IND vs AUS: জমজমাট মোড় নিয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। টেস্টে বর্ডার-গাওস্কর ট্রফি জেতার পর একদিনের সিরিজেও জয় দিয়েই শুরু করেছিলো ভারতীয় দল। মুম্বইয়ের ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলো ৫ উইকেটে। চলতি বছরে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর অজি সিরিজেও একই ফলে পুনরাবৃত্তি চেয়েছিলেন সমর্থকেরা। বিশ্বকাপের বছরে প্রস্তুতির অংশ হিসেবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে সিরিজ জয় চাইছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরাও (Virat Kohli)।
প্রথম ম্যাচ জিতলেও বিশাখাপত্তনমের দ্বিতীয় ম্যাচেই ‘টিম ইন্ডিয়া’র অশ্বমেধের ঘোড়ার লাগাম টেনে ধরেছে স্টিভ স্মিথের (Steve Smith) নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, ক্রিকেটের তিন বিভাগেই আয়োজক দেশকে টেক্কা দিয়ে ম্যাচ ছিনিয়ে নিয়েছে তারা। টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান অজিরা। মিচেল স্টার্ক (Mitchell Stac), শন অ্যাবটদের (Sean Abbott) বলের স্যুইং-এ কুপোকাত হয়ে ২৬ ওভারে ১১৭ রানের বেশী করতে পারে নি ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১ ওভারে জয়সূচক রান তুলে সিরিজে সমতা ফেরান দুই অস্ট্রেলীয় ওপেনার ট্র্যাভিস হেড (Travis Head) এবং মিচেল মার্শ (Mitchell Marsh)।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
২০১৯ সালে প্রথমে পিছিয়ে পড়লেও, পরে কামব্যাকের মহাকাব্য রচনা করে ভারতের মাটিতে একদিনের সিরিজ জিতে নিয়েছিলো অস্ট্রেলিয়া। চেন্নাইতে তৃতীয় ও নির্ণায়ক ম্যাচে মাঠে নামার আগে সেই অভিজ্ঞতার কথা নিঃসন্দেহে মাথায় থাকবে অস্ট্রেলিয়ার। অপরপক্ষে ২০১৯-এর সেই সিরিজের পর থেকে ঘরের মাঠে একদিনের সিরিজে অপরাজিত ভারতীয় দল। প্রায় চার বছর ধরে তিন তিল করে গড়া সাফল্যের ইমারত ফের একবার অস্ট্রেলিয়ার আঘাতেই ভেঙে পড়ুক তা কখনোই চাইবে না ‘মেন ইন ব্লু।’ চেন্নাইয়ের চিপক ময়দানে সিরিজের তৃতীয় ম্যাচ জিতে খেতাব পকেটে পুরতে আগামীকাল প্রথম একাদশে তিনটি পরিবর্তন করতে পারে ভারতীয় দল।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
বাইরে যেতে পারেন সূর্যকুমার-

টি-২০ ক্রিকেটে ব্যাট হাতে অসামান্য পারফর্ম্যান্স দিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ইতিমধ্যে করে ফেলেছেন ৩ খানি শতরান। দেশে হোক বা দেশের বাইরে, কুড়ি-বিশের ক্রিকেটে বারবার ঝড় তুলেছেন তিনি। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে একই ক্যালেন্ডার বর্ষে ১০০০ আন্তর্জাতিক টি-২০ রানের মাইলস্টোন ছুঁয়েছেন, পাশাপাশি সবচেয়ে বেশী ছক্কা মারার রেকর্ডটিও নিজের নামে করে নিয়েছেন। এই মুহূর্তে আইসিসি ক্রমতালিকায় পয়লা নম্বরেও রয়েছেন তিনিই। টি-২০’র সাফল্য একদিনের ক্রিকেটে এখনও দেখাতে পারেন নি সূর্য (Suryakumar Yadav)।
শ্রেয়স আইয়ার না থাকায় সূর্যের ওপর প্রথম দুই ম্যাচে আস্থা রেখেছিলো ভারত। কিন্তু রানের মুখ দেখেন না তিনি। কেরিয়ারে এখনও অবধি ২২টি একদিনের ম্যাচ খেলেছেন সূর্যকুমার। ২০ ইনিংসের মধ্যে অর্ধশতরানের গণ্ডী পেরিয়েছেন মাত্র ২ বার। ২৫.৪৭ ব্যাটিং গড়-সহ তাঁর মোট রান মাত্র ৪৩৩। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে চার নম্বরে সূর্যকুমারকে (Suryakumar Yadav) ব্যাটিং করতে পাঠিয়েছে ভারতীয় দল। দুই ম্যাচেই ‘গোল্ডেন ডাক’ করে সাজঘরে ফিরেছেন তিনি। দুবারই হয়েছেন মিচেল স্টার্কের শিকার।
টি-২০তে চললেও একদিনের ক্রিকেটের সাথে আদৌ মানিয়ে নিতে সক্ষম নন সূর্যকুমার। এমন অভিযোগ তুলে সরব হয়েছেন সমালোচকরা। তৃতীয় ম্যাচটি ভারতের জন্য ‘মাস্ট উইন।’ ঝুঁকি নেওয়ার পথে হাঁটবে না দল। অফ ফর্মে থাকা সূর্যকুমারের পরিবর্তে ঈশান কিষণকে ভেবে দেখতে পারে ভারত।
অক্ষরের বদলে আসতে পারেন ওয়াশিংটন-

ভারতের হয়ে গত কয়েক মাসে সেরা পারফর্মারদের একজন অক্ষর প্যাটেল (Axar Patel)। নিঃসন্দেহে ছন্দে রয়েছেন তিনি। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরেছেন গুজরাতের ক্রিকেটার। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ধারাবাহিক ছিলেন তিনি। করেছেন তিনটি অর্ধশতক। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটেও নিয়িমিত রান পেয়েছেন তিনি। এমনকি বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের বাকি ব্যাটারদের দেখে যেখানে বেশ অস্বস্তিতে রয়েছেন বলে মনে হয়েছে, সেখানে অক্ষর (Axar Patel) ছিলেন সাবলীল। শেষ অবধি ২৮ রান করে অপরাজিত থেকে যান তিনি।
ভালো পারফর্ম করার পরেও তৃতীয় একদিনের ম্যাচে তাঁকে বাইরে রাখতে পারে ভারতীয় দল। কারণ হিসেবে উঠে আসছে টিম কম্বিনেশন। বাঁ-হাতি ব্যাটার অক্ষর, অফস্পিনও করেন বাঁ-হাতে। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) চোটের কারণে বাইরে থাকায় একদিনের দলে নিয়মিত হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু রবীন্দ্র জাদেজা চোট সারিয়ে বর্তমানে ফিরে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। বাঁ-হাতি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে জাদেজাকেই (Ravindra Jadeja) অগ্রাধিকার দিতে চাইছে বোর্ড।
জাদেজার সাথে অক্ষরও একাদশে থাকলে স্পিন আক্রমণ একমাত্রিক হয়ে পড়ছে। সেই কারণেই ‘বাপু’কে সরিয়ে ওয়াশিংটনের (Washington Sundar) ডান-হাতি স্পিনে ভরসা দেখাতে পারেন কোচ রাহুল দ্রাবিড়। এছাড়া পাওয়ার-প্লে’তে বল করতে পারেন ওয়াশিংটন। যা তাঁকে এগিয়ে রেখেছে।
বাইরে যেতে হতে পারে কুলদীপকে-

গত কয়েকমাসে ভারতীয় দলের স্পিন আক্রমণের প্রধান মুখ হিসেবে একদিনের ম্যাচে জায়গা পাচ্ছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। কিন্তু শ্রীলঙ্কা বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো করলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচে সেরা ছন্দে লাগে নি চায়নাম্যান বোলারকে। দ্বিতীয় একদিনের ম্যাচে মাত্র ১ ওভার বোলিং-এর সুযোগ পান তিনি। ১২ রান খরচ করলেও উইকেট পান নি একটিও। মুম্বইতে প্রথম একদিনের ম্যাচেও আহামরি ছিলো না তাঁর পারফর্ম্যান্স। ৮ ওভার হাত ঘুরিয়ে ৪৮ রানের বিনিময়ে মাত্র ১ উইকেট নিয়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার রান তোলার গতি আটকাতে কুলদীপের বদলে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) সুযোগ দিতে পারে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগেও সাফল্য পেয়েছেন চাহাল। প্রথম দুই একদিনের ম্যাচে অস্ট্রেলীয় ওপেনার মিচেল মার্শকে (Mitchell Marsh) দেখা গিয়েছে ভারতের পেসার জুটিকে শুরুতেই নিশানা করতে।
অজি ব্যাটারদের স্পিন খেলার দুর্বলতার কথা মাথায় রেখে মার্শের বিরুদ্ধে পাওয়ার-প্লে’তেই চাহালকে (Yuzvendra Chahal) ব্যবহার করার কথা ভেবে দেখতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। আইপিএল ব আন্তর্জাতিক সীমিত ওভারের ক্রিকেটে পাওয়ার-প্লে’তে বল করা এবং নিয়মিত উইকেট তোলার ব্যাপারে সিদ্ধহস্ত চাহাল। নির্ণায়ক তৃতীয় একদিনের ম্যাচে যে দক্ষতা ভারতের কাজে লাগতে পারে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur