IPL 2023: দিনকয়েক আগেই প্লে-অফের টিকিট নিশ্চিত করার সুযোগ ছিলো চেন্নাই সুপার কিংসের কাছে। ঘরের মাঠে হারাতে হত কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু চিপকে সেদিন হয় নি স্বপ্নপূরণ। আজ দিল্লীর বিরুদ্ধে ছিলো দ্বিতীয় সুযোগ। জিতলে প্লে-অফে প্রবেশের ছাড়পত্র আর হারলে পড়তে হত অঙ্কের জটিল সমীকরণের সামনে। শেষমেশ জটিলতা এড়িয়েই শেষ চারের পথে মহেন্দ্র সিং ধোনিরা। দিল্লীর ঘরের মাঠে দিল্লীকেই বিশাল ব্যবধানে আজ হারালো চেন্নাই সুপার কিংস। ব্যাটিং হোক বা বোলিং, হোম টিমকে মাথা তুলেই দাঁড়াতে দেখা যায় নি আজ । আগাগোড়া দাপট বজায় রেখেই মোক্ষলাভ ধোনিদের।
টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো চেন্নাই। অরুণ জেটলি স্টেডিয়ামের পিচে দুর্দান্ত ওপেনিং জুটি গড়তে দেখা গেলো ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াড়কে। দলের ১৪১ রানের মাথায় আউট হলেন ঋতুরাজ। করলেন ৭৯। কনওয়ের ব্যাট থেকেও এলো ৮৭। নির্ধারিত ২০ ওভারে চেন্নাই তুললো ২২৩ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের জন্য পার্টনারশিপের প্রয়োজন ছিলো দিল্লীর। কিন্তু তেমন কিছু দেখা গেলো না শনিবারের বিকেলে। পৃথ্বী শ, ফিল সল্ট, রাইলি রুশো- আজ ব্যর্থ সকলেই। একা কুম্ভ হয়ে লড়লেন ডেভিড ওয়ার্নার। কিন্তু দিল্লী অধিনায়কের ৮৬ রান যথেষ্ট হলো না আজ। ১৪৬ এর বেশী এগোলো না দিল্লীর ইনিংস। হেরে মরসুম শুরু করেছিলো তারা। শেষটাও করলো হার দিয়েই। আর জিতে পঞ্চম খেতাবের দিকে এক পা এগোলো সুপার কিংস’রা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
১) পাওয়ার প্লে’তে অদম্য চেন্নাই-
গত কয়েকটি ম্যাচে ঝড়ের গতিতে শুরুটা করলেও পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই উইকেট হারাচ্ছিলো চেন্নাই সুপার কিংস। ৩০ বা ৩৫ রান করে আউট হচ্ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। আজ দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে ‘মাস্ট উইন’ ম্যাচে সেই রোগ অনেকটা সারিয়ে উঠলো চেন্নাই। দুই ওপেনারকেই জমাট লাগলো প্রথম ছয় ওভারে। শুরু থেকেই ফিফথ গিয়ারে ব্যাটিং করলেন ঋতুরাজ ও কনওয়ে। দিল্লীকে বিন্দুমাত্র সুযোগ না দিয়ে পাওয়ার প্লে’তে তুলে নিলেন ৫২ রান।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
২) বড় রান ঋতুরাজের-
গুজরাতের বিরুদ্ধে লীগের প্রথম ম্যাচে ঋতুরাজের ব্যাট থেকে এসেছিলো ৯২ রান। আজ ৫০ বলে ৭৯ রান করলেন তিনি। মরসুমের তৃতীয় অর্ধশতক এলো তাঁর ব্যাট থেকে। ৫০ বলে ৭৯ রান করলেন তিনি। নিজের ইনিংসকে চারটি চার এবং সাতটি ছক্কায় সাজালেন ঋতুরাজ। স্ট্রাইক রেট ১৫৮। ২০২১ সালে কমলা টুপির মালিক হয়েছিলেন ৬৩৫ রান করে। ২০২২ সালে আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেন নি তিনি। ২০২৩-এ এসে ফের একবার ৫০০ রানের গণ্ডী পেরোলেন তিনি। বর্তমানে ঋতুরাজের রান সংখ্যা ৫০৪।
৩) কমলা টুপির দৌড়ে সামিল কনওয়ে-
ঋতুরাজের পাশাপাশি বড় রানের মুখ দেখলেন তাঁর ওপেনিং পার্টনার ডেভন কনওয়েও। তাঁকে ইতিমধ্যেই চেন্নাই ব্যাটিং-এর নয়া মাইকেল হাসি বলা হচ্ছে। আজ ৫২ বলে কনওয়ের ব্যাট থেকে এলো ৮৭ রান। ১১টি চার এবং ৩টি ছক্কা মারতে দেখা গেলো কনওয়েকে। স্ট্রাইক রেট ১৬৭.৩১। এই নিয়ে চলতি মরসুমে ষষ্ঠ অর্ধশতক করলেন নিউজিল্যান্ডের তারকা। দীর্ঘসময় কমলা টুপির দৌড়ে তিনি তাড়া করে এসেছেন শীর্ষে থাকা ফাফ দু প্লেসিকে। বড় ইনিংস খেলে কনওয়েকে পিছনে ফেলে দিয়েছিলেন শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল। আজ শুভমানকে টপকে তালিকায় তিন নম্বরে জায়গা করে নিলেন তিনি। ১৪ ম্যাচে তাঁর রান সংখ্যা ৫৮৫।
৪) ব্যাটিং অর্ডারে নিজেকে তুললেন ধোনি-
এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ মরসুম? এই প্রশ্নই এখন ঘুরছে দেশের ক্রিকেটজনতার মুখে মুখে। আজ দিল্লীর গ্যালারিও ভরে গিয়েছিলো চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে। সকলের মুখেই একটা আর্তি। বাইশগজে ব্যাট হাতে যেন দেখা যায় ধোনি ধামাকা। সমর্থকদের তাঁর ব্যাটিং দেখার সুযোগ করে দিতেই যেন নিজেকে ব্যাটিং অর্ডারে অনেকখানি তুলে আনলেন ধোনি। চেন্নাই অধিনায়ক এই বছর সাধারণত ৭ বা ৮ নম্বরে ব্যাটিং করছেন। তবে আজ তাঁকে দেখা গেলো চার নম্বরে নামতে। লম্বা ইনিংস অবশ্য খেলতে পারলেন না তিনি। ৪ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।,
৫) দুবে-জাদেজার ক্যামিও কাজে এলো চেন্নাইয়ের-
তিন নম্বরে আজ রাহানে বা রায়ডু নয়, বরং শিবম দুবেকে পাঠিয়েছিলো চেন্নাই। সুপার কিংস জার্সিতে এই মরসুমে নিজেকে ফিরে পেয়েছেন শিবম। আজও ব্যাট হাতে ঝড় তুলতে দেখা গেলো তাঁকে। ৯ বলে ৩ ছক্কার সাহায্যে ২২ রান করলেন তিনি। পাঁচ নম্বরে নেমে ঝড় তুললেন রবীন্দ্র জাদেজাও। মাত্র ৭ বলে খেলে ২০ রান করে অপরাজিত থাকেন তিনি। ৩টি চার এবং ১টি ছক্কা মারেন চেন্নাই অলরাউন্ডার। নির্ধারিত ২০ ওভারে ২২৩ রানে পৌঁছায় সুপার কিংস।
৬) ফের ব্যর্থতা সঙ্গী পৃথ্বী শ’র-
ছয় ম্যাচ ডাগ-আউটে কাটানোর পর আগের দিন পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে ফেরানো হয়েছিলো পৃথ্বী শ’কে। ধর্মশালায় ৩৮ বলে ৫৪ রান করলেও আজ ফের ব্যর্থ তিনি। দিল্লীর মাঠে পৃথ্বীর ইনিংস থামলো ৫ রানে। ৭ বলের বেশী খেলতে পারেন নি তিনি। তুষার দেশপাণ্ডের শিকার হয়ে সাজঘরে ফিরতে হলো তরুণ ওপেনারকে। পৃথ্বী খেলায় ওপেনিং থেকে তিন নম্বরে নেমে যেতে হয়েছিলো ফিল সল্টকে। অনভ্যস্ত জায়গায় সফল হলেন না তিনিও। ৩ বলে ৬ রানের বেশী আজ এগোলো না সল্টের ইনিংস।
৭) দীপক চাহারের স্যুইং-এ বেসামাল দিল্লী-
পৃথ্বীকে ফিরিয়ে প্রথম ঝটকাটা দিয়েছিলেন তুষার দেশপান্ডে। দিল্লীর জয়ের সম্ভাবনা এরপর মাটিতে মিশিয়ে দিতে দেখা গেলো দীপক চাহারকে। কলকাতার বিরুদ্ধেও ভালো বল করেছিলেন দীপক। আজও স্যুইং-এর জাদুতে বেসামাল করলেন দিল্লী ব্যাটিং’কে। ফিল সল্ট ও রাইলি রুশোকে আউট করেন পরপর দুই বলে। এরপর অক্ষর প্যাটেলের উইকেটও যায় তাঁরই ঝুলিতে। ৪ ওভার হাত ঘুরিয়ে ২২ রানের বিনিময়ে ৩ উইকেট নিলেন চাহার।
৮) ভিন্টেজ ওয়ার্নারের প্রত্যাবর্তন-
ক্যাপিটালস শিবিরে ব্যাটিং নিয়ে যখন ঘণাচ্ছে অন্ধকার তখন ধ্রুবতারার মত জেগে রইলেন কেবল ডেভিড ওয়ার্নার। অজি ক্রিকেটার মাঝের কয়েকটি ম্যাচে রান পাচ্ছিলেন না। গত ম্যাচ থেকে ফের রানের বৃত্তে ফিরেছেন তিনি। আজ শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন তিনি। ৬৫তম বার পঞ্চাশ বা তার বেশী স্কোর করলেন তিনি। একমাত্র ক্রিকেটার হিসেবে ৭ আইপিএল মরসুমে ৫০০ বা তার বেশী রান করার রেকর্ডও গড়লেন ওয়ার্নার। এই বছর শুরুর দিকে তাঁর স্ট্রাইক রেট নিয়ে বিস্তর কথা উঠেছিলো। অর্ধশতক করলেও ১১০ বা ১১৫’র বেশী এগোচ্ছিলো না স্ট্রাইক রেট। আজ সেই অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে ১৪৮.২৮ স্ট্রাইক রেটে ঝড় তুললেন তিনি, করলেন ৫৮ বলে ৮৬ রান।
৯) জয়ে ভূমিকা রাখলো পথিরানা-তীক্ষণা জুটি-
অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ের দাপুটে জয়ের পিছনে বড় ভূমিকা রাখলেন তাদের দুই শ্রীলঙ্কান ক্রিকেটার মহেশ তীক্ষণা এবং মাথিশা পথিরানা। তীক্ষণা ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ২ উইকেট পেয়েছেন। এবং ‘বেবি মালিঙ্গা’ বলে পরিচিত তীক্ষণা ৪ ওভারে ২২ রানের বিনিময়ে পেয়েছেন ২ উইকেট। ২০ ওভারে ১৪৬ রানের বেশী এগোতে পারে নি দিল্লী। অরুণ জেটলি স্টেডিয়ামে ৭৭ রানে জিতে ১৪ ম্যাচে ১৭ পয়েন্টে পৌঁছালো চেন্নাই। বড় জয়ের ফলে নেট রান রেটেও এলো বিস্তর পরিবর্তন। গুজরাত টাইটান্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের আঙিনায় পা দিলো ধোনিবাহিনী।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023