ind-vs-pak-kohli-faces-trolling-on-x

IND vs PAK: নিউ ইয়র্কের বাইশ গজে আজ মহারণ। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসরে মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। উপমহাদেশের দুই ক্রিকেটীয় মহাশক্তির দ্বৈরথ ঘিরে উত্তেজনার আবহ সুদূর মার্কিন মুলুকেও। গ্রুপ পর্বে ভারত নিজেদের প্রথম ম্যাচ জিতলেও আমেরিকার বিরুদ্ধে হেরে সমস্যার মধ্যে রয়েছে পাকিস্তান। আজ হারলেই বিদায়ঘন্টা বাজতে শুরু করবে তাদের। অস্তিত্ব রক্ষার লড়াইতে বাবর’রা মরিয়া হয়েই মাঠে নামবেন বলে মনে করছে ক্রিকেটমহল। মূলত এই ম্যাচের (IND vs PAK) কথা মাথায় রেখেই নিউ ইয়র্কের উপকন্ঠে, আইজেনহাওয়ার পার্কে গড়ে তোলা হয়েছে ৩৪০০০ আসনবিশিষ্ট এক নয়া স্টেডিয়াম। সেখানে তিলধারণের জায়গাও নেই আজ। বৃষ্টিতে দীর্ঘসময় স্থগিত ছিলো খেলা, কিন্তু উৎসাহে ভাটা পড়ে নি দর্শকদের।

Read More: ভিডিও: শাহীনের বলে আউট রোহিত শর্মা, নিউ ইয়র্কে ঘোর সঙ্কটে টিম ইন্ডিয়া !!

টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। রোহিত শর্মা ও বিরাট কোহলির (Virat Kohli) তারকাখচিত ওপেনিং জুটি শুরুটা আশা জাগিয়ে করলেও বেশী দূর এগিয়ে নিয়ে যেতে পারেন নি ভারতীয় ইনিংস। আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১ রান করার পর আজও রানের মুখ দেখলেন না বিরাট কোহলি। আইপিএলের (IPL) সর্বোচ্চ রান সংগ্রাহক ভারত-পাক ম্যাচে (IND vs PAK) সাজঘরে ফিরলেন মাত্র ৪ রান করে। নিউ ইয়র্কের পিচ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে। আজও সেই পিচের খামখেয়ালিপনার শিকার হয়ে উইকেট হারাতে হলো বিরাটকে (Virat Kohli)। অফ স্টাম্পের বাইরের বলে কাট মারতে গিয়েছিলেন তিনি। বল অতিরিক্ত লাফিয়ে ওঠায় নিয়ন্ত্রণ হারান। পয়েন্টে ক্যাচ তালুবন্দী করেন উসমান খান। নাসিম শাহের শিকার হন বিরাট।

আইপিএলে ৭৪১ রান করার পর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দুই ইনিংস মিলিয়ে কোহলির সংগ্রহ ৫ রান। কুড়ি-বিশের বিশ্বকাপ (T20 World Cup) কেরিয়ারে কবে প্রথম দুই ম্যাচে এত কম রান করেছেন তিনি? মনে করতে পারছেন না কেউই। তাঁর ব্যাটে রানের খরা আশঙ্কার পাহাড় সৃষ্টি করেছে অনুরাগীদের মনে। অনেকেই আবার কটাক্ষ করতেও ছাড়ছেন না তারকা ব্যাটারকে। ‘ওহে বিরাট, আইপিএল শেষ হয়ে গিয়েছে। কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হও’ লিখেছেন একজন। ‘আসল দিনে কেন যে কেউই কার্যকরী হয় না তা বোঝা সাধ্যের বাইরে’ হতাশা জাহির করেছেন আরও একজন। ‘এভাবে চলতে থাকলে এগারো কেন। একশ এগারো বছরেও আইসিসি ট্রফি আসবে না’ লিখেছেন আরও একজন। ‘মন ভেঙে দিলে বিরাট, আরও একটা ভালো ইনিংসের আশায় ছিলাম’ মন্তব্য এক অনুরাগীর।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: [Video] ফ্লপ ব্যাটিং অব্যহত বিরাট কোহলির, অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে হারালেন উইকেট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *