমর্থকদের। কিন্তু হতাশ করলেন তিনি। শনিবারের ম্যাচে তাঁর সংগ্রহ কেবল ৪ রান। ফিনিশার নয়, বরং গতকাল চার নম্বরে ব্যাট করতে এসেছিলেন জিতেশ শর্মা। ৫ বলে ৫-এর বেশী করতে পারেন নি তিনিও। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার স্যাম কারানের ব্যাট থেকে ২০ রান এলেও তিনি তা করলেন ২৪ বলে। কারানের ইনিংসকে টি-২০’র উপযোগী নিঃসন্দেহে বলা যায় না।
৩) একা কুম্ভ হয়ে লড়লেন প্রভসিমরণ-
দলের দ্বিতীয় সর্বোচ্চ রান স্যাম কারানের। ২৪ বলে ২০ রান করে আউট হয়েছেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার। সিকান্দার রাজা (৭ বলে ১১*) ছাড়া বাকিদের কারও রান সংখ্যা দুই অঙ্কের ঘরে পৌঁছায় নি। গতকাল দিল্লীর বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে এমন হতদ্যম দশাই হতে পারত পাঞ্জাব কিংসের। পড়তে হত লজ্জার সামনে। কিন্তু ২০ ওভারের শেষে তাদের স্কোর পৌঁছালো ১৬৭/৭। লড়াই করার জন্য যা যথেষ্ট। যাঁর চওড়া ব্যাটে মুখরক্ষা হলো পাঞ্জাবের, তিনি বাইশ বর্ষীয় প্রভসিমরণ সিং। ওপেন করতে নেমেছিলেন আজ, একার কাঁধে দলকে টেনে নিয়ে গেলেন শেষ অবধি। ৬৫ বলে ১০৩ রান করে যখন সাজঘরে ফিরছেন তখন মাঠ উপস্থিত দর্শকেরা সকলেই করতালিতে বরণ করে নিলেন আইপিএলের নতুন নায়ককে।
৪) নিয়ন্ত্রিত বোলিং দিল্লীর-
অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ সময়ের সাথে সাথে মন্থর থেকে মন্থরতর হতে লেগেছিলো শনিবার। পাঞ্জাবের বিরুদ্ধে নিয়ন্ত্রণের সাথেই বল করলেন ঈশান্ত শর্মা, কুলদীপ যাদবরা। এনরিখ নর্খিয়া না থাকায় ঈশান্তই এখন বোলিং বিভাগের অলিখিত নেতা। গতকাল ৩ ওভারে ২৭ রানের বিনিময়ে ২ উইকেট নিলেন তিনি। এছাড়াও উইকেট পেয়েছেন প্রবীন কুমার, মুকেশ কুমার, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরা।
৫) সময়ের চাকা পিছনে ঘোরালেন ওয়ার্নার-
গোটা টুর্নামেন্টে ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। ১১০ বা ১১৫’র বেশী স্ট্রাইক রেটে ব্যাট করতে দেখা যায় নি দিল্লী অধিনায়ককে। কিন্তু আজ কিছু আলাদা করার ইঙ্গিত দিয়েছিলেন ওয়ার্নার। ফিরিয়েছিলেন পুরনো দিনের স্মৃতি। ২০০’র আশেপাশে ঘোরাফেরা করছিলো তাঁর স্ট্রাইক রেট। ওপেনিং পার্টনারশিপে ঝড়ের গতিতে রান আসছিলো দিল্লীর পক্ষে। একটা সময় মনে হচ্ছিলো হয়ত ১৫ বা ১৬ ওভারে ম্যাচ জয়ের পরিকল্পনা রয়েছে দিল্লীর।
৬) হরপ্রীতের ঘূর্ণিতে মাত দিল্লী-
পাওয়ার প্লে’তে গতকাল কোনো উইকেট পায় নি পাঞ্জাব। উলটে রানের পাহাড়ের দিকে এগোচ্ছিলো দিল্লী। শিখর ধাওয়ানের দল সাফল্য পেলো সপ্তম ওভারে। দ্বিতীয় বলেই ফিল সল্টকে ফেরান হরপ্রীত ব্রার। বাঁ-হাতি স্পিনারের বলে ১৭ বলে ২১ রান করে উইকেট খোয়ান সল্ট। প্রথম উইকেট আসতেই কেঁপে গিয়েছিলো দিল্লীর ব্যাটিং। এরপরেও একের পর এক আঘাত তাদের ওপর হানেন ব্রার। ২৭ বলে ৫৪ করে তাঁর শিকার হন ডেভিড ওয়ার্নার। এছাড়াও রাইলি রুশো এবং মনীশ পান্ডেকেও আউট করেন তিনি। ৩০ রানের বিনিময়ে নিলেন ৪ উইকেট।
৭) সফল রাহুল, নাথান-এলিস’ও-
মন্থর পিচে হরপ্রীত ব্রারের সাথে যোগ্য সঙ্গত করলেন রাহুল চাহার। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৬ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিলেন তিনি। মিচেল মার্শ এবং অক্ষর প্যাটেলকে আউট করেন চাহার। স্লোয়ার বল দারুণ ব্যবহার করলেন নাথান-এলিস। নিজের দ্বিতীয় স্পেলে ফিরে এসে আমন হাকিম খান এবং প্রবীন কুমারকে আউট করেন তিনি।
৮) হেরে বিদায় দিল্লীর-
ওয়ার্নার, অক্ষর প্যাটেলরা আউট হতেই স্পষ্ট হয়ে গিয়েছিলো দেওয়ার লিখন। কালকের হারের পর দিল্লীর আইপিএল ভবিষ্যত ডুবে গেলো অন্ধকারে। আর কোনো অবস্থাতেই প্লে-অফের যোগ্যতা অর্জন করা সম্ভব হবে না তাদের পক্ষে। বাকি ২ ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১২। যা শেষ চারে যাওয়ার জন্য যথেষ্ট নয়। প্রথম দল হিসেবে এবারের আইপিএল থেকে ছিটকে গেলো দিল্লী। লীগ তালিকার একদম শেষেই আটকে রইলো তারা।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023