WTC POINTS TABLE

আইপিএলের পর ক্রিকেটদুনিয়ার ফোকাস ফের একবার ঘুরে গিয়েছে আন্তর্জাতিক ম্যাচের দিকে। ইতিমধ্যেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছে ইংল্যান্ড। আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা একদিনের সিরিজও জমে গিয়েছে। এই মাসের শেষের দিকে শুরু হতে চলেছে অ্যাসেজও। তবে সকলের নজর এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে। আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের কেনিংটন ওভালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্টেলিয়া। লাল বলের ক্রিকেটে বিশ্বসেরা কে হয় তা জানতে মুখিয়ে ক্রিকেটজনতা। গতবারের ফাইনালে তীরে এসে তরী ডুবেছিলো ভারতের। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের হারিয়ে খেতাব জিতে নিয়েছিলো কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। দ্বিতীয় প্রচেষ্টায় সাফল্য পাবে ভারত? নাকি নিউজিল্যান্ডের পড়শি দেশ অস্ট্রেলিয়া জিতবে খেতাব? শুরু হয়ে গিয়েছে তুল্যমূল্য আলোচনা।

নাটকীয় পরিস্থিতিতে নির্ধারিত হয়েছে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট। ঘরের মাঠে অপরাজিত থেকে অস্ট্রেলিয়া পা দিয়েছিলো ভারতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যোগ্যতা পর্বের র‍্যাঙ্কিং তালিকায় শীর্ষে ছিলো তারা। বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতের বিরুদ্ধে পরপর দুই ম্যাচ হেরে গিয়ে চাপে পড়েছিলো তারা। টানা দুই জয় দিয়ে আশা জাগিয়েছিলো ‘টিম ইন্ডিয়া।’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে হলে অন্তত ২ টেস্টের ব্যবধানে সিরিজ জিততে হত তাদের। ইন্দোরে অজিরা জিতে যাওয়ায় তাদের রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছিলো। প্রতিকূলতার বিরুদ্ধে গিয়েই প্রথম দল হিসেবে যোগ্যতামান পেরিয়েছিলেন স্টিভ স্মিথরা (Steve Smith)। অন্যদিকে ভারতের সামনে খুলে গিয়েছিলো অনিশ্চয়তার রাজপথ। আহমেদাবাদেও ম্যাচ ড্র হওয়ায় চিন্তা বেড়েছিলো ‘টিম ইন্ডিয়ার।’ নিউজিল্যান্ডকে ২-০ হারাতে পারলে ফাইনালে যেত শ্রীলঙ্কা। তবে অ্যাওয়ে টেস্টে লঙ্কানরা সুবিধা করতে না পারায় যোগ্যতা অর্জন করে ভারতই।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

WTC ফাইনালের দল ঘোষণা করেছে ভারত ও অস্ট্রেলিয়া-

IND VS AUS | WTC final | image: Twitter
India and Australia have announced their squads for the WTC final 2023

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইতে একে অন্যকে মাত করতে মুখিয়ে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলই। ইতিমধ্যেই দুই দল পৌঁছে গিয়েছে ইংল্যান্ডে। জোরকদমে চলছে অনুশীলন। মাঠে নামার আগে চোট আঘাত নিয়ে খানিক চিন্তায় রয়েছে ভারতীয় দল। উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থকে (Rishabh Pant) পাচ্ছে না তারা। অন্যদিকে চোটের কারণে নেই শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, জসপ্রীত বুমরাহ’ও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ওপেনিং জুটি হিসেবে দেখা যাবে রোহিত শর্মা এবং শুভমান গিলকে। তিনে চেতেশ্বর পূজারা এবং চারে যথারীতি বিরাট কোহলি। পাঁচ নম্বরে খেলতে পারেন অজিঙ্কা রাহানে (Ajnkya Rahane)। উইকেটরক্ষক হিসেবে পন্থের বিকল্প হতে পারেন কে এস ভরত। এছড়াও অলরাউন্ডার হিসেবে জাদেজার (Ravindra Jadeja) খেলার পাল্লা ভারী। ইংল্যান্ডের স্যুইং সমৃদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে চার পেসারে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া। মহম্মদ শামি, মহম্মদ সিরাজের সাথে উমেশ যাদব, শার্দূল ঠাকুর এবং জয়দেব উনাদকাটও ১৫ জনের দলের সদস্য হয়েছেন।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রাথমিক ভাবে ১৭ সদস্যের দল ঘোষণা করেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্প্রতি তা থেকে ১৫ জনের চূড়ান্ত দল সামনে আনা হয়েছে। প্রত্যাশা মতই অজি টপ অর্ডারে দেখা যাবে উসমান খোয়াজা (Usman Khawaja), স্টিভ স্মিথ (Steve Smith), মার্নাস লাবুশেনকে (Marnus Labuschagne)। রয়েছেন ডেভিড ওয়ার্নার (David Warner), ট্যাভিস হেড, ক্যামেরন গ্রিনও। অজিদের ১৫ সদস্যের দলে রয়েছেন দুই স্পিনার নাথান লিয়ঁ এবং টড মার্ফি। ম্যাচে অভিজ্ঞ লিয়ঁ’র খেলার সম্ভাবনাই বেশী। ভারতকে বিপাকে ফেলতে অস্ট্রেলিয়াও পেসকেই হাতিয়ার করতে চলেছে। অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) সাথে দেখা যাবে মিচেল মার্শকে। থাকছেন ক্যামেরন গ্রিন এবং জশ হ্যাজেলউড এবং স্কট বোল্যান্ড। হ্যাজেলউডের ফিটনেস নিয়ে চিন্তা রয়েছে। যদি তিনি খেলতে না পারেন তাহলে মাইকেল নেসেরকে তৈরি রাখছে ক্যাঙারুবাহিনী।

টেস্টকে বিদায় জানাতে চলেছেন ওয়ার্নার-

David Warner Retirement | WTC final | image: twitter
David Warner is set to retire from test cricket after WTC final

ভারতের বিপক্ষে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, তাতে জায়গা দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নারকে (David Warner)। অভিজ্ঞ অজি ওপেনারের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এমনকি ওয়ার্নারের একসময়ের সতীর্থ মিচেল জনসনও সন্দিহান ছিলেন তাঁর জায়গা পাওয়া নিয়ে। গত দুই-তিন বছরে টেস্টে বিশেষ সাফল্য নেই ওয়ার্নারের। একমাত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি দ্বিশতরান ব্যতীত নেই কোনো বড় রান। ভারত সফরের প্রথম দুই টেস্টে তিনি করেছেন মাত্র ২৬ রান। নাগপুরে প্রথম ম্যাচে দুই ইনিংসে করেন ১ এবং ১০। প্রথম ইনিংসে শামির (Mohammed Shami) গতির কোনো জবাব ছিলো না তাঁর কাছে। আর দ্বিতীয় ইনিংসে অশ্বিনের বলে উইকেট হারান তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন মাত্র ১৫। এরপর মহম্মদ সিরাজের বলে কনুইয়ের হাড়ে চিড় ধরে তাঁর। ফিরতে হয় দেশে।

চোট সারিয়ে একদিনের সিরিজে ফিরে বিশেষ সুবিধা করতে পারেন নি। এমনকি আইপিএলেও ফর্ম্যাটের সাথে তাল মিলিয়ে খেলতে পারেন নি ওয়ার্নার। এমতাবস্থায় অন্তত টেস্টে তিনি অবসরের পথেই হাঁটতে পারেন বলে খবর। সেক্ষেত্রে আসন্ন টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালই হতে চলেছে তাঁর শেষ টেস্ট ম্যাচ (David Warner Retirement)। অস্ট্রেলিয়ার হতে ১০২ টেস্টে ৮১৫৩ রান করেছেন ওয়ার্নার। লাল বলের খেলা থেকে সরে দাঁড়ালেও সীমিত ওভারের খেলা ছাড়তে রাজী নন তিনি। আসন্ন বিশ্বকাপ খেলতে চান ওয়ার্নার।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *