IND vs ENG

IND vs ENG: পাহাড়ঘেরা ধর্মশালায় চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচ। প্রথম টেস্টে হারের পর একচ্ছত্র আধিপত্য দেখিয়ে এসেছে টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনম, রাজকোট হোক বা রাঁচী-সহজেই জয় ছিনিয়ে নিয়ে সিরিজ মুঠোর মধ্যে নিয়েছেন রোহিত শর্মা, শুভমান গিল, যশস্বী জয়সওয়ালরা। ধর্মশালাতেও অব্যাহত রয়েছে সেই দাপট। ম্যাচের প্রথম দুই দিনে লাগাতার আক্রমণে ইংল্যান্ডকে দিশাহারা করেছিলো ‘মেন ইন ব্লু।’ প্রথম ইনিংসে ২১৮ রানে বেন স্টোকসদের গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে গড়েছিলো রানের পাহাড়। তৃতীয় দিনের সকালেও অবস্থা সঙ্গিন সফরকারী দলের। প্রথম সেশনে ৪৭৭ রানের মাথায় শেষ হয় ভারতীয় ইনিংস। ২৫৯ রানের লিডের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যাহ্নভোজের বিরতির আগে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটের বিনিময়ে ১০৩ রান।

Read More: IND vs ENG: চিন্তা বাড়লো ভারতীয় শিবিরে, চোটের জন্য তৃতীয় দিনে মাঠের বাইরে রোহিত শর্মা !!

৭০০ উইকেট অ্যান্ডারসনের, অনেক এগিয়ে ভারত-

James Anderson | IND vs ENG | Image: Getty Images
James Anderson | IND vs ENG | Image: Getty Images

প্রথম ইনিংসে ইংল্যান্ড থেমেছিলো ২১৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী ভূমিকায় দেখা গিয়েছিলো যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মাকে। প্রথম দিনেই ঝোড়ো অর্ধশতক করে ফিরেছিলেন যশস্বী। দ্বিতীয় দিন জোড়া শতরান করেন রোহিত ও শুভমান গিল। এরপর অর্ধশতক আসে সরফরাজ খান ও অভিষেককারী দেবদত্ত পাডিক্কালের ব্যাট থেকেও। রান পান নি রবীন্দ্র জাদেজা। তাঁকে আউট করেন টম হার্টলি। এরপর শোয়েব বশিরের বলে অশ্বিন ও জুড়েল দ্রুত ফিরলেও হাল ধরেছিলেন জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব। গতকাল দিনের শেষে ৮ উইকেটের বিনিময়ে ভারতের স্কোর ছিলো ৪৭৩ রান।

আজ সকালে অবশ্য বেশীদূর এগোতে পারে নি টিম ইন্ডিয়া। মাত্র ৪ রান যুক্ত হয় তাদের স্কোরবোর্ডে। শোয়েব বশিরের শিকার হন জসপ্রীত বুমরাহ। করেন ২০ রান। দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট পেলেন পাক-বংশোদ্ভূত স্পিনার। এরপর জেমস অ্যান্ডারসনের বলে বেন ফোকসের দস্তানায় ধরা পড়েণ কুলদীপ যাদব। ৪৭৭ রানের মাথায় শেষ হয় ভারতীয় ইনিংস। ধর্মশালায় ইতিহাসের পাতায় নাম তুললেন জেমস অ্যান্ডারসন। কুলদীপকে (৩০) আউট করে ৭০০তম টেস্ট উইকেটের মালিক হলেন তিনি। মুথাইয়া মুরলীধরণ ও শেন ওয়ার্নের পর তৃতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

অশ্বিনের ঘূর্ণিতে কাঁপছে ইংল্যান্ড-

Ravichandran Ashwin | IND vs ENG | Image: Getty Images
Ravichandran Ashwin | IND vs ENG | Image: Getty Images

প্রথম ইনিংস শেষে ইংল্যান্ডের থেকে ২৫৯ রানের ব্যবধানে এগিয়ে ভারতীয় দল। প্রথম ইনিংসে স্পিনের বিরুদ্ধে যেভাবে অসহায় আত্মসমর্পণ করতে দেখা গিয়েছে বেন স্টোকসের দল’কে, তাতে এই ব্যবধান মুছে তারা আদৌ ভারতকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে পাঠাতে সক্ষম হবে কিনা তা নিয়েই সন্দিহান ছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দ্বিতীয় ইনিংসে আপাতত যেদিকে এগোচ্ছে খেলা, তাতে সেই সম্ভাবনা বেশ ক্ষীণ বলেই মনে হচ্ছে। ১০০তম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। ভারতের স্পিন কিংবদন্তিকে আরও ধারালো লাগছে দ্বিতীয় ইনিংসে। চোটের জন্য আজ মাঠে নামেন নি রোহিত। নেতৃত্বভার আপাতত সামলাচ্ছেন জসপ্রীত বুমরাহ। শুরু থেকেই অশ্বিনকে আক্রমণে এনেছিলেন তিনি। সাফল্যও মিলেছে হাতেনাতে।

দ্বিতীয় ওভারেই বেন ডাকেটকে আউট করেছেন অশ্বিন। ২ রান করেছেন তিনি। এরপর ০ রান করে ফেরেন জ্যাক ক্রলি’ও। ঘাতক সেই তামিলনাড়ুর অফস্পিনার। ক্রিজে থিতু হওয়ার প্রয়াস করেছিলেন অলি পোপ। কিন্তু অশ্বিনের ঘূর্ণিতে ভাঙে তাঁর প্রতিরোধ’ও। ২৩ বলে ১৯ রান করে সাজঘরমুখো হন তিনি। জো রুট ও জনি বেয়ারেস্টোর জুটি আশার আলো দেখিয়েছিলো ইংল্যান্ডকে। কিন্তু বল হাতে পেয়েই তা ভাঙেন কুলদীপ যাদব। ব্যাটে-বলে সিরিজ জুড়ে নিজের দুরন্ত পারফর্ম্যান্স জারি রাখলেন চায়নাম্যান স্পিনার। ৩১ বলে ৩৯ করে ফেরেন জনি। রক্ষাকর্তা হয়ে উঠতে পারতেন বেন স্টোকস। কিন্তু চলতি সিরিজে অফ ফর্মের গেরো কাটাতে পারলেন না তিনিও। ১০ বলে খেলে ২ রান করে অশ্বিনের শিকার হন তিনি। এখনও ১৫৬ রানে পিছিয়ে ইংল্যান্ড। ইনিংসে হার এড়ানোই এখন দুষ্কর তাদের জন্য।

Also Read: IPL 2024: “এটা একটা আলাদাই অনুভূতি…” IPL নিয়ে সাক্ষাৎকারে অকপট বিরাট কোহলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *