IPL 2023: দিল্লীর বিরুদ্ধে জ্বলে উঠলেন ঋতুরাজ-কনওয়ে, ওপেনারদের দাপটে ২২৩ রান স্কোরবোর্ডে যোগ করলো চেন্নাই !! 1

IPL 2023: লীগ তালিকায় চেন্নাই সুপার কিংসের অবস্থান এখন দ্বিতীয়। ১৩ ম্যাচে পয়েন্ট সংখ্যা ১৫। কিন্তু এখনও শেষ চারে নিশ্চিত নয় তারা। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করার সোনার সুযোগ হারিয়েছেন মহেন্দ্র সিং ধোনিরা। দিল্লীর বিরুদ্ধে আর সেই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না তাঁরা। আজ জিতলে গুজরাতের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেবে চেন্নাই। হারলে তাকিয়ে থাকতে হবে বাকি তিন ম্যাচের ফলাফলের দিকে। আজ সেই অনিশ্চয়তার সরণি এড়িয়ে জয়ের পথে পা বাড়ানোর লক্ষ্য নিয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে পা দিয়েছেন সুপার কিংস’রা। হলুদ জার্সির যোদ্ধাদের শরীরী ভাষাই বলে দিচ্ছে নিজেদের ভাগ্য অন্য দলের হাতে তুলে দিতে রাজী নন তারা। ২০ এবং ২০-মোট ৪০ ওভারের যুদ্ধে জয় দিয়েই লীগ পর্ব শেষ করতে চান তাঁরা। যাবতীয় উৎকন্ঠার অবসান ঘটিয়ে নামের পাশে যোগ করতে চান ইংরেজীর Q অক্ষরটি।

শনিবারের দুপুরে খেলা। শিশির পড়ার কোনো সম্ভাবনা নেই। তাই টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই মরসুমে সুপার কিংসের শিবিরের দুই ওপেনার বহু ম্যাচে দলকে দুর্দান্তভাবে শুরুতে এগিয়ে নিয়ে গিয়েছেন।.কখনও ঋতুরাজ আবার কখনও ডেভন কনওয়ে বড় রান পেয়েছেন। কিন্তু আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রান করার দায়িত্ব কাঁধে তুলে নিলেন দুজনেই। লীগের প্রথম ম্যাচে ৯২ রান করেছিলেন ঋতুরাজ। এরপর বেশ কিছু ঝোড়ো ইনিংস খেললেও ৩০ বা ৪০-এর কোঠার ওপরে উঠতে পারছিলেন না অধিকাংশ সময়। আজ কিন্তু ইনিংসকে দীর্ঘায়িত করলেন তিনি। কনওয়ের ব্যাট থেকেও এলো অর্ধশতরান। শেষ কিছু ম্যাচে তাঁর রান তোলার গতি কমে এসেছিলো। আজ দিল্লীর বিরুদ্ধে ‘আঁধি’ দেখা গেলো নিউজিল্যান্ডের তারকার ব্যাট থেকে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

কনওয়ে-ঋতুরাজ ঝড়ে দিশাহারা হয়ে পড়েছিলো দিল্লী বোলিং। আজু ঈশান্ত শর্মা ছিলেন না। বদলে খেলেন চেতন সাকারিয়া। তিনিই প্রথম উইকেট এনে দেন দিল্লীকে। উইকেট পেতে ১৫তম ওভার অবধি অপেক্ষা করতে হলো দিল্লী ক্যাপিটালসকে। ঋতুরাজ ফেরার পর ঝোড়ো ইনিংস খেলতে দেখা গেলো শিবম দুবেকে। কনওয়ে ফেরার পর জাদেজার ব্যাটেও দেখা গেলো রানের রোশনাই। নির্ধারিত ২০ ওভারে ২২৩ রান তুলে নিলো চেন্নাই।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

সুপারহিট ঋতুরাজ, ছন্দে কনওয়ে-

DC vs CSK | IPL 2023 | image: twitter
Ruturaj Gaikwad and Devon Conway forged a big partnership to guide CSK to a big total

চলতি মরসুমের সেরা ওপেনিং জুটিদের তালিকা বানাতে বসলে নিঃসন্দেহে প্রথমে নাম আসবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র বিরাট কোহলি এবং ফাফ দু প্লেসির। প্রায় ৭১ গড়ে এই বছর খেলছেন দুজনে। কোহলি ও দু প্লেসি মিলে ৮০০ রানের বেশী তুলেছেন জুটিতে। বেঙ্গালুরুর দুই মহাতারকার পর দ্বিতীয় জুটি হিসেবে যে ঋতুরাজ এবং কনওয়েই থাকবেন, সেই বিষয়ে কোনো দ্বিধা নেই। গোটা মরসুম জুড়েই দলকে ঝোড়ো সূচনা দেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন দু’জনে। বেশ কিছু ম্যাচে প্রথম আঘাত করার কাজটা করছিলেন ঋতুরাজ। ১৭০-১৮০ স্ট্রাইক রেটে ৩০ বা ৩৫ রান করে তিনি ফিরছিলেন সাজঘরে। তারপর থেকে খেলা ধরছিলেন কনওয়ে। কিন্তু আজ ‘মাস্ট উইন’ ম্যাচে দুজনেই ব্যাটিং শুরু করলেন ফিফথ গিয়ারে।

