এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে শ্রীলঙ্কাকে রীতিমত গুঁড়িয়ে দিলো টিম ইন্ডিয়া (Team India)। রবিবার কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়াম ছিলো কানায় কানায় পরিপূর্ণ। নিজেদের দেশের জয় দেখতে মাঠ ভরিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটজনতা। কিন্তু ভারতীয় পেস ব্যাটারির আক্রমণে ছিন্নভিন্ন হলেন দাসুন শানাকা, সাদিরা সমরাবিক্রমারা। আইসিসি’র নিয়ম বলছে একটি ওডিআই ম্যাচ চলতে পারে প্রায় আট ঘন্টার কাছাকাছি, কিন্তু গতকাল বৃষ্টির বিরতি-সহ প্রায় ৩ থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যেই গুটিয়ে গিয়েছে খেলা। শ্রীলঙ্কাকে আত্মসমর্পণে বাধ্য করেছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ (Mohammed Siraj), হার্দিক পান্ডিয়ারা। ১০ উইকেটে ম্যাচ জেতার পাশাপাশি অষ্টম এশিয়া কাপ’ও ঘরে তুলেছেন রোহিত-বিরাটরা।
টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা (Dasun Shanaka)। প্রথম ওভারে কুশল পেরেরাকে ফিরিয়ে আঘাত হানেন জসপ্রীত বুমরাহ। এরপর প্রতিপক্ষকে ভাঙার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তাঁর আগুনে বোলিং-এ মুখ থুবড়ে পড়েন কুশল মেন্ডিস, চরিথ আশালঙ্কারা। গতকালের ম্যাচে চামিণ্ডা ব্যাস এবং লাসিথ মালিঙ্গার পথ অনুসরণ করে একই ওভারে চার উইকেট নেন সিরাজ (Mohammed Siraj)। দিনের শেষে ২১ রানের বিনিময়ে তাঁর সংগ্রহ ৬ উইকেট। ৩ উইকেট নেন হার্দিক পান্ডিয়াও। শ্রীলঙ্কার তোলা ৫০ রানের জবাবে জয় ছিনিয়ে নিতে ভারতকে অপেক্ষা করতে হয় মাত্র ৬.১ ওভার। পাঁচ বছর পর এশিয়া কাপ (Asia Cup) ট্রফি জেতায় খুশির হাওয়া টিম ইন্ডিয়ার (Team India) অন্দরে।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
আইসিসি র্যাঙ্কিং-এ পিছিয়ে রইলো ভারত-

২০১৮ সালে শেষবার এশিয়া কাপ জিতেছিলো ভারত। এরপর বহুদলীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য অপেক্ষা করতে হলো পাঁচ-পাঁচটা বছর। এর মধ্যে ২০১৯ সালের একদিনের বিশ্বকাপে ভারত খালি হাতে ফিরেছে সেমিফাইনাল থেকে। ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার, সেই বছর টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধাই অতিক্রম করতে পারে নি টিম ইন্ডিয়া (Team India)। ২০২২ সালটা’ও বিশেষ ভালো যায় নি ভারতের। এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপ, দুই বড় প্রতিযোগিতাতেই শেষ চার থেকে ছিটকে যেতে হয়েছে। এমনকি ২০২৩ সালেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জুটেছে হারই। দলে রদবদল, কোচ পরিবর্তন, এমনকি অধিনায়ক হিসেবে বিরাট কোহলির (Virat Kohli) জায়গায় রোহিত শর্মাকে (Rohit Sharma) দায়িত্ব দিয়েও দেখেছে বিসিসিআই। কিন্তু এতদিন সাফল্য ধরা দিচ্ছিলো না ‘মেন ইন ব্লু’র হাতে।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
অবশেষে গতকালের এশিয়া কাপ (Asia Cup) ফাইনালে দাপুটে জয় একঝলক টাটকা বাতাস যোগালো টিম ইন্ডিয়াকে (Team India)। যে গুমোট পরিস্থিতি তৈরি হয়েছিলো দলকে ঘিরে, তা খানিক যেন কাটলো গতকাল কলম্বোতে। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) অবধি খেলা শেষে জানিয়ে যান, ‘দলের পারফর্ম্যান্সে আমি গর্বিত।’ ট্রফিজয়ের পর ‘ফিল গুড’ পরিবেশের মাঝেও যেন কাঁটার মত বিঁধছে আইসিসি র্যাঙ্কিং-এ শীর্ষস্থানে পৌঁছতে না পারা। টেস্ট এবং টি-২০তে শীর্ষেই রয়েছে টি-২০, কিন্তু কেবলমাত্র ওডিআই-তেই দুই নম্বরে আটকে রইলো তারা। বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচের পরেই নিশ্চিত হয়ে গিয়েছিলো শীর্ষে ওঠা হচ্ছে না ভারতের। ফাইনালের জয় টিম ইন্ডিয়াকে (Team India) এগিয়ে দিতে পারে নি র্যাঙ্কিং-এ। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়েই থাকতে হলো রোহিতবাহিনীকে।
ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান-

এশিয়া কাপের শুরুটা পাকিস্তান করেছিলো আইসিসি ওডিআই র্যাঙ্কিং-এ পয়লা নম্বর দিল হিসেবে। মাঝে ভারতের বিরুদ্ধে সুপার ফোর পর্বের খেলায় নাস্তানাবুদ হওয়ায় শীর্ষস্থান হারিয়েছিলো তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুটি একদিনের ম্যাচ জিতে র্যাঙ্কিং-এর শৃঙ্গ বিজয় করেছিলো অস্ট্রেলিয়া। কিন্তু পরের দুই ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে লাগাতার হার, পদস্থলন ঘটায় অজিদের। তারা র্যাঙ্কিং-এ খানিক নীচে নেমে যাওয়ায় ফের শীর্ষস্থান দখল করেন বাবর আজম (Babar Azam), ইমাম উল হক’রা। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ (Asia Cup) থেকে পাক দল ছিটকে যাওয়ায় শীর্ষস্থান খোয়ানোর আশঙ্কা তৈরি হয়েছিলো তাদের, কিন্তু ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় বাংলাদেশ। সুপার ফোর পর্বের শেষ ম্যাচে অঘটন ঘটিয়ে শাকিব’রা ভারতকে হারিয়ে দেওয়ায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের পয়লা নম্বর র্যাঙ্কিং।
২৭ ম্যাচ খেলে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান। সমসংখ্যক পয়েন্ট থাকলেও ভারত ম্যাচ খেলেছে ৪১টি। ফলে দ্বিতীয় স্থানে তারা। তৃতীয় স্থানে নেমে গিয়েছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ১১৩। চতুর্থ স্থানে তেম্বা বাভুমা, ক্যুইন্টন ডি ককের দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে ৩-২ ফলে সিরিজ হারানোর পর প্রোটিয়াদের রেটিং পয়েন্ট ১০৬। ২০১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। উপমহাদেশের দলগুলির মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান রয়েছে যথাক্রমে সাত, আট এবং নয় নম্বরে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur