IPL 2023: সোয়াই মান সিং স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। জয়পুরের মাঠে রাজস্থানের ফর্ম চলতি মরসুমে একদমই ভালো নয়। দিনকয়েক আগেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৯ উইকেটে ম্যাচ হারতে হয়েছে তাদের। সেই ব্যর্থতার গ্লানি আজ মুছে ফেলতে মরিয়া রাজস্থান। শেষ পাঁচ ম্যাচে তারা হেরেছ চারটিতে। প্লে-অফের লড়াইতে টিকে থাকতে আজ একটা জয় অত্যন্ত প্রয়োজনীয় সঞ্জু স্যামসনদের কাছে। অন্যদিকে আজকের ম্যাচে রাজস্থানের প্রতিপক্ষ সানরাইজার্সের’ও মরসুমটা বিশেষ ভালো যাচ্ছে না। গতকাল দিল্লী চতুর্থ জয় সঙ্গে করে আট পয়েন্ট ঝুলিতে ভরে নেওয়ায় সবার নীচে নেমে যেতে হয়েছে তাদের। লীগের লড়াইতে ওপরের দিকে ওঠার চ্যালেঞ্জ আজ এইডেন মার্করামদের।
টসে জিতে আজ প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। চমৎকার ফর্মে রয়েছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। আজকেও শুরুটা দারুণ করেছিলেন তিনি। ইঙ্গিত দিচ্ছিলেন বড় রানের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৩৫ রানের মাথাতেই ইনিংসে দাঁড়ি পড়ে তাঁর। গত কয়েকটি ম্যাচে সাবলীল লাগছিলো না জস বাটলারকে। আজ সানরাইজার্সের বিরুদ্ধে ২০২২-এর কমলা টুপি জয়ী তারকা রানের মধ্যে ফিরলেন। চেনা ছন্দে ধরা দিয়ে দুর্দান্ত অর্ধশতরান করলেন তিনি। যোগ্য সঙ্গত করলেন অধিনায়ক সঞ্জুও।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
গুজরাতের বিরুদ্ধে এই জয়পুরেই স্পিনারদের খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলো রাজস্থান রয়্যালস। আজ সানরাইজার্স স্পিনারদের খেলতে অবশ্য বিশেষ বেগ পেতে হলো না বাটলার, সঞ্জু দের। মায়াঙ্ক মারকণ্ডে, বিভ্রান্ত শর্মাদের বোলিং অভিজ্ঞতা বিশেষ সুখের হলো না। স্পিন হোক বা পেস, সানারাইজার্স বোলারদের আজ রেয়াৎ করেন নি রাজস্থান ব্যাটাররা। বাটলার ৯৫ রানে ফিরলেও অপরাজিত অর্ধশতক করেন সঞ্জু স্যামসন। নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালস তোলে ২ উইকেটের বিনিমিয়ে ২১৪ রান।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
ছন্দে ফিরলেন বাটলার, বড় রান রাজস্থানের-

মরসুমের শুরুটা ভালোই করেছিলেন জস বাটলার। বেশ কয়েকটি ঝোড়ো অর্ধশতরান দেখা গিয়েছিলো তাঁর ব্যাট থেকে। এরপর হঠাৎ’ই ফর্ম হারান তিনি। ক্রিজে তাঁর নড়াচড়া দেখে মনে হচ্ছিলো সাবলীল নন তিনি। সহজেই উইকেট ছুঁড়ে দিয়ে আসছিলেন তিনি। আজ সানরাইজার্সের বিরুদ্ধে সেই অফ ফর্ম থেকে মুক্তি পেলেন তিনি। শুরুতে আজকেও বেশ জড়সড় ছিলেন। তবে যত সময় এগিয়েছে জড়তা কাটিয়ে বাইরে এসেছে চেনা জস বাটলার। কাট থেকে পুল, ট্রেডমার্ক সব শটই আজ দেখা গেলো বাটলারের ইনিংসে। ষষ্ঠ শতরানের দোরগোড়ায় এসে ফিরতে হলো তাঁকে। ভুবনেশ্বর কুমারের বলে এলবিডব্লু হলেন তিনি। ৫৯ বলে ১০টি চার এবং ৪ ছক্কার সাহায্যে ৯৫ রানের ইনিংস খেললেন বাটলার।
চলতি মরসুমের রাজস্থানের অন্যতম সেরা ব্যাটার যশস্বী জয়সওয়াল আজকেও শুরুটা করেছিলেন ঝড়ের গতিতে। ইয়ানসেনের বলে ছন্দপতন হলো আচমকাই। ১৮ বলে ৩৫ রান করে সাজঘরের পথ ধরতে হয় যশস্বীকে। দিল্লী ও মুম্বইয়ের বিরুদ্ধে যথাক্রমে ৭৭ এবং ১২৪ করার পর গুজরাতের বিরুদ্ধে ১৭ রানের মাথায় রান-আউট হয়েছিলেন। আজকেও শুরুটা ভালো করার পর ইনিংসকে দীর্ঘায়িত করতে পারলেন না মুম্বইয়ের একুশবর্ষীয় তরুণ। যশস্বী ফিরলেও ইনিংসের হাল আজ শক্ত হাতে ধরেন অধিনায়ক সঞ্জু স্যামসন। বেশ কয়েকটি ম্যাচে রান পাচ্ছিলেন না তিনিও। আজ ভুবনেশ্বর, টি নটরাজনদের বিরুদ্ধে জ্বলে উঠলেন তিনি। ৪টি চার এবং ৫ ছক্কার সাহায্যে স্যামসনের ব্যাট থেকে এলো ৬৬* রান। চার নম্বরে ব্যাট করতে নেমে শিমরণ হেটমায়ার করেন ৫ বলে ৭।
বোলিং ব্যর্থতা তাড়া করলো হায়দ্রাবাদকে-

বল হাতে সানরাইজার্স হায়দ্রাবাদকে আজ বেশ বেকায়দায় পড়তে দেখা গেলো সানরাইজার্সকে। যশস্বী-বাটলার ঝড়ে শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিলেন বোলাররা। গোতা ইনিংস জুড়েই বিশেষ মাথা তুলে দাঁড়াতে দেখা গেলো না তাঁদের। ওয়াশিংটন সুন্দরের অনুপস্থিতিতে স্পিন বিভাগের দায়িত্ব সামলানোর ভার দেওয়া হয়েছিলো মায়াঙ্ক মারকণ্ডের কাঁধে। আজ ৪ ওভার হাত ঘুরিয়ে ৫১ রান খরচ করলেন তিনি। উইকেটের ঝুলি রয়ে গিয়েছে শূন্য। আরেক স্পিনার হিসেবে আজ দেখা গেলো বিভ্রান্ত শর্মাকে। ৯ ইকোনমি রেটে রান খরচ করেলন তিনিও। আগের ম্যাচে এই মাঠেই গুজরাত টাইটান্সের দুই স্পিনার-রশিদ খান এবং নূর আহমেদের সামনে নাজেহাল হয়েছিলো রাজস্থান। আজ সানরাইজার্স স্পিনারদের বিরুদ্ধে রীতিমত চড়াও হতে দেখা গেলো সঞ্জু-বাটলারদের।
পেস বোলিং-এর হালও বিশেষ ভালো নয়। ‘পিঙ্ক সিটি’তে অরেঞ্জ আর্মি পেসাররা গতির ঝড় তূলতে পারলো না আজ। মার্কো ইয়ানসেন যশস্বীকে আউট করতে পারলেও ৪ ওভারে খরচ করেন ৪৪ রান। একই অবস্থা ভুবনেশ্বরেরও। ৪ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট ঢুকলো তাঁর ঝুলিতেও। এছাফড়া বাকিদের খাতায় কোনো সাফল্য লেখা হয় নি আজ। অভিষেক শর্মা ১ ওভার হাত ঘুরিয়ে ১৫ রান খরচ করেন। নটরাজন উইকেট না পেলেও ৪ ওভারে দেন … রান। প্রথম ইনিংস থেকে পরিষ্কার যে জয়পুরের বাইশ গজ আজ ব্যাটিং সহায়ক। ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে হলে আজ সেরা ছন্দে ব্যাট করতে হবে সানরাইজার্স টপ-অর্ডারকে।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023