গুজরাতের বিরুদ্ধে লীগের প্রথম ম্যাচে ঋতুরাজের ব্যাট থেকে এসেছিলো ৯২ রান। আজ ৫০ বলে ৭৯ রান করলেন তিনি। মরসুমের তৃতীয় অর্ধশতক এলো তাঁর ব্যাট থেকে। নিজের ইনিংসকে চারটি চার এবং সাতটি ছক্কায় সাজালেন তিনি। ২০২১ সালে কমলা টুপির মালিক হয়েছিলেন ৬৩৫ রান করে। ২০২২ সালে আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেন নি তিনি। ২০২৩-এ এসে ফের একবার ৫০০ রানের গণ্ডী পেরোলেন তিনি। বর্তমানে ঋতুরাজের রান সংখ্যা ৫০৪। তাঁর ওপেনিং পার্টনার ডেভন কনওয়েও পিছিয়ে রইলেন না আজ। দীর্ঘসময় কমলা টুপির দৌড়ে তিনি তাড়া করে এসেছেন শীর্ষে থাকা ফাফ দু প্লেসিকে। বড় ইনিংস খেলে কনওয়েকে পিছনে ফেলে দিয়েছিলেন শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল। আজ নিজের ষষ্ঠ অর্ধশতক করে কনওয়ে বোঝালেন লড়াইকে শেষ অবধি টেনে নিয়ে যেতে প্রস্তুত তিনি। ঋতুরাজ আউট হওয়ার পর আরও মারমুখী হয়ে উঠলেন কিউই তারকা।

৫২ বলে ৮৭ রান করে আউট হন কনওয়ে। মারেন ১১টি চার এবং ৩টি ছক্কা। তিন নম্বরে রায়ডু বা রাহানে নয়, বিগ হিটার শিবম দুবেকে নামায় চেন্নাই। এই মরসুমে নিজেকে ব্যাট হাতে নতুন করে ফিরে পেয়েছেন তিনি। দুবেকে আজও দেখা গেলো ঝড়ের গতিতে রান তুলতে। ৩ ছক্কার সাহায্যে ৯ বলে ২২ রান করে আউট হলেন তিনি। গোটা স্টেডিয়াম উদগ্রীব ছিলো মহেন্দ্র সিং ধোনিকে ব্যাট হাতে দেখার জন্য। শেষ অবধি চার নম্বরে আজ ব্যাট করতে নামলেও চেন্নাই অধিনায়কও।

এগিয়ে চেন্নাই, অঘটনের আশায় দিল্লী-

DC vs CSK | IPL 2023 | image: Twitter
MS Dhoni promoted himself in the batting order against DC on Saturday

চার নম্বরে নামা ধোনির ব্যাট আজ শান্তই রইলো। মাত্র ৪ বল খেলতে পারলেন তিনি। অপরাজিত থাকলেন ৫ রান করে। কিন্তু ডেথ ওভারে চার-ছক্কার ফুলঝুড়ি দেখা গেলো রবীন্দ্র জাদেজার ব্যাটে। নর্খিয়া, সাকারিয়াদের নিয়ে ছেলেখেলা করতে দেখা গেলো তাঁকে। শেষ ওভারে চেতন সাকারিয়ার বলে যেভাবে স্যুইপ মেরে বলকে বাউন্ডারির বাইরে পাঠালেন তা দেখে তারিফ করতে শোনা গেলো স্বয়ং সুনীল গাওস্করকেও। করলেন ৭ বলে ২০*। চেন্নাইয়ের ব্যাটিং তাণ্ডবে ক্যাপিটালস শিবিরের বোলারদের পরিসংখ্যানের হালত আজ বেশ করুণ। ৪ ওভারে ৪৫ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন খলিল আহমেদ। এনরিখ নর্খিয়া ১ উইকেট পেলেও খরচ করেছেন ৪৩ রান। ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ১ উইকেট পান চেতন সাকারিয়া।

২০ ওভারে ২২৩ রান তোলার পর নিঃসন্দেহে বলা যায় অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ইনিংসের শেষে এগিয়ে চেন্নাই সুপার কিংসই। প্রথম ইনিংসের শেষের দিকে দেখা গিয়েছে উইকেট বেশ মন্থর হয়ে পড়ছে। পিচে বল পড়ে সময় লাগছে ব্যাটে আসতে। এই উইকেটে শুরুতে নতুন বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন দীপক চাহার। এর আগের ম্যাচে কলকাতার বিরুদ্ধেও শুরুতে ৩ উইকেট তুলে নিয়েছিলেন চাহার। আজ পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নারদের দ্রুত ফিরিয়ে দিতে পারলে জয় প্রায় হাতের মুঠোর চলে আসবে চেন্নাইয়ের। প্লে-অফের পাসওয়ার্ড খুঁজে নিতে সেই লক্ষ্য রেখেই দ্বিতীয় ইনিংসে মাঠে নামবেন সুপার কিংসরা।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *