IPL 2023: একটা দল ছিলো লীগ তালিকার শীর্ষে, অন্য দলের অবস্থান ছিলো একদম নীচে। গুজরাত টাইটান্স বনাম দিল্লী ক্যাপিটালস ম্যাচে ১২ পয়েন্টে থাকা গুজরাতকেই এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। দশম স্থানে থাকা দিল্লীর হয়ে বাজি ধরেন নি বেশী কেউ। কিন্তু ডেভিড বনাম গোলিয়াথের লড়াইতে আজ শেষ হাসি দিল্লীরই। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লীকে ৬ উইকেটে হারিয়েছিলো গুজরাত। আজ তাদের ঘরের মাঠে ৫ রানে রোমহর্ষক জয় ছিনিয়ে নিয়ে মধুর প্রতিশোধ নিলেন ডেভিড ওয়ার্নাররা। ব্যাট হাতে বিশেষ সুবিধা করে উঠতে না পারলেও বোলিং মাহাত্ম্যে দুই পয়েন্ট ঘরে তুলে নিলো দিল্লী। আজকের জয়ের ফলে ছয় পয়েন্টে পৌঁছালো তারা। প্লে-অফে যাওয়ার ক্ষীণ আশা বেঁচে রইলো তাদের।
টসের মুদ্রা আজ পড়েছিলো দিল্লী ক্যাপিটালসের পক্ষেই। প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন অধিনায়ক ওয়ার্নার। মহম্মদ শামির সামনে এভাবে যে নাজেহাল হতে হবে তা সম্ভবত কল্পনা করেন নি তিনি। কল্পনা করেন নি মাঠে উপস্থিত জনতাও। চার ওভারের স্পেলে একাই দিল্লীকে ধরাশায়ী করে দেন বাংলার পেসার। তাঁর আগুনে বোলিং-এ একসময় মনে হচ্ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সর্বনিম্ন স্কোরের রেকর্ডও ভেঙে যেতে পারে আজ। শেষমেশ তা যে হয় নি তার কৃতিত্ব প্রাপ্য আমন হাকিম খান এবং অবশ্যই অক্ষর প্যাটেলের। গোটা মরসুমে ব্যাট হাতে দিল্লীর মুখরক্ষা করে চলেছেন অক্ষর। আজকেও অন্যথা হলো না। আমন ও অক্ষরের ব্যাটেই মান বাঁচলো ওয়ার্নারদের। অক্ষরের ২৭, আমনের অর্ধশতক এবং আটে নামা রিপল প্যাটেলের ২৩ রানের সুবাদে লড়াইয়ের জায়গায় যেতে পেরেছিলো দিল্লী।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
গুজরাত ইনিংসের শুরুতেই আঘাত হানেন খলিল আহমেদ। ফেরান ঋদ্ধিমান সাহাকে। এনরিখ নর্খিয়া ফিরিয়ে দেন ফর্মে থাকা শুভমান গিলকেও। বিজয় শঙ্কর, ডেভিড মিলারদের মিডল অর্ডারকেও অল্প রানের মধ্যেই সাজঘরের রাস্তা দেখান কুলদীপ যাদব, ঈশান্ত শর্মারা। অভিনব মনোহরকে সাথে নিয়ে টাইটান্স ইনিংসের হাল ধরেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। চমৎকার অর্ধশতক করলেও তিনি। কিন্তু কঠিন পরিস্থিতিতে দলকে জয়ের রাস্তা দেখাতে পারলেন না। অভিনব মনোহর ৩৩ বলে ২৬ রান করে আউট হওয়ার পরে ম্যাচের রাশ প্রায় গুজরাতের হাতে তুলে দিয়েছিলেন রাহুল তেওয়াটিয়া। নর্খিয়ার ১৯তম ওভারে তিনটি ছক্কা মারেন তিনি। শেষ ওভারে বাকি ছিলো ১২ রান। অভিজ্ঞতার ঝুলি উজাড় করে দিল্লীকেই ম্যাচ উপহার দিলেন ঈশান্ত শর্মা। হারের মুখ থেকে জয় ছিনিয়ে এনে তৃপ্ত ডেভিড ওয়ার্নার।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
“বোলাররা দুর্দান্ত…” ঈশান্ত, কুলদীপদের প্রশংসায় ওয়ার্নার-

হাতে পুঁজি মাত্র ১৩০ রান। বিপক্ষে শুভমান গিল, ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়াদের মত ব্যাটার, এহেন পরিস্থিতিতে বোলিং টিম-এর ওপর ভরসা রাখার আগে দ্বিধায় পড়বেন অনেকেই। কিন্তু আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিন্দুমাত্র দ্বিধা দেখা গেলো না দিল্লী বোলারদের মধ্যে। ঈশান্ত শর্মা, খলিল আহমেদ, কুলদীপ যাদবরা কম রান স্কোরবোর্ডে থাকা সত্ত্বেও গত বছরের চ্যাম্পিয়নদের বেঁধে রাখলো বাইশ গজে। উনিশতম ওভারে এনরিখ নর্খিয়া খানিক বেহিসেবী হলেও ঈশান্তের শেষ ওভার জয়তিলক পরিয়ে দিলো দিল্লীর কপালে। ম্যাচ জিতে বোলিং’কে জয়ের কৃতিত্ব দিচ্ছেন অধিনায়ক ওয়ার্নার। বলেন, “আমাদের বোলাররা আজ অনবদ্য ছিলো।”
গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতার ব্যাখ্যা দিতে গিয়ে ওয়ার্নার জানিয়েছেন, “আমাদের ব্যাটাররা সমস্যায় পড়েছিলো আজ। তবে শামি যেভাবে বোলিং করেছে তা কৃতিত্বের দাবী রাখে। আমাদের সম্মানজনক স্কোরে পৌঁছে দিতে আমন (হাকিম খান) ও রিপল (প্যাটেল)-এর অবদান অনেকখানি।” দলের ব্যাটিং পারফর্ম্যান্স নিয়ে তিনি যে খুশি নন, তা প্রকাশ করেছেন ওয়ার্নার। নিজে রান আউট হয়েছেন আজ। মুখ খোলেন তা নিয়েও। দিল্লী অধিনায়ক বলেন, “আমরা রোজ পরপর উইকেট হারানোর উপায় খুঁজে নিচ্ছি। রান আউট হতে একদমই পছন্দ করি না। আমাদের ব্যাটিং-এ কি সমস্যা হচ্ছে বুঝতেই পারছি না। আজ ইতিবাচক মানসিকতা নিয়ে খেলার চেষ্টায় ছিলাম। কাজে আসে নি পরিকল্পনা।”
বোলিং স্ট্র্যাটেজি ফাঁস করে ওয়ার্নারের মন্তব্য, “স্যুইং কাজে লাগিয়ে শুরুতে উইকেট তুলে নিতে চেয়েছিলাম। চোট সারিয়ে ফিরে খলিল বেশ ভালো খেললো।” ঈশান্ত শর্মার পারফর্ম্যান্স নিয়ে ওয়ার্নারের সরস মন্তব্য, “ঈশান্তের তো ক্রমেই বয়স কমছে।” নাটকীয় ক্লাইম্যাক্স নিয়ে দিল্লী অধিনায়ক বলেন, “তেওয়াটিয়া যখন বড় শট খেলছিলো তখন চিন্তায় পড়ে গিয়েছিলাম। ওর সুনাম রয়েছে (ম্যাচ জেতানোর)। এনরিখ (নর্খিয়া) আমাদের সেরা ডেথ বোলার। আজ ওর পরিকল্পনা খাটে নি। তবে শেষ ওভারে কোন পরিকল্পনামাফিক বল করবে সে বিষয়ে ঈশান্ত একদম নিশ্চিত ছিলো।”
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023