Rcb, ipl 2024
RCB | Image: Getty Images

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম আসর (IPL 2024)। চলতি আইপিএলে রিতিমