IPL 2023:মন্থর ওয়ার্নারের পাশে ব্যাট হাতে উজ্জ্বল কেবল অক্ষর, মুম্বইয়ের বিরুদ্ধে ১৭২ করলো দিল্লী ক্যাপিটালস !! 1

IPL 2023: অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজ মাঠে নেমেছে দিল্লী ক্যাপিটালস। আইপিএলের ষোড়শ মরসুমে এখনও অবধি ৩টি ম্যাচ খেলেছে দিল্লী। হারতে হয়েছে তিনটিতেই। তিন ম্যাচেই ব্যাটিং সমস্যা কাল হয়ে দাঁড়িয়েছে ক্যাপিটালস শিবিরের কাছে। লক্ষ্ণৌর বিরুদ্ধে রান তাড়া করতে নেমে হারতে হয়েছিলো ৫০ রানে। ঘরের মাঠে গুজরাত তাদের হারিয়েছিলো ৬ উইকেটে। এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও ৫৭ রানে হেরেছে তারা। পক্ষান্তরে আইপিএলের অভিজ্ঞতা এবার বিশেষ সুখকর নয় মুম্বইয়ের কাছেও। প্রথম দুই ম্যাচে হেরেছে তারা। লীগ তালিকার একদম নীচে থাকা দুই দলের লড়াইতে আজ কে প্রথম পয়েন্টের খাতা খুলতে পারে লক্ষ্য থাকবে সেই দিকেই।

টস জিতে আজ প্রথমে বোলিং বেছে নেয় মুম্বই। আজকের ম্যাচেও মাঠে নামতে পারেন নি জোফ্রা আর্চার। বাঁ-হাতের কনুইয়ের চোট ভোগাচ্ছে তাঁকে। বদলি হিসেবে জেসন বেহরেনডফের সাথে রাইলি মেরেডিথকে আজ প্রথম এগারোতে জায়গা দেন রোহিত শর্মারা। প্রথমবার ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর তালিকায় থাকলেও বোলিং-এর সময় অন্তত মাঠে নামার সুযোগ পেলেন না শচীনপুত্র অর্জুন। যে রোগে প্রথম তিন ম্যাচে ভুগতে দেখা গিয়েছিলো দিল্লীকে, আজকেও তা কাটিয়ে উঠতে পারলেন না পৃথ্বী শ’রা। ফের একবার দ্রুত উইকেট খুইয়ে চাপে পড়তে হলো তাদের।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

ধারাবাহিক ব্যর্থতা চলছে পৃথ্বী শ-এর। আজ রানের মুখ দেখেন নি রোভম্যান পাওয়েল, যশ ধূল, ললিত যাদবরা। বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে দিল্লীর মিডল অর্ডারকে প্রায় একাই সাফ করে ফেলেছিলেন পীয়ূষ চাওলা। ম্যাচে ৩ উইকেট নিলেন তিনি। মরসুমের তৃতীয় অর্ধশতক করলেও ব্যাট হাতে সাবলীল লাগে নি ওয়ার্নারকে। আরও একবার ব্যাটিং ব্যর্থতা দিল্লীকে সমস্যায় ফেলবে বলে যখন মনে হচ্ছিলো তখনই জ্বলে উঠলেন অক্ষর প্যাটেল। দিল্লী’র দর্শকদের ধুন্ধুমার ব্যাটিং উপহার দিয়ে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দিলেন তিনি।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

মন্থর অর্ধশতক ওয়ার্নারের, অক্ষরের ব্যাটে লড়লো দিল্লী-

Axar Patel | IPL 2023 | image: twitter
Axar Patel’s fiery knock of 54 off 25 deliveries propelled Delhi towards a decent total

 

ডেভিড ওয়ার্নার মানেই ধুন্ধুমার ইনিংস। ১৪০ বা ১৫০-এর স্ট্রাইক রেটে বিপক্ষকে ধুলিসাৎ করে দেওয়া। আইপিএলের আঙিনায় এমনটাই দেখে অভ্যস্ত ক্রিকেটজনতা। ২০০৯ থেকে ২০১৩ অবধি তিনি যখন দিল্লী শিবিরে ছিলেন, বা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও যখন আইপিএলে তিনবার সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি জিতেছেন তখনও তাঁর ঝোড়ো ব্যাটিং মাতিয়েছে দর্শকদের, কিন্তু এবার বাইশ গজে দেখা যাচ্ছে অচেনা ওয়ার্নারকে। বড় শট প্রায় উধাও খেলা থেকে, মন্থর ইনিংস খেলছেন অজি ওপেনার। দিল্লী অধিনায়কের মানসিকতা নিয়ে আগের দিন প্রশ্ন তুলেছিলেন সুনীল গাওস্কর। আজকেও গিয়ার বদলাতে দেখা গেলো না তাঁকে।

বিপরীত প্রান্তে যখন একের পর এক উইকেট পড়ছে তখন ধীরে চলো নীতি নিয়ে ব্যাটিং করে গেলেন ওয়ার্নার। কেরিয়ারের ৫৮তম আইপিএল অর্ধশতক ছুঁতে তাঁর লাগলো ৪৩ বল। শেষ অবধি ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেললেন তিনি। দিল্লী টপ অর্ডার আজ ফের একবার আয়ারাম আর গয়ারামের ভূমিকায়। মরসুম শুরুর আগে পৃথ্বী শ’কে নিয়ে আশাবাদী ছিলেন কোচ রিকি পন্টিং। আজ টানা চতুর্থবার ব্যর্থ হলেন তিনি। ১৫ রান করে হৃত্বিক শোকিনের শিকার হয়ে ফিরলেন সাজঘরে। মনীশ পান্ডে এবং রোভম্যান পাওয়েলকে স্পিনের জাদুতে মাত করে ফেরত পাঠালেন পীয়ূষ চাওলা। ‘বুড়ো ঘোড়া’ চাওলার ওপর বাজি ধরা যে রোহিতদের ভুল হয় নি তা প্রমাণ করে দিলেন তিনি।

আজ আইপিএলে অভিষেক হলো তরুণ প্রতিভা যশ ধূলের। অনূর্দ্ধ-১৯ বিশ্বজয়ী যশের অভিষেকটা সুখকর হলো না। মাত্র ২ রান করে পীয়ূষ চাওলার তৃতীয় শিকার হলেন তিনি। ডুবতে বসা দিল্লী ইনিংসকে টেনে তোলার কাজটা করলেন অক্ষর প্যাটেল। এর আগেও লোয়ার অর্ডারে নেমে রানের গতি দ্রুত করার মরিয়া চেষ্টা দেখা গিয়েছিলো তাঁর মধ্যে। আজকেও তেমনটাই করলেন ভারতীয় ক্রিকেটের ‘বাপু।’ হৃত্বিক শোকিন, জেসন বেহরেনডফদের ৫ বার গ্যালারিতে আছড়ে ফেললেন তিনি। মারলেন ৪টি চার। তবে তিনি আউট হতেই ফের একবার হারাকিরি দেখা গেলো দিল্লী ব্যাটিং-এ। বেহরেনডফের ওভারে পড়লো চার উইকেট। দুই বল বাকি থাকতেই গুটিয়ে গেলো তারা। ওয়ার্নারের মন্থর অর্ধশতকের পাশে অক্ষরের জেটগতির ৫৪(২৫) রানের ইনিংস দিল্লীকে ২০ ওভারে পৌঁছে দিলো ১৭২ রানে।

স্পিনের জালেই লুকিয়ে জয়ের চাবিকাঠি-

Piyush Chawla | IPL 2023 | image: twitter
Veteran leg-spinner Piyush Chawla picked up three wickets against DC

দিল্লীর পিচে আজ ভালো টার্ন আদায় করে নিতে দেখা গেছে পীয়ূষ চাওলাকে। অভিজ্ঞ লেগস্পিনার ৪ ওভার হাত ঘুরিয়ে ২২ রানের বিনিময়ে নিয়েছেন ৩ উইকেট। উইকেট পেয়েছেন হৃত্বিক শোকিনও। অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ বরাবরই স্পিন-সহায়ক, আজও ঘূর্ণি বোলিং’ই কার্যকরী হতে দেখা গেলো কোটলার বাইশ গজে। রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের থামাতে তাই স্পিন অস্ত্রেই ভরসা রাখতে হবে দিল্লীকে। কুলদীপ যাদবের দিকে তাকিয়ে থাকতে হবে ওয়ার্নারদের। ব্যাটের পর বল হাতেও সাফল্যের অপেক্ষায় থাকবেন অক্ষর প্যাটেল।

গত দুই ম্যাচে মুম্বইয়ের হারের অন্যতম কারণ ছিলো টপ-অর্ডারের ব্যর্থতা। রোহিত শর্মাকে এখনও হিটম্যান অবতারে দেখে নি আইপিএল জনতা। রানের মধ্যে দেখা যায় নি ঈশান কিষণ বা ‘মিস্টার ৩৬০’ সূর্যকুমার যাদবকেও। আজ এনরিখ নর্খিয়াদের গতি এবং কুলদীপ-অক্ষরদের ঘূর্ণির সামনে দুই পয়েন্ট হাসিল করে মাঠ ছাড়তে হলে জড়তা ঝেড়ে ফেলে রানের মধ্যে ফিরতেই হবে মুম্বই মহাতারকাদের।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *