ind-vs-pak-shaheen-gets-rohit-out, ind vs pak
Rohit Sharma | Image: Twitter

IND vs PAK: নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) বাকি যে ক’টি ম্যাচ হয়েছে মার্কিন মুলুকের ‘বিগ অ্যাপলে’, সবকটিতেই গ্যালারি প্রায় শূন্য থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছিলো আয়োজকদের। কিন্তু আজ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মাঠ ভরিয়েছেন মানুষ। ৩৪০০০ আসনবিশিষ্ট স্টেডিয়ামের একটা প্রান্তও খালি নেই। দিনের শুরুটা অবশ্য আশানুরূপ হয় নি। বৃষ্টির কারণে টসে দেরী হয়। তারপর প্রায় ৫০ মিনিট পিছিয়ে যায় ম্যাচ শুরু হতে। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো পাকিস্তান। রোহিত (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) জুটি মাঠে নামার পর এক ওভার মিটতে না মিটতেই ফের থাবা বসায় বৃষ্টি। দ্বিতীয় দফায় বন্ধ হয় ম্যাচ।

Read More: [Video] ফ্লপ ব্যাটিং অব্যহত বিরাট কোহলির, অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে হারালেন উইকেট !!

শেষমেশ ভারতীয় সময় রাত সাড়ে ন’টায় মাঠে নামে দুই দল। দ্বিতীয় ওভারের শুরুটা ভালো করেছিলেন বিরাট। চার মারেন তিনি। কিন্তু এরপরেই পিচের খামখেয়ালিপনায় আচমকা লাফিয়ে ওঠা বলে কাট করতে গিয়ে ধরা পড়েন পয়েন্টে। টানা দুটি ভারত-পাক (IND vs PAK) ম্যাচে ব্যর্থ হলেন কোহলি। তিনি আউট হয়ে ফেরার পরে ইনিংস গড়ার দায়িত্ব এসে পড়েছিলো অধিনায়ক রোহিত শর্মা’র (Rohit Sharma) কাঁধে। আশা জাগিয়ে শুরু করেও ইনিংসকে বেশী দূর টেনে নিয়ে যেতে পারলেন না ভারত অধিনায়ক। প্রথম ওভারে শাহীন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) ফ্লিক করে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরেছিলেন। কিন্তু ম্যাচের তৃতীয় ওভারে সেই একই শট মারতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। ফুল লেন্থে পিচ হওয়া বলে্র সাথে ব্যাটের সংযোগ সঠিক হয় নি। তা জমা পড়ে হারিস রউফের হাতে।

গত ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতক করে আহত ও অবসৃত হয়েছিলেন রোহিত (Rohit Sharma)। আজ ১২ বলে ১৩ করেই থামতে হলো তাঁকে। ১৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি (Virat Kohli) ফেরার পর প্ল্যান-এ মাথায় রেখেই তিন নম্বরে ঋষভ পন্থকে (Rishabh Pant) পাঠিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু রোহিত আউট হওয়ার পর পরিকল্পনায় বদল এনেছেন তিনি। নতুন বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠা শাহীন (Shaheen Shah Afridi) ও নাসিমের সামনে দলের অন্যতম ব্যাটিং অস্ত্র সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) পাঠানোর কথা ভাবে নি ভারতের টিম ম্যানেজমেন্ট। বদলে পাঠানো হয়েছে অক্ষর প্যাটেল (Axar Patel)। এই মুহূর্তে ভারতকে খাদের কিনার থেকে সাফল্যের সরণিতে নিয়ে আসার দায়িত্ব দুই বাম হাতি ব্যাটারের কাঁধেই।

দেখে নিন রোহিত শর্মার উইকেটটি-

 

Also Read: “এ আর শুধরোবে না…” ‘ভুলোমনা’ রোহিতের নয়া কাণ্ড দেখে হাসির রোল নেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *