IND vs AUS: টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর পর একদিনের সিরিজের শুরুটাও জয় দিয়েই করেছিলো ভারত। ওয়াংখেড়েতে কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজার সৌজন্যে পাঁচ উইকেটে জয় পেয়েছিলো ভারতীয় দল। আজ বিশাখাপত্তনমে দ্বিতীয় একদিনের ম্যাচে অবশ্য অভিজ্ঞতা সুখের হলো না ‘টিম ইন্ডিয়া’র। বেনজির ব্যাটিং ব্যর্থতার কারণে ঘরের মাঠেই হারতে হলো ১০ উইকেটে। ব্যাটিং-বোলিং হোক বা ফিল্ডিং, ক্রিকেটের সব বিভাগেই ভারতকে টেক্কা দিয়ে সিরিজে সমতা ফেরালো অজিরা।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith)। বৃষ্টির কারণে আজ সকাল থেকে ঢাকা ছিলো পিচ। বাইশ গজের স্যাঁতস্যাঁতে ভাব আজ দারুণ কাজে লাগালেন অজি পেসার’রা। ৩ উইকেট পেলেন শন অ্যাবট (Sean Abbott), ২ উইকেট তুললেন নাথান এলিস (Nathan Ellis)। তবে ভারতীয় টপ-অর্ডারকে নাস্তানাবুদ করে অস্ট্রেলিয়ার জয়ের পথ সুগম করলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। কেরিয়ারের নবম ফাইফার বা পাঁচ উইকেট পেলেন তিনি। স্টার্কের বোলিং-এর আঘাত সামলে আজ আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয় নি ভারতের পক্ষে।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
প্রথম একদিনের ম্যাচে ভারত জিতলেও খেলেন নি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যক্তিগত কারণে ওয়াংখেড়ের ম্যাচ থেকে অব্যাহতি নিয়েছিলেন তিনি। আজ প্রত্যাবর্তন বিশেষ সুখের হলো না তাঁর। স্টার্কের বলে মাত্র ১৩ রান করেই সাজঘরে ফেরেন তিনি। তবে খেলা শুরুর সময় তাঁর কর্মকাণ্ড দেখে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছিলো ভারতীয় সমর্থকদের মধ্যে। ক্রিজে উত্তেজিত হয়ে ভারত অধিনায়ককে কিছু বলতেও শোনা যায়। আচমকা উত্তেজিত কেনো হিটম্যান? জল্পনা চলছিলো সোশ্যাল মিডিয়ায়।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
মনঃসংযোগে ব্যাঘাত ঘটালো ক্যামেরা,মেজাজ হারালেন রোহিত –

তখন সবেমাত্র শুভমান গিলকে নিয়ে ক্রিজে নেমেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। প্রস্তুত হয়েছেন মিচেল স্টার্কের (Mitchell Starc) প্রথম বলটি খেলার জন্য। ডেলিভারিটি স্টার্ক করেন অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে। কোনোরকম সমস্যা ছাড়াই সেটিকে ছেড়ে দেন রোহিত। বল গিয়ে জমা পড়ে অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির (Alex Carey) দস্তানায়। এরপরই রোহিতকে উত্তেজিত হয়ে কিছু বলতে শোনা যায়। হাত দিয়ে অঙ্গভঙ্গীও করেন তিনি। ভারত অধিনায়ক যে একদমই খুশি নয় তাও বোঝা গিয়েছিলো তাঁর শরীরী ভাষা থেকেই।
আসলে ভারত অধিনায়কের মনঃসংযোগে ব্যাঘাত ঘটায় মাথার ওপরে থাকা স্পাইডার ক্যাম বা ফ্লাইং ফক্স ক্যামেরাটি। সাধারণত টপ অ্যাঙ্গল শট নেওয়ার জন্য এই ক্যামেরা ব্যবহার হয়। বলটি খেলার মুহূর্তে সেটি নড়াচড়া করায় ব্যাট করতে অসুবিধার মুখে পড়তে হয় রোহিত শর্মাকে (Rohit Sharma)। ফোকাস নড়ে গিয়েছিলো তাঁর। আর এই কারণেই মেজাজ হারান তিনি। আম্পায়ারের কাছে অভিযোগ করেন রোহিত। এই ক্যামেরা যাঁরা নিয়ন্ত্রণ করেন তাঁদের দিকে চেঁচিয়ে সরানোর জন্য বলেন তিনি। এরপর ক্যামেরা তাঁর দৃষ্টিপথ থেকে সরলে তারপর ফের গিয়ে স্টান্স নেন রোহিত।
বেশীক্ষণ অবশ্য ক্রিজে থিতু হতে পারেন নি রোহিত (Rohit Sharma)। তাঁকে আউট করেন স্টার্ক’ই। ১৩ রান করে ফার্স্ট স্লিপে স্টিভ স্মিথের (Steve Smith) হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ‘টিম ইন্ডিয়া’র তারকাখচিত ব্যাটিং আক্রমণকে আজ স্টার্কের সামনে বেশ অসহায়ই লাগলো। প্রথম ওভারে তিনি ফিরিয়েছিলেন শুভমান গিলকে (Steve Smith)। রোহিতকে আউট করার একদম পরের বলেই সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) প্যাড খুঁজে পায় স্টার্কের ডেলিভারি। টানা দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক করলেন তিনি। ওয়াংখেড়ের নায়ক কে এল রাহুলও (KL Rahul)আজ স্টার্কের (Mohammed Siraj) শিকার। মহম্মদ সিরাজকে বোল্ড করে পাঁচ উইকেট সম্পূর্ণ করেন বাঁ-হাতি পেসার। ভারতের তোলা ১১৭ রানের বিপরীতে মাত্র ১১ ওভারেই জয়সূচক রান তুলে নেয় অস্ট্রেলিয়া। দুই ওপেনারের ব্যাটিং তাণ্ডবে তারা জেতে ১০ উইকেটে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur
দেখে নিন ভিডিও-
OMG pic.twitter.com/kxKTbxOxt5
— Cricket Khelo (@cricketkhelo11) March 19, 2023