IND vs ENG: ধোনি-কোহলির পথেই হাঁটছেন রোহিত, সিরিজের মাঝপথেই সরছেন নেতৃত্ব থেকে !! 1

IND vs ENG: কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়, টি-২০তে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন বছরের শুরুটা চমৎকার করেছিলো টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই থমকে গিয়েছে ভারতের বিজয়রথ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৮ রানে হারতে হয়েছে ভারতীয় দলকে। টসে জিতে আগে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেওয়া ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ২৪৬ রান। স্পিনারদের দাপটে অল্প রানেই প্রতিপক্ষকে বেঁধে রাখতে পেরেছিলো টিম ইন্ডিয়া। জবাবে যশস্বী (Yashasvi Jaiswal), রাহুল, জাদেজাদের অর্ধশতক ভারতকে পৌঁছে দিয়েছিলো ৪৩৬ রানে।

১৯০ রানের লিড পেয়ে একটা সময় ম্যাচে চালকের আসনে জায়গা করে নিয়েছিলো ভারতই। তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট চেষ্টা করেছিলেন দ্রুত রান তোলার। আংশিক সাফল্যও পান তাঁরা। কিন্তু বোলারদের সুবাদে ফের একবার এগিয়ে গিয়েছিলো ভারতই। তৃতীয় দিনের মাঝামাঝি সময় থেকে বদলে যায় ম্যাচের গতিপ্রকৃতি। প্রতিরোধ গড়ে তোলেন অলি পোপ (Ollie Pope)। তিন নম্বরে ব্যাট করতে নেমে তিনি করেন ১৯৬ রান। সঙ্গী হিসেবে পেলেন বেন ফোকস, টম হার্টলিদের। ৪২০ রানে থামে ইংল্যান্ড। ২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টম হার্টলির বাম হাতি স্পিনের সামনেই নতজানু হতে হলো ভারতকে। ২০২তে শেষ হয় ইনিংস। এই অপ্রত্যাশিত পরাজয়ের পর ঘরে-বাইরে সমালোচনায় বিদ্ধ অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ছাড়তে পারেন নেতৃত্ব।

Read More: IND vs ENG: হায়দ্রাবাদে লজ্জার হার ভারতের, এই তিন কারণেই বাজবলের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ টিম ইন্ডিয়া !!

পূর্বসূরিদের মতই সিরিজের মাঝে সরতে পারেন রোহিত-

Ravichandran Ashwin and Rohit Sharma | IND vs ENG | Image: Getty Images
Ravichandran Ashwin and Rohit Sharma | IND vs ENG | Image: Getty Images

গতকালের পরাজয় নড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটের ভিত। এই প্রথম হায়দ্রাবাদের মাঠে হারতে হয়েছে ভারতকে। এর আগে পাঁচটি টেস্টের মধ্যে চারটিতে জয় ছিলো তাদের। অন্যটি ছিলো অমীমাংসিত। ১০০’র বেশী রানের লিড নেওয়ার পর টেস্ট হারও এই প্রথম। হতশ্রী পারফর্ম্যান্সের সাথে সাথে চর্চার কেন্দ্রবিন্দুতে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্ব’ও। প্রতিপক্ষ যখন হাজার প্রতিকূলতার মধ্যেও আক্রমণের রাস্তা থেকে সরে নি, তখন কেন রোহিত রক্ষণাত্মক নেতৃত্ব দিলেন তা বোধগম্য হয় নি অধিকাংশ বিশেষজ্ঞের। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan) জনপ্রিয় দৈনিক ‘দ্য টেলিগ্রাফে’ রোহিতের অধিনায়কত্ব’কে ‘মধ্যমানের’ বলেছেন।

ঘরে-বাইরে চাপের মুখে পড়ে বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্টের আগেই অধিনায়কত্ব থেকে সরতে পারেন তিনি। এই মুহূর্তে ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সেক্ষেত্রে তিনিই দলকে নেতৃত্ব দিতে পারেন আগামী ম্যাচ থেকে। যদি রোহিত সরে দাঁড়ান তাহলে তিনি তাঁর দুই পূর্বসূরি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও বিরাট কোহলির (Virat Kohli) পদাঙ্কই অনুসরণ করবেন। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ চলাকালীনই সরে দাঁড়িয়েছিলেন ধোনি। নেতৃত্বের ব্যাটন উঠেছিলো কোহলির হাতে। ২০২২-সালে আবার বিসিসিআইয়ের সাথে মনোমালিন্যের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন পদ ছেড়েছিলেন কোহলি। রোহিত’ও ইংল্যান্ড সিরিজের মাঝেই পদ ছাড়েন কিনা, নজর এখন সেইদিকে।

বাকি রয়েছে চারটি টেস্ট-

Rohit Sharma and Ollie Pope | IND vs ENG | Image: Getty Images
Rohit Sharma and Ollie Pope | IND vs ENG | Image: Getty Images

পাঁচ ম্যাচের লড়াইতে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। হায়দ্রাবাদে প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিলো ১৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি অবধি। চার দিনেই শেষ হয়ে গিয়েছে তা। এরপরের টেস্ট ম্যাচটি আয়োজিত হওয়ার কথা বিশাখাপত্তনমের মাঠে। আগামী শুক্রবার অর্থাৎ ২ তারিখ থেকে শুরু হবে সেটি। চলার কথা ৬ ফেব্রুয়ারি অবধি। এরপর বেশ কিছু দিনের বিরতি রয়েছে। তৃতীয় টেস্ট শুরু হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি থেকে। রাজকোটের মাঠে তা চলবে ১৯ ফেব্রুয়ারি অবধি। চতুর্থটি আয়োজিত হওয়ার কথা মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচীতে। ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারী চলার কথা ম্যাচটি। শেষ ম্যাচ খেলতে দুই দল উড়ে যাবে হিমাচল প্রদেশ। পাহাড়ঘেরা ধর্মশালায় ৭ থেকে ১১ মার্চ রয়েছে সিরিজের শেষ টেস্ট।

Also Read: IND vs ENG: টিম ইন্ডিয়া থেকে হাওয়া-পানি খতম হবে শুভমান গিলের, রিংকু সিং নেবেন জায়গা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *