আগামী ২৭ তারিখ থেকেই শুরু হতে চলেছে, ভারত ও শ্রীলঙ্কার (IND vs SL) মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজের লড়াই। আসন্ন লড়াইয়ের জন্য ভারতীয় দলের একটি স্কোয়াড প্রকাশ্যে এসেছে। ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ভারতীয় দল তাদের বিশ্বকাপ ২০২৬’ এর প্রস্তুতির জন্য প্রথমবারের মতন নামতে চলেছে। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যদিও সদ্য লঙ্কান প্রিমিয়ার লীগ সমাপ্ত হয়েছে শ্রীলঙ্কায়। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) ভারতীয় দল তাদের প্রস্তুতি শুরু করে দিতে চাইবে এবং আসন্ন বিশ্বকাপের জন্য দলের সেরা একাদশ বাছাই করে নিতে চাইবেন গুরু গম্ভীর (Gautam Gambhir)
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের (IND vs SL) হয়ে ওপেনিং করতে দেখা যাবে শুভমান গিল (Shubman Gill) ও যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। গত বছর বিশ্ব ক্রিকেটে এই জুটির আগমন ঘটে আর এই দুই তরুণ প্লেয়ার আগামী দিনে ভারতীয় দলের ভবিষ্যৎ ও তারা দুজনেই এই পজিশন ধরে রাখার অন্যতম দাবিদার। মূলত, শুভমান গিলকে দলের সহ অধিনায়ক করার পর থেকে তার জায়গা সিংহভাগ পাকা।
তিন নম্বরে লম্বা সময় ধরে খেলতে থাকা বিরাট কোহলির (Virat Kohli) গুরুত্বপূর্ণ স্থানে ব্যাটিং করতে দেখা যাবে টি-টোয়েন্টি ক্রিকেটের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবকে। এই ফরম্যাটে তিনিই কোহলির জায়গা নেওয়ার অন্যতম যোগ্য দাবিদার। অধিনায়ক হওয়ার পর থেকে তার দায়িত্ব আরও বেড়েই গিয়েছে।
Read More: IND vs SL: ভাগ্য খুলছে অভিষেক শর্মা’র, এই ক্রিকেটারের বদলে জায়গা পাচ্ছেন শ্রীলঙ্কা সফরে !!
মিডিল অর্ডারে জায়গা হলো না রিংকুর
চার নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে, উইকেট রক্ষক সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। গত কয়েক মাসে টি-টোয়েন্টি ক্রিকেটে জমিয়ে রান বানিয়েছেন সঞ্জু, শ্রীকঙ্কানদদের বিরুদ্ধে সঞ্জুর কঠিন পরীক্ষা শুরু এই মিডিল অর্ডারে। গম্ভীর ডানহাতি ও বামহাতি প্লেয়ারের কম্বিনেশনে খেলাতে বেশ পছন্দ করেন, তাই মিডিল অর্ডারে সঞ্জুর পাশাপশি ঋষভ পন্থ (Rishabh Pant) ও শিবম দুবেকে (Shivam Dube) রাখতে চাইবেন। তাছাড়া, দলের ফিনিশারের ভূমিকা পালন করবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel) বর্তমান সময়ে অন্যতম সেরা হয়ে উঠেছেন এই ফরম্যাটে, ব্যাট ও বল হাতে তিনি কামাল দেখাচ্ছেন। আসন্ন সিরিজ থেকে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) জায়গা নিতে প্রস্তুত অক্ষর। তাছাড়া দলের দুই পেসারদের মধ্যে অর্ষদীপ সিং (Arshdeep Singh) ও খলিল আহমেদকে (Khaleel Ahmed) সুযোগ দেওয়া হবে। দলের দ্বিতীয় স্পিনার হিসাবে রবি বিষ্ণুকে (Ravi Bishnoi) দেখা যাবে। আপাতত এই ১১ প্লেয়ারদের নিয়েই ভারতীয় দল তাদের অভিযানের সূচনা করতে পারে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সম্ভাব্যরূপ একাদশ
শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব (C) , সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ (WK), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, অর্ষদীপ সিং, খলিল আহমেদ, রবি বিষ্ণু।