টি-২০ বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের, রয়েছেন IPL-এ ঝড় তোলা একঝাঁক ক্রিকেটার !!

বাকি আর ঠিক এক মাস। তারপরই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর। এবারের টুর্নামেন্ট ঘিরে প্রত্যাশার পারদ ইতিমধ্যেই চড়েছে আসমানে। নতুন ফর্ম্যাটে প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে আইসিসি। মূলপর্বে থাকছে ২০টি দল। পাঁচ দলের মোট চারটি গ্রুপ থাকছে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)। প্রত্যেক দল গ্রুপ পর্বে খেলবে […]

বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় দল হলো ইংল্যান্ড ক্রিকেট দল (England National Cricket team)। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন হলো এই দল। বর্তমানে শুধু ইংল্যান্ড তাদের নিজেদের দেশ নয় বরং ওয়েলস দেশের ক্রিকেটকেও প্রতিনিধিত্ব করে। ১৯৯২ সালের আগে পর্যন্ত পার্শ্ববর্তী দরস স্কটল্যান্ডেরও প্রতিনিধিত্ব করতো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (England Cricket Board)। ১৯০৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট দল মেরিলেবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি (MCC) দ্বারা পরিচালিত হতো এবং ১৯৯৭ থেকে দলটি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB) কতৃক পরিচালিত হয়ে আসছে।

আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড ক্রিকেট দল বেশ শক্তিশালী এক দল হিসেবে পরিচিত। টেস্ট ক্রিকেটে ‘ব্যাজবল’ প্রথার অবলম্বন করে প্রতিপক্ষদের ফ্যাসাদে ফেলতে একটুও পিছুপা হচ্ছে না ইংল্যান্ড। ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ড বিশ্বকাপের মঞ্চে বারবার ব্যার্থ হয়ে শেষমেষ ২০০৯ সালে প্রথম টি -টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করে ।

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল  (England National Cricket Bio)

পুরো নাম ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল
ডাকনাম লায়ন্স (সিংহ)
প্রতিষ্ঠা ১৯৯৭
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)
সভাপতি রিচার্ড থম্পসন
প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম (টেস্ট), ম্যাথিউ মট (ওডিআই/টি টোয়েন্টি)
অধিনায়ক  বেন স্টোকস (টেস্ট), জস বাটলার

 (ওডিআই/টি-টোয়েন্টি)

ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক: https://www.facebook.com/englandcricket/
ইনস্টাগ্রাম: https://www.instagram.com/englandcricket
টুইটার: https://twitter.com/ECB_cricket
ওয়েব সাইট: https://www.ecb.co.uk/
ইমেল  [email protected]
ঠিকানা লর্ডস ক্রিকেট গ্রাউন্ড , লন্ডন NW8
বার্ষিক আয় (২০২৩-২৪) $৫৯ মিলিয়ন
স্পন্সর সিঞ্চ , মেট্রো ব্যাংক , ভ্যালিডিটি , এলভি, আইজি , ক্যাস্টোর , লেথওয়েটস , রাডো , রাডক্স , অ্যাসেন্ট , চ্যাপেল ডাউন , রেন্টোকিল ইনিশিয়াল

ইংল্যান্ড ক্রিকেট দলের ইতিহাস (England National Cricket Team History)

  • ৯ জুলাই ১৭৪৯ সালে ইংল্যান্ড প্রথম অল-ইংল্যান্ড দল হিসেবে প্রতিনিধিত্ব করেছিল। কাউন্টি ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল কেন্টের বিরুদ্ধে ১১জন বিশিষ্ট ভদ্রলোক প্রথম খেলতে নামেন, তবে কেন্টের বিরুদ্ধে তারা জয়লাভ করতে ব্যর্থ হয়। 
  • ১৮৫৯ সালে সেপ্টেম্বরে ইংল্যান্ড প্রথমবারের মতো বহির্বিশ্ব ভ্রমণে যায়। প্রথম তারা উত্তর আমেরিকায় ভ্রমন করেছিল, বিদেশের মাটিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন জর্জ পার নাম্নী এক ইংরেজ।  
  • ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় সিরিজ শুরু হয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। ১৮৮২ সালে প্রথম দুই দল মুখোমুখি হয়েছিল তবে, ১৮৮৭ সালে শুরু হয় ‘দি অ্যাশেজ’। 
  • ইংল্যান্ডের মাটিতে শুরু হওয়া প্রথম টেস্ট সিরিজে পরাজয়ের মুখে পড়তে হয় ইংল্যান্ডকে। ইংল্যান্ড তার নিজ ভূমিতে অনুষ্ঠিত প্রথম সিরিজে ১–০ ব্যবধানে পরাজিত হয়।

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বর্তমান স্কোয়াড (ENGLAND NATIONAL CRICKET TEAM CURRENT SQUAD)

ইংল্যান্ড ওডিআই স্কোয়াড (England CRICKET TEAM CURRENT ODI Squad)

নাম  ভূমিকা  জার্সি নম্বর 
জস বাটলার উইকেটরক্ষক ব্যাটসম্যান  ৬৩
জন টার্নার বোলার 
রেহান আহমেদ বোলার  ৫৩
গাস অ্যাটকিনসন বোলার 
হ্যারি ব্রুক ব্যাটসম্যান ৮৮
ব্রাইডন কারস বোলার 
জ্যাক ক্রাওলি ব্যাটসম্যান
স্যাম কুরান অলরাউন্ডার  ৫৮
বেন ডাকেট ব্যাটসম্যান ১৭
টম হার্টলি বোলার  ৭৯
উইল জ্যাকস অলরাউন্ডার  ৮৫
লিয়াম লিভিংস্টোন অলরাউন্ডার  ২৩
অলি পোপ ব্যাটসম্যান
ফিল সল্ট উইকেটরক্ষক ব্যাটসম্যান ৬১
জোশ টং বোলার 

ইংল্যান্ড টি টোয়েন্টি স্কোয়াড (ENGLAND CRICKET TEAM CURRENT T20 SQUAD)

নাম  ভূমিকা  জার্সি নম্বর 
জস বাটলার উইকেটরক্ষক ব্যাটসম্যান  ৬৩
জন টার্নার বোলার 
আদিল রশিদ বোলার  ৯৫
গাস অ্যাটকিনসন বোলার 
হ্যারি ব্রুক ব্যাটসম্যান ৮৮
ব্রাইডন কারস বোলার 
রিস টপলে ব্যাটসম্যান
স্যাম কুরান অলরাউন্ডার  ৫৮
বেন ডাকেট ব্যাটসম্যান ১৭
টাইমাল মিলস বোলার 
উইল জ্যাকস অলরাউন্ডার  ৮৫
লিয়াম লিভিংস্টোন অলরাউন্ডার  ২৩
মঈন আলী অলরাউন্ডার  ১৮
ফিল সল্ট উইকেটরক্ষক ব্যাটসম্যান ৬১
জোশ টং বোলার 
ক্রিস ওকস অলরাউন্ডার  ১৯

ইংল্যান্ড টেস্ট স্কোয়াড (ENGLAND CRICKET TEAM CURRENT TEST TEAM)

নাম  ভূমিকা  জার্সি 
বেন স্টোকস ব্যাটসম্যান ৫৫
হ্যারি ব্রুক ব্যাটসম্যান ৮৮
বেন ডাকেট ব্যাটসম্যান ১৭
জ্যাক ক্রাওলি ব্যাটসম্যান
রেহান আহমেদ বোলার  ৫৩
জেমস অ্যান্ডারসন বোলার 
গাস অ্যাটকিনসন বোলার 
জনি বেয়ারস্টো উইকেটরক্ষক ব্যাটসম্যান ৫১
শোয়েব বশির বোলার 
বেন ফোকস উইকেটরক্ষক ব্যাটসম্যান
টম হার্টলি বোলার  ৭৯
জ্যাক লিচ বোলার 
অলি পোপ ব্যাটসম্যান
অলি রবিনসন বোলার 
জো রুট অলরাউন্ডার  ৬৬
মার্ক উড বোলার 

আইসিসি ইভেন্টে ইংল্যান্ড ক্রিকেট (Cricket England in ICC Event)

শিরোপা প্রতিপক্ষ বছর
আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া ২০১০
আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ নিউজিল্যান্ড ২০১৯
আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পাকিস্তান ২০২২

ইংল্যান্ডের ক্রিকেটারদের পরিসংখ্যান (England Cricketers’ Stats)-

সেরা পাঁচ ব্যাটার- (Top Run Scorer for England)

নাম  মোট ম্যাচ   মোট রান   গড়  শতরান  অর্ধ-শতরান 
জো রুট  ৩৪৩ ১৯,১৫১ ৪৮.১১ ৪৭ ১০৫
অ্যালিস্টার কুক ২৫৭ ১৫,৭৩৭ ৪২.৮৮ ৩৮ ৭৬
কেভিন পিটারসেন  ২৭৫ ১৩,৭৭৯ ৪৪.৩০ ৩২ ৬৭
ইয়ান বেল  ২৮৭ ১৩,৩৩১ ৪০.২৭ ২৬ ৮২
গ্রাহাম গুচ  ২৪৩ ১৩,১৯০ ৪০.৫৮ ২৮ ৬৯

সেরা পাঁচ বোলার (Top Wicket Taker for England)

নাম  মোট ম্যাচ  মোট উইকেট  গড়  স্ট্রাইক রেট  ০৫/১০
জেমস অ্যান্ডারসন  ৪০০ ৯৮৭ ২৭.৩৩ ৫০.৫৪ ৩৪/৩
স্টুয়ার্ট ব্রড  ৩৪৪ ৮৪৭ ২৭.৮৩ ৪৮.৩৮ ২১/৩
ইয়ান বোথাম  ২১৮ ৫২৮ ২৮.৪৪ ৫৩.১৯ ২৭/৪
ড্যারেন গফ ২১৮ ৪৬৬ ২৭.২৬ ৪৩.৫২ ১১/০
গ্রেম সোয়ান ১৭৮ ৪১০ ২৭.৭৭ ৪৮.৭০ ১৮/৩

ইংল্যান্ডের বিখ্যাত কিছু মাঠ

  • ব্রিট ওভাল ক্রিকেট গ্রাউন্ড (ওভাল)
  • ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড(ওল্ড ট্র্যাফোর্ড)
  • লর্ডস ক্রিকেট গ্রাউন্ড (লর্ডস)
  • ট্রেন্ট ব্রিজ গ্রাউন্ড (ট্রেন্ট ব্রিজ)
  • কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড (হেডিংলে)
  • কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড (এজবাস্টন)

ইংল্যান্ড জাতীয় দল সম্পর্কীত প্রশ্নাবলী (England National Team FAQs)-

ইংল্যান্ড টেস্ট দলের ক্যাপ্টেন কে ?

বেন স্টোকস হলেন ইংল্যান্ডের টেস্ট দলের ক্যাপ্টেন।

ইংল্যান্ডের সাদা বলের ফরম্যাটে কে নেতৃত্ব দেন ?

জস বাটলার হলেন ইংল্যান্ডের সাদা বলের কাপটাউন।

ইংল্যান্ড কবে ওডিআই বিশ্বকাপ জয়লাভ করে ?

২০১৯ সালে ইয়ন মরগানের নেতৃত্বে ইংল্যান্ড প্রথম ওডিআই বিশ্বকাপ জয়লাভ করে.

ইংল্যান্ড কবে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করে ?

ইংল্যান্ড ২০১০ ও ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করে।