IPL 2023: আইপিএলের ষোড়শ মরসুম শুরুর আগে থেকেই সমস্যায় জেরবার ছিলো দিল্লী ক্যাপিটালস। তারা হারিয়েছিলো অধিনায়ক ঋষভ পন্থকে। গত ডিসেম্বরের শেষের দিকে গাড়ি চালিয়ে দিল্লী থেকে রুরকি যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হন ঋষভ। এর পর থেকেই ক্রিকেটদুনিয়া থেকে দূরে রয়েছেন তিনি। অস্ত্রোপচারের পর বর্তমানে রিহ্যাব চলছে তাঁর। সবেমাত্র ক্রাচ ছাড়া চলাফেরা করা শুরু করেছেন। ক্রিকেটমাঠে ফিরতে কত সময় লাগতে পারে তা নিয়ে এখুনি নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। গোটা আইপিএল মরসুমেই তাঁকে পাচ্ছে না দিল্লী। অধিনায়ক’কে ছাড়া দিল্লী দলের পারফর্ম্যান্সের গ্রাফ এবার নিম্নগামী।
অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিলো দিল্লী ফ্র্যাঞ্চাইজি। সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় অক্ষর প্যাটেলের নাম। ওয়ার্নার-অক্ষর দুজনেরই আইপিএল খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এই বছর দিল্লীকে কোনোরকম সাফল্য এনে দিতে পারলেন না তাঁরা। গোটা মরসুম জুড়েই দিল্লী ক্যাপিটালসের খেলার মধ্যে পরিকল্পনার অভাব স্পষ্ট হয়েছে। কোচ হিসেবে দলের সঙ্গে রয়েছেন রিকি পন্টিং, ডায়রেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা দুই ট্যাকটিশিয়ান ডাগ-আউটে থাকা সত্ত্বেও দিল্লী দলের এহেন হতশ্রী পারফর্ম্যান্সের কারণ কি? তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। একটানা হার দিয়ে বছরটা শুরু করেছিলো দিল্লী। এরপর কিছু ম্যাচ জিতে ফিরে আসার চেষ্টা করলেও শেষরক্ষা হয় নি। খালি হাতেই বিদায় নিতে হলো ওয়ার্নারদের।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
টানা এরে বিপর্যয়ের মুখে পড়ে দিল্লী-

টুর্নামেন্টের দ্বিতীয় দিন, অর্থাৎ ১ এপ্রিল ষোড়শ আইপিএলে অভিযান শুরু করেছিলো দিল্লী ক্যাপিটালস। প্রথম ম্যাচে লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে দিল্লীর প্রতিপক্ষ ছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। প্রথম ব্যাট করে ১৯৩ রান তুলে নেয় লক্ষ্ণৌ। জবাবে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দিল্লীর ইনিংস থামে ১৪৩ রানে। ৫০ রানে হার দিয়েই মরসুম শুরু হয় ওয়ার্নারদের। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ছিলো গুজরাত টাইটান্স। ২০২২-এর চ্যাম্পিয়নদের বিরুদ্ধেও টক্কর দিতে পারে নি দিল্লী। একপেশে ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে জয় পায় গুজরাত।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
পরের তিনটি ম্যাচেও বদলায় নিয় চিত্র’টা। প্রথমে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের কাছে ৫৭ রানে হারে তারা। তারপর হারে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। দিল্লীর বিরুদ্ধে মুম্বই জেতে ৬ উইকেটে এবং বেঙ্গালুরু তাদের হারায় ২৩ রানে। টুর্নামেন্টের শুরুতেই টানা পাঁচ হার ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো দিল্লীকে। আশা তখনও ছাড়েন নি ওয়ার্নার। সাংবাদিকের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, “এহেন পরিস্থিতি থেকে দলগুলো আগেও ফিরে এসেছে। আমরাও ফিরে আসার চেষ্টা করবো।” তবে শেষরক্ষা হয় নি এবার।
আশা জাগিয়েও ব্যর্থ হলেন ওয়ার্নাররা-

পঞ্চম ম্যাচে হারের পরেই দিল্লীর খেলায় এক নতুন জয়ার আসে। পরবর্তী পাঁচ ম্যাচের মধ্যে জিতে নেয় চারটিতে। ঘরের মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় দিল্লী ক্যাপিটালস। এরপর হারায় সানরাইজার্স, গুজরাত এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। দ্রুত আট পয়েন্ট তুলে নিয়ে প্লে-অফে জায়গা পাওয়ার দোড়ে সামিল হয়েছিলো দিল্লীও। কিন্তু সাফল্য দীর্ঘস্থায়ী হলো না তাদের কাছে। পঞ্চম জয়ের পর থেকে টানা দুই ম্যাচ হেরে আবার খাদের অতলে তলিয়ে গেলো দিল্লী। চেন্নাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে দিল্লী হারে ২৭ রানে। আর পাঞ্জাবের বিরুদ্ধে প্রায় জিতে যাওয়া ম্যাচও হাতছাড়া হলো তাদের।
গতকালের ম্যাচের আগে অবধি দিল্লীর পয়েন্ট ছিলো ১১ ম্যাচে ১০ পয়েন্ট। কঠিন হকেও অসম্ভব ছিলো না তাদের কাছে প্লে-অফে জায়গা করে নেওয়া। সেই বুঝে অক্ষর প্যাটেলদের গতকাল তেড়েফুঁড়ে মাঠে নামতে দেখতে ছেয়েছিলেন ক্রিকেটজনতা। কিন্তু বাস্তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১ রানে পরাজিত হতে হলো তাদের। বর্তমানে পয়েন্ট তালিকার সবচেয়ে নীচে রয়েছে দিল্লী। বাক আর দুই ম্যাচ। সেইদুটিতে জিতলেও সর্বোচ্চ ১৪ পয়েন্ট অবধি পৌঁছাতে পারবে তারা। প্লে-অফের জন্য কখনই যা যথেষ্ট নয়।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023