Rohit sharma
Rohit Sharma | Image: Getty Images

IND vs ENG: ধর্মশালার মাঠে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের পঞ্চম টেস্ট। ইতিমধ্যেই ৩-১ ফলে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। হায়দ্রাবাদে প্রথম টেস্টটিতে খানিক অপ্রত্যাশিত ভাবে হারলেও পরে বিশাখাপত্তনম, রাজকোট ও রাঁচীতে পরপর তিন ম্যাচ জিতে সিরিজ মুঠোবন্দী করেছে ‘মেন ইন ব্লু।’ ধর্মশালায় পঞ্চম টেস্ট ম্যাচটিতেও দাপট বজায় রেখেছেন অশ্বিন, কুলদীপ, শুভমানরাই। প্রথম দুই দিনেই ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো স্বাগতিক দেশ। বেন স্টোকস বাহিনীকে ২১৮ রানের মধ্যে গুটিয়ে দেওয়ার পর খাড়া করেছিলো রানের পাহাড়। আজ সকালে ৪৭৭ রানে শেষ হয় টিম ইন্ডিয়ার ইনিংস। ২৫৯ রানের লিডের বোঝা ইংল্যান্ডের উপর চাপাতে সক্ষম হয়েছে ভারত।

Read More: ৪৭৭ রানে শেষ হলো টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস, ২৫৯ রানে পিছিয়ে টিম ইংল্যান্ড !!

ব্যাট হাতে ভারতীয় ইনিংসের ভিত গড়েন অধিনায়ক রোহিত শর্মা। কেরিয়ারের ১২তম শতরান করেছিলেন গতকাল। আউট হন ১০৩ রান করে। শুভমান গিলের সাথে তাঁর লম্বা জুটি সাফল্য এনে দিয়েছিলো ভারতকে। গতকাল দুরন্ত ব্যাটিং করলেও আজ অর্থাৎ ম্যাচের তৃতীয় দিন সকালে তাঁকে মাঠে দেখা যায় নি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার পর ফিল্ডিং পজিশনে রদবদল করা বা বোলিং পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহ’কে। আচমকা রোহিতের অনুপস্থিতি চিন্তা বাড়িয়েছিলো ভারতীয় সমর্থকদের মধ্যে। কারণ জানতে উদগ্রীব ছিলেন সকলে। বিস্তর জল্পনার পর অবশেষে সামনে এলো প্রকৃত কারণ।

ভারতীয় সাজঘর মারফৎ খবর মিলেছে যে পিঠে টান ধরায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাঠের বাইরে রয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালীন আপাতত নেতার ভূমিকায় দেখা যাবে জসপ্রীত বুমরাহকেই। পরে তিনি মাঠে নামবেন কিনা সে নিয়ে কোনো তথ্য আপাতত সামনে আসে নি। প্রসঙ্গত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই অশ্বিনের ঘূর্ণিতে কুপোকাত ইংল্যান্ড। দল। ইতিমধ্যেই সাজঘরের রাস্তা দেখেছেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। করেছেন যথাক্রমে ১ ও ২। ব্যক্তিগত ১৯ রানের মাথায় আউট হয়েছেন অলি পোপ’ও। প্রতিবেদন লেখার সময় অবধি ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটের বিনিময়ে ৬২। ক্রিজে রয়েছেন রুট ও বেয়ারেস্টো।

Also Read: IND vs ENG: “মন ভরিয়ে দিলো…” অভিষেকেই অর্ধশতক দেবদত্ত পাডিক্কালের, প্রশংসার বন্যা নেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *