IND vs AUS: রোমহর্ষক এক একদিনের সিরিজের পরিসমাপ্তি হলো আজ। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো ভারত এবং অস্ট্রেলিয়া। সিরিজের নির্ণায়ক তৃতীয় ম্যাচ ঘিরে উত্তেজনা ছিলো তুঙ্গে। মধ্যরাত থেকে ভক্তদের টিকিটের জন্য লাইন দেওয়ার ছবি আগেই ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। গ্যালারি ভরা দর্শকদের উত্তেজক ক্রিকেট উপভোগ করার সুযোগ করে দিলো দুই দলই। দুই হেভিওয়েটের লড়াইতে প্রতি মুহূর্তে ছিটকে বেরোলো স্ফুলিঙ্গ। শেষ হাসি অবশ্য হাসলো অস্ট্রেলিয়াই।
টেস্ট সিরিজ জেতার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজটাও জয় দিয়েই শুরু করেছিলো ভারতীয় দল। ওয়াংখেড়েতে ৫ উইকেটের ব্যবধানে জিতেছিলো ‘টিম ইন্ডিয়া,’ দ্বিতীয় ম্যাচে অবশ্য থমকে গিয়েছিলো ভারতের জয়রথ। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত থাকার পত ২০২৩ সালে প্রথমবার একদিনের ম্যাচে হারের সম্মুখীন হয় ‘মেন ইন ব্লু।’ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ১০ উইকেটে হারে ভারতীয় দল। বিশাখাপত্তনমের এই অপ্রত্যাশিত হার চেন্নাইয়ের তৃতীয় ম্যাচটির গুরুত্ব বাড়িয়ে দিয়েছিলো অনেকখানি। দুই দলের কাছে ‘মাস্ট উইন’ হয়ে পড়েছিলো আজকের খেলা।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
দেশের মাটিতে গত কয়েকবছর একদিনের ক্রিকেটে চমৎকার ফর্মে ছিলো ভারত। চলতি বছরে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা দুই সিরিজে একটিও ম্যাচ হারেন নি হার্দিক পান্ডিয়ারা। বিশাখাপত্তনমে হার সত্ত্বেও আজ ফেভারিট হিসেবেই শুরু করেছিলো ‘টিম ইন্ডিয়া।’ পক্ষান্তরে অস্ট্রেলিয়াকে আত্মবিশ্বাস যুগিয়েছিলো তাদের ২০১৯ সালের সাফল্য। সেবারও প্রথ দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়েও পরপর তিন ম্যাচ জিতে নিয়ে সিরিজ পকেটে পুরেছিলো অজিরা। এবারও কঠিন পরিস্থিতিতে দুর্দান্ত লড়াই করে ভারতের মাটিতে ভারতকে হারানোর মত কঠিন কাজ করে দেখালেন স্টিভ স্মিথ’রা। চেন্নাইতে ২১ রানে জিতে টেস্ট সিরিজ খোয়ানোর মধুর প্রতিশোধ নিলেন অ্যাডাম জাম্পারা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
হার্দিক-কুলদীপের চ্যালেঞ্জ সামলে সন্মানজনক স্কোর অজিদের-

বিশাখাপত্তনমে টস জিতে বোলিং বেছে নিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith)। চেন্নাইতে আজ প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিলেন তিনি। দুই ওপেনার মিচেল মার্শ (Mitchell Marsh) এবং ট্র্যাভিস হেডের (Travis Head) হাত ধরে আজকেও শুরুটা ঝড়ে বেগেই করেছিলো অস্ট্রেলিয়া। প্রথম কয়েক ওভার পর বিশাল রান স্কোরবোর্ডে দেখার আশঙ্কা জেগেছিলো ভারতীয় সমর্থকদের মনে। গত ম্যাচে মাত্র ১১ ওভারে ১২১ রান তুলে দিয়েছিলো এই জুটি। আজ যখন ট্র্যাভিস হেড’কে ফিরিয়ে ভারতকে প্রথম উইকেট এনে দিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), স্কোরবোর্ডে তখন ৬৮ রান। ৪টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৩৩ করে আউট হন হেড। ম্যাচে ৩ উইকেট নিয়ে ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন সহ-অধিনায়ক পান্ডিয়া।
ওয়াংখেড়েতে করেছিলেন ৮১, বিশাখাপত্তনমে ৬৬*, আজকেও অস্ট্রেলিয়া ইনিংসের সর্বোচ্চ স্কোরার হলেন মিচেল মার্শই (Mitchell Marsh)। ৪৭ বলে তিনি করলেন ৪৭ রান। যে ফর্মে থাকার ইঙ্গিত দিলেন অজি অলরাউন্ডার, তাতে আসন্ন বিশ্বকাপে তিনি যে দলের সম্পদ হতে যাচ্ছেন সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ক্যামেরন গ্রিনের বদলে আজ মাঠে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। পছন্দের ওপেনিং নয়, বরং তিন নম্বরে তাঁকে ব্যবহার করলেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। শুরুটা ভালো করলেও ২৩ রানের বেশী করতে পারেন নি তিনি। অধিনায়ক স্মিথ (Steve Smith) ভারতের বিরুদ্ধে ফের একবার ব্যর্থ। একটিও অর্ধশতক না করেই ভারতসফরে ইতি টানলেন তিনি। আজ করলেন ০ রান।
উপমহাদেশে ব্যর্থ ট্যাগ সরাতে বেশ মনঃসংযোগ দিয়ে আজ ব্যাট করতে দেখা গেলো মার্নাস লাবুশেনকে (Marnus Labuschagne)। কিন্তু তাঁর মনঃসংযোগেও চিড় ধরালেন কুলদীপ। ২৮ রানের মাথায় ফেরান মার্নাসকে। উইকেটরক্ষক অ্যালেক্স কেরিকে যে বলটিতে সাজঘরে ফেরালেন কুলদীপ (Kuldeep Yadav), তাকে বছরের সেরা বল বলছেন অনেকেই। বাঁ-হাতি ক্যারির (Alex Carey) লেগস্টাম্পের লাইনে পিচ হয়ে বলটি টার্ন হয়ে ক্যারির রক্ষণ ভেদ করে অফস্টাম্প ভেঙে দেয়। ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। শেষলগ্নে অ্যাডাম জাম্পা (Adam Zampa) ও মিচেল স্টার্কের (Mitchell Starc) দুই ক্যমিও’র সুবাদে অস্ট্রেলিয়া পৌঁছায় ২৬৯ রানে।
ভারতকে পর্যুদস্ত করে সিরিজ অস্ট্রেলিয়ার-

চেন্নাইয়ের গড় স্কোর দুই ইনিংসেই ২৫০-র কাছাকাছি। সেখানে ২৭০ রানের লক্ষ্য কম অবশ্যই নয়। কঠিন লড়াই হবে তা জানতেন ভারতীয় ব্যাটাররা। বিশেষ করে প্রথম দুই ম্যাচে অস্ট্রেলীয় পেসার’রা যে পারফর্ম্যান্স দেহিয়েছেন, বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী যে তাঁরা ছাড়বেন না তা একপ্রকার নিশ্চিত ছিলো। শুরু থেকেই তাই প্রত্যাঘাতের রাস্তা বেছে নিয়েছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিলের জুটি। ঝোড়ো গতিতে এগোচ্ছিলেন ভারত অধিনায়ক। কিন্তু প্রিয় পুল শটই ব্যুমেরাং হয়ে ফিরলো তাঁর দিকে। ১৭ বলে ৩০ রান করে শন অ্যাবটের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। ইনিংস দীর্ঘায়িত করতে ব্যর্থ হলেন শুভমান গিল’ও। আজ ৩৭ রান করেন তিনি।
দুই ওপেনারকে পরপর খোয়ানোর পর ভারতকে টানছিলেন বিরাট কোহলি এবং কে এল রাহুল। গত কয়েকদিনে কে এল রাহুলের ফর্ম নিয়ে বিস্তর আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সংবাদমাধ্যমে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে বেশ আত্মবিশ্বাসীই লাগলো তাঁকে। ওয়াংখেড়েতে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। আজও ক্রিজে সাবলীল দেখাচ্ছিলো রাহুলকে। অ্যাডাম জাম্পাকে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন তিনি। কিন্তু শূন্যে জাঁপিয়ে শন অ্যাবটের একটি দুর্দান্ত ক্যাচ ৩২ রানের মাথায় ইতি টানলো তাঁর ইনিংসের। অর্ধশতরান এলো কোহলির ব্যাট থেকে ৫৪ রানের মাথায় অ্যাস্টন অ্যাগারের বলে কভারের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হলেন তিনি।
অ্যাগারের একটা ওভারেই চাপে পড়ে গিয়েছিলো ‘টিম ইন্ডিয়া।’ কোহলিকে ফেরানোর পরের বলেই তিনি আউট করেন সূর্যকুমার যাদবকে। মুম্বই এবং বিশাখাপত্তনমে পরপর ‘গোল্ডেন ডাক’ করেছিলেন সূর্যকুমার। আজকেও প্রথম বলে শূণ্য করলেন তিনি। তৈরি করলেন লজ্জার নয়া রেকর্ড। ৬ উইকেট হারানোর পর ‘মেন ইন ব্লু’ যখন বেকায়দায় তখন ভারতের জয়ের আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। ঘাতক হয়ে হাজির হলেন অ্যাডাম জাম্পা। দুজনকেই ফেরালেন তিনি। ম্যাচে ৪৫ রানে ৪ উইকেট নিলেন জাম্পা।
হার্দিক ও জাদেজা ফিরতেই স্পষ্ট হয়ে গিয়েছিলো দেওয়াল লিখন। শামি-সিরাজদের পক্ষে অজি বোলিং-এর বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে আনা সম্ভব হয় নি আর। ‘টিম ইন্ডিয়া’র ইনিংস শেষ হলো ২৪৮ রানে। দেশের মাটিতে অক্টোবর-নভেম্বর মাসে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। তার আগে এই সিরিজ হার রোহিত শর্মাদের প্রস্তুতির দিকে বড় প্রশ্নচিহ্ন তুলে দিলো। আর পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া উপমহাদেশে দাপটের সাথে ভারতকে হারিয়ে নিজেদের বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে প্রতিষ্ঠা করে গেলো।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur