IND vs AUS: কোহলির ব্যাট পরখ করে দেখলেন স্টিভ স্মিথ, দুই তারকা ব্যাটারের ‘ব্রোম্যান্স’ দেখলো আহমেদাবাদ !! 1

IND vs AUS: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। প্রথম দুই টেস্টে ভারতের অনায়াস জয় দেখে সিরিজ একপেশে হবে বলেই ধরে নিয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞ’রা। কিন্তু ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দুরন্ত জয় নাটকীয় মোড় দিয়েছে চলতি বর্ডার-গাওস্কর ট্রফিকে। সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে এখন ভারতকে আহমেদাবাদে জিততেই হবে।

প্রথম তিন টেস্টে ম্যাচের ভাগ্য নিয়ন্তা হয়ে উঠেছিলো স্পিন। নাগপুর, দিল্লী হোক বা ইন্দোর, ব্যাটারদের বধ্যভূমি হয়ে উঠেছিলো বাইশ গজ। ছড়ি ঘুরিয়েছিলেন অশ্বিন, জাদেজা বা নাথান লিয়ঁ। তুলনায় আহমেদাবাদের পিচ অনেক বেশী ব্যাটিং সহায়ক। টসে জিতে প্রথমে ব্যাটিং করে ৪৮০ রান স্কোরবোর্ডে যোগ করেছে অস্ট্রেলিয়া। জোড়া শতরান করেছেন উসমান খোয়াজা (Usman Khawaja)এবং ক্যামেরন গ্রিন (Cameron Green)।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

‘মাস্ট উইন’ ম্যাচে অজিদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রথম ইনিংসে বড় রান করা জরুরী ছিলো ভারতের। শুভমান গিলের শতরান ‘টিম ইন্ডিয়া’কে শক্ত ভিতের ওপর দাঁড় করায়। ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি (Virat Kohli)। তৃতীয় দিনে টেস্ট ক্রিকেটে ‘ভিন্টেজ বিরাট’-এর দেখা পাওয়া গেলো আহমেদাবাদে। খেলার মাঝেই কোহলি ও অজি অধিনায়ক স্টিভ স্মিথকে (Steve Smith) ব্যাট নিয়ে আলাপচারিতায় মাততে দেখলেন দর্শকেরা। আসতেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে এই আলাপচারিতার ভিডিও।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

বিরাটের ব্যাট পরীক্ষা করলেন স্মিথ-

Steve Smith, Virat Kohli | IND vs AUS | image: Twitter
Steve Smith checked Virat kohli’s willow on Day 3 of the Ahmedabad test

টেস্ট ক্রিকেটে সময়টা বিশেষ ভালো যাচ্ছিলো না বিরাট কোহলির (Virat Kohli)। ২০১৯ এর পর শতরান আসে নি। দীর্ঘদিন অর্ধশতকের গণ্ডী পেরোন নি তিনি। চলতি সিরিজেও উল্লেখযোগ্য রান পাচ্ছিলেন না। পরিস্থিতি বদলালো আহমেদাবাদে। শুভমান গিলের (Shubman Gill) সাথে জুটি বেঁধে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেন তিনি। পেরোলেন অর্ধশতকের গণ্ডীও। তৃতীয় দিনের শেষে অপরাজিত রইলে ৫৯ রানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে বিরাটের ব্যাটে রানের ঝলক স্বস্তিতে রাখবে অনুরাগীদের।

কোহলি (Virat Kohli), স্মিথ (Steve Smith), উইলিয়ামসন (Kane Williamson) এবং জো রুট (Joe Root)-আধুনিক বিশ্ব ক্রিকেটের ফ্যাব ফোর ব্যাটার বলা হয় এই চারজনকে। মাঠে যতই প্রতিদ্বন্দ্বিতা থাক, মাঠের বাইরে যে তাঁদের সম্পর্ক মধুর, তা বারবারই বলেছেন চার মহাতারকা। তার নিদর্শন আরও একবার দেখলো আহমেদাবাদ। খেলার ফাঁকে আলাপচারিতায় মাতলেন ভারতের কোহলি (Virat Kohli) এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (Steve Smith)। যোগ দিলেন বর্তমানে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার মার্নাস লাবুশেন’ও (Marnus Labuschagne)।

ব্যাট নিয়ে খুঁতখুঁতেমি কমবেশি রয়েছে সব তারকারই। শোনা যায় নিজের ব্যাট যাতে সবসময় ‘পারফেক্ট’ থাকে, সেই কারণে শিরিষ কাগজ থেকে শুরু করে নানাবিধ উপকরণ সঙ্গে নিয়ে ঘুরতেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। বাকিদের থেকে ভারী ব্যাট’ও নাকি ব্যবহার করতেন তিনি। আহমেদাবাদে প্রতিপক্ষ কোহলি’র ব্যাটটিই নেড়েচেড়ে পরখ করে দেখতে দেখা গেলো স্মিথ’কে (Steve Smith)। অজি অধিনায়ককে ব্যাটে টোকা দিতে বলেন কোহলি (Virat Kohli)। খানিকক্ষণ খুঁটিয়ে বিরাটের অস্ত্র’টি দেখে তা ফিরিয়ে দেন স্মিথ। মার্নাস লাবুশেন’কেও দেখা যায় এগিয়ে এসে বিরাটকে কিছু জিজ্ঞাসা করতে। তাঁকেও হাসিমুখেই উত্তর দেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

দেখে নিন ভিডিও-

https://twitter.com/Anna24GhanteCh2/status/1634524714201694209?t=oPrCilWgUVI1Hbh8eCXVmA&s=08

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *