IPL 2023: জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। সাম্প্রতিক ফর্মের নিরিখে দুই দলের অবস্থাই বিশেষ সুবিধাজনক নয়। সানরাইজার্স রয়েছে লীগ টেবিলে সবার নীচে। অন্যদিকে রাজস্থান এখনও অবধি চতুর্থ স্থানে নিজেদের জায়গা ধরে রাখতে পারলেও গত কয়েকটি ম্যাচে বারবার সমস্যায় পড়তে দেখা গিয়েছে তাদের। মরসুমের প্রথম পাঁচ ম্যাচের চারটি জিতেছিলো তারা। এরপরের পাঁচটির মধ্যে জয় এসেছে মাত্র একটিতে। এমনকি হোমগ্রাউন্ড সোয়াই মান সিং স্টেডিয়ামেও একের পর এক ম্যাচে তাদের কপালে জুটেছে পরাজয়। দিনকয়েক আগে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৯ উইকেটে হেরেছে রাজস্থান। আজ সানরাইজার্সের বিরুদ্ধে জিতে নতুন ভোরের প্রত্যাশায় রয়েছে গতবারের রানার্স-আপ’রা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। যশস্বী জয়সওয়াল এবং জস বাটলারের জুটি আজও দ্রুতলয়েই এগিয়ে নিয়ে চললেন রাজস্থানের ইনিংস। মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করা যশস্বী আজ থামলেন ৩৫ রান করে। এরপর অধিনায়ক সঞ্জু স্যামসনকে সাথে নিয়ে রাজস্থান ইনিংসকে টানলেন জস বাটলার। গত কয়েকটি ম্যাচে চেনা ছন্দে দেখা যাচ্ছিলো না বাটলারকে। আজ সানরাইজার্সের বিরুদ্ধে চেনা বাটলারকেই দেখা গেলো জয়পুরের বাইশ গজে। ৫৯ বলে ৯৫ রানের ঝকঝকে ইনিংস খেললেন তিনি। ভুবনেশ্বর কুমারের নিখুঁত ইয়র্কারে যখন আউট হলেন তিনি, তখন শতক হারানোর বেদনা ফুটে উঠলো বাটলারের চোখে-মুখে। উনিশতম ওভারে আউট হয়ে বাটলারের প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
IPL রেকর্ড থেকে খানিক দূরে থামলেন বাটলার-

গত মরসুমে অনবদ্য ব্যাটিং করেছিলেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। ইংল্যান্ডের তারকা এক মরসুমে চারটি শতরান করেছিলেন। ছুঁয়েছিলেন বিরাট কোহলির রেকর্ড। ২০১৬ সালে ‘কিং কোহলি’র ব্যাট থেকে এসেছিলো চার শতরান। সেই বছর মোট ৯৭৩ রান করেন কোহলি। এক মরসুমে সর্বোচ্চ রান করার নিরিখে কোহলির পরেই জায়গা করে নিয়েছিলেন বাটলার। করেন ৮৬৩ রান। জেতেন সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপিও। ষোড়শ মরসুমেও শুরুটা ভালো করেছিলেন তিনি। প্রথম কয়েকটি ম্যাচে ঝোড়ো অর্ধশতক দেখা গিয়েছিলো তাঁর ব্যাটে। কিন্তু প্রতিযোগিতার মাঝে আচমকাই বাটলারের ব্যাটে গ্রহণ লাগে। ক্রিজে নড়াচড়া থেকে শটের ওপর নিয়ন্ত্রণ, সবেতেই ছন্দ হারান বাটলার।
বেশ কয়েকটি ম্যাচে স্ট্রাগল করার পর অবশেষে ফর্মে ফিরলেন রাজস্থান দলের ‘জস দ্য বস।’ শুরুটা আজও বেশ ঢিমেতালে করেছিলেন। এক প্রান্ত থেকে যশস্বী জয়সওয়াল যখন ঝড় তুলেছেন তখন ১০০ বা ১১০ স্ট্রাইক রেট রেখে ব্যাট করছিলেন তিনি। যশস্বী সাজঘরে ফেরার পর অন্য বাটলারকে দেখা গেলো আজ। গিয়ার বদলে একের পর এক বড় শট মারতে থাকেন তিনি। ১০টি চার এবং ৪টি বিশাল ছক্কার সাহায্যে বাটলারের ব্যাট থেকে আজ এলো ৯৫ রান। আইপিএল কেরিয়ারে পাঁচটি শতরান রয়েছে তাঁর। সর্বোচ্চ শতরানকারী ব্যাটারদের তালিকায় বিরাট কোহলির সাথে যুগ্ন দ্বিতীয় হিসেবে রয়েছেন তিনি। সামনে কেবলমাত্র ক্রিস গেইল। ‘ইউনিভার্স বস’-এর ছয় শতরানের রেকর্ড স্পর্শ করার এত কাছে এসেও বিফল হওয়ায় বেশ ব্যথিত মনে হলো বাটলারকে। ভুবনেশ্বরের ইয়র্কারে লেগ বিফোর উইকেট হয়ে শূন্যে তাকিয়ে ঈশ্বরের কাছেই সম্ভবত উত্তর চাইছিলেন তিনি।
দেখে নিন ভিডিও-
So sad 😢🎭😂😂#RRvSRH #JosButtler pic.twitter.com/CsFAyOGSRm
— 👑MUTUAL ™ 2.0 (@MUTUALTWEETZZ2) May 7, 2023
There was just one delivery that could stop a rampaging @josbuttler.@BhuviOfficial delivers a toe crusher to end a sensational knock!
Tune-in to #RRvSRH at #IPLonStar, LIVE now on Star Sports Network #BetterTogether #RivalryWeek pic.twitter.com/ifYgfxmMed
— Star Sports (@StarSportsIndia) May 7, 2023
বড় রান তুললো রাজস্থান-
বাটলারের ৫৯ বলে ৯৫ রান ছাড়াও আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে রান পেলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ওপেনার যশস্বী জয়সওয়াল করেন ১৮ বলে ৩৫ রান। চার নম্বরে ব্যাট করতে নেমে ৫ বলে ৭ করে অপরাজিত থাকেন শিমরণ হেটমায়ার। সানরাইজার্স বোলারদের মধ্যে মার্কো ইয়ানসেন ৪৪ রানের বিনিময়ে ১ উইকেট পান। ৪ ওভারে ৪৪ রান খরচ করে ১ উইকেট পান ভুবনেশ্বর কুমারও। জয়পুরের মাঠে ৪ ওভারে ৫১ রান খরচ করেও উইকেটের ঝুলি শূন্য থেকে গেলো মায়াঙ্ক মারকণ্ডের। ২০ ওভারে রাজস্থান তুললো ২ উইকেটের বিনিময়ে ২১৪ রান।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023