গুজরাত ছাড়ছেন শুভমান গিল, আসন্ন মরশুমে পাঞ্জাব কিংসকে দেবেন নেতৃত্ব !!

Shubman Gill: ২০২৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যথেষ্ট পরিবর্তন দেখা গিয়েছিল, বিশেষ করে গুজরাত ও মুম্বই শিবিরে বড় পরিবর্তন লক্ষ করা গিয়েছিল। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) কারণে দুই দলের মধ্যে তৈরি হয়েছিল সমস্যা। একদিকে, গুজরাত দল তাদের শেষ দুই সিজিনে দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন, তিনি দল ত্যাগ করে মুম্বই দলে যোগদান করেন। আর মুম্বই দলের […]

শুভমান গিল (Shubman Gill)

ভারতীয় দলের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান হলেন শুভমান গিল (Shubman Gill)। বর্তমান সময়ে সাদা বলের ক্রিকেটে সেরাদের পর্যায়ে পৌঁছে গিয়েছেন তিনি। ২০২৩ মৌসুমে সাদা বলের ক্রিকেটে একাধিক রান বানিয়েছিলেন শুভমান। বর্তমানে ওডিআই ক্রিকেটে রেংকিং অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এমন কি গত বছর তিন ফর্মাটেই শত রান হাকিয়ে ছিলেন তিনি। ১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর পাঞ্জাবের ফাজিলকাতে একটি মধ্যবিত্ত শিখ পরিবারে জন্মগ্রহণ করেন । তার বাবা লখবিন্দর সিং হলেন একজন কৃষক। তার মায়ের নাম কিরাত সিং, এমনকি শুভমানের একটি দিদি আছে, যার নাম শাহনীল গিল, যিনি হলেন একজন মডেল। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার শখ ছিল শুভমনের। এক সময় শুভমানের বাবাও ক্রিকেটার হতে চেয়েছিলেন, কিন্তু স্বপ্ন পূরণ করতে পারেননি। 

ছেলের মধ্যে দিয়েই নিজেকে খুঁজে পাচ্ছেন লখবিন্দর সিং। ওডিআই ফরম্যাটে আপাতত ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে বেশ জমে উঠেছে তার কেমিস্ট্রি। একেরপর এক ম্যাচেই সাফল্য পেয়েছেন দুজন। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ম্যাচেই ১২৬ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে ভারতীয় প্লেয়ারদের গড়া এই ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ডটি ভেঙে দেন। ২০২৩ সালে তুখর ফর্মে থাকার কারণে ২০২৪ আইপিএলে গুজরাত টাইটান্স ফ্রাঞ্চাইজির হয়ে অধিনায়কত্বের ভূমিকা পালন করতে দেখা গিয়েছে গিলকে। যদিও ক্যাপ্টেন হিসাবে তুলনামূলক সাফল্য পাননি তিনি তবে সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে ফেলবেন বলে আশাবাদী নেট জনতা। অন্যদিকে, শুভমান তার লুকের জন্য তরুণীদের হার্ট থ্রব হয়ে উঠেছেন।

শুভমান গিল জীবনী এবং পারিবারিক বিবরণ: (Shubman Gill’s Biography in Bengali)

পুরো নাম শুভমান গিল শুভমান গিল
ডাক নাম শুভ, গিল
জন্ম ০৮-০৯-১৯৯৯
জন্মস্থান ফাজিলকা, পাঞ্জাব
বয়স ২৪ বছর
বাবার নাম লখবিন্দর গিল
মায়ের নাম কিরাত গিল
দিদির নাম শাহনীল গিল
বৈবাহিক অবস্থা সিঙ্গেল

শুভমান গিল’র ক্রিকেট অভিষেক: (Shubman Gill’s Debut)

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ
টেস্ট ২৬/১২/২০২০ অস্ট্রেলিয়া
ওয়ান ডে ৩১/০১/২০১৯ নিউজিল্যান্ড
টি-২০ ০৩/০১/২০২৩ শ্রীলঙ্কা

যে দলগুলির হয়ে খেলেছেন শুভমান গিল (Shubman Gill’s Teams)-

পাঞ্জাব, ভারত অনুর্দ্ধ ১৯, ভারত অনুর্দ্ধ ২৩, ভারত A, কলকাতা নাইট রাইডার্স, ভারত বি, ভারত, ভারত সি, ইন্ডিয়া ব্লু, গুজরাট টাইটানস, লেস্টারশায়ার, গ্ল্যামারগান

শুভমান গিলে’র পরিসংখ্যান (Shubman Gill’s Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test ২৫ ১৪৯২ ১২৮ ৩৫.৫২ ৫৯.৩৭ ০৪ ০৬ ০০
ODI ৪৪ ২২৭১ ২০৮ ৬১.৩৭ ১০৩.৪৬ ০৬ ১৩ ০১
T20i ১৪ ৩৩৫ ১২৬* ২৫.৭৬ ১৪৭.৫৭ ০১ ০১ ০০
IPL ১০৩ ৩২১৬ ১২৯ ৩৭.৮৪ ১৩৫.৭০ ০৪ ২০ ০০
FC ৫২ ৪০৩৪ ২৬৮ ৪৯.৮০ ৬৭.৮৩ ১২ ১৮ ০০
List-A ৯৯ ৪৫৩৫ ২০৮ ৫৩.৩৫ ৯৫.৫৫ ১২ ২৪ ০০
T20 ১৩৮ ৪২২৮ ১২৯ ৩৬.৪৪ ১৩৭.১৮ ০৬ ২৪ ০০

শুভমান গিল রেকর্ড ও কৃতিত্বসমূহ (Shubman Gill Records in Bengali)-

  • একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শুভমানের ব্যাটিং গড় ৬১.৩৭। আইসিসি’র পূর্ণ সময়ের সদস্য দেশগুলির ক্রিকেটারদের মধ্যে যা সর্বকালের সেরা। (Shubman Gill Achievements)
  • মাত্র ৪১টি একদিনের ম্যাচ খেলেই আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং-এর শীর্ষে জায়গা করে নিতে পেরেছিলেন শুভমান গিল। ক্রিকেট ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম। ৩৮ ইনিংসে র‍্যাঙ্কিং শীর্ষে পৌঁছে রেকর্ড গড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।
  • সুরেশ রায়না, রোহিত শর্মা, কে এল রাহুল ও বিরাট কোহলির পর ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে তিন ফর্ম্যাটেই শতরান করেছেন শুভমান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ১২৬* করার নজিরও রয়েছে তাঁর দখলে।
  • মাত্র ২৩ বছর বয়সে আইপিএলের এক মরসুমে ৮৯০ রান করেছেন তিনি। জেতেন অরেঞ্জ ক্যাপ’ও। টুর্নামেন্টের এক মরসুমে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
  • এখনও অবধি ভারতের হয়ে ২০১৮ সালের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ, ২০২৩-এর এশিয়া কাপ জিতেছেন তিনি। রানার্স-আপ হয়েছেন ২০২১-১৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ২০২৩ ওডিআই বিশ্বকাপে। গুজরাত টাইটান্সের হয়ে জিতেছেন ২০২২ আইপিএল।

যে সকল বিতর্কে জড়িয়েছেন শুভমান গিল (Shubman Gill Controversies In Bengali)-

বাইশ গজের দুনিয়ার বাইরে শুভমান গিলের জীবন কেমন তা নিয়ে রয়েছে অনুরাগীদের আগ্রহ। ক্রিকেটমহলে জোর আলোচনা রয়েছে যে শচীন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের সাথে সম্পর্কে রয়েছেন শুভমান গিল। এছাড়া বলিউড অভিনেত্রী সারা আলি খানের সাথেও শুভমান গিলের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিলো। কিন্তু এই বিষয়ে এখনও অবধি কোনো সরকারী বিবৃতি দেন নি সারা তেন্ডুলকর বা সারা আলি খান। মুখ খোলেন নি শুভমান নিজেও।

শুভমান গিল নেট ওয়ার্থ (Shubman Gill Net Worth in Bengali)-

ভারতীয় ক্রিকেট বোর্ড গ্রেড A চুক্তি- বার্ষিক ৫ কোটি টাকা
টেস্ট ম্যাচ- ১৫ লক্ষ টাকা / ম্যাচ
ওডিআই ম্যাচ- ৬ লক্ষ টাকা / ম্যাচ
টি-২০ ম্যাচ- ৩ লক্ষ টাকা / ম্যাচ
আইপিএল ২০২৪- ৮ কোটি
মোট নেট ওয়ার্থ- ৩২ কোটি টাকা

শুভমান গিলের গ্যারাজে থাকা বিলাসবহুল গাড়িগুলি (Shubman Gill Car Collection in Bengali)-

ব্র্যান্ড ও মডেল
দাম (ভারতীয় টাকার অঙ্কে)

রেঞ্জ রোভার ভেলার
৭০ লক্ষ টাকা

বিএমডব্লু ৫ সিরিজ
৭৮ লক্ষ টাকা

মহীন্দ্রা থার
১৫ লক্ষ টাকা

শুভমান গিলের বাণিজ্যিক চুক্তিসমূহ (Shubman Gill Brand Endorsements in Bengali)-

নাইকি
জিলেট
জেবিএল
সিয়েট টায়ার্স
সিন্থল
গেম ২৪x৭
ড্যানন

শুভমান গিল সম্পর্কীত প্রশ্নাবলী (Shubman Gill FAQs)-

শুভমান গিলের বয়স কত?

শুভমান গিলের বয়স ২৪ বছর ( জন্মতারিখ- ৮ সেপ্টেম্বর, ১৯৯৯)

শুভমান গিলের বাবা-মায়ের নাম কি?

শুভমান গিলের বাবা’র নাম লখবিন্দর সিং, মা কিরাত গিল।

কোন দলের বিরুদ্ধে ওডিআই দ্বিশতক করেন শুভমান গিল?

২০২৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে দ্বিশতরান করেন তিনি। খেলেন ২০৮ রানের ইনিংস।

শুভমান গিল কোন IPL ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করেন?

শুভমান গিল IPL-এ গুজরাত টাইটান্সের হয়ে খেলেন। ২০২৪ মরসুমে অধিনায়ক’ও নির্বাচিত হয়েছেন।

শুভমান গিলের ক্রিকেটীয় আদর্শ কে?

শুভমান গিল নিজেই জানিয়েছেন যে তাঁর ক্রিকেটীয় আদর্শ শচীন তেন্ডুলকর ও বিরাট কোহলি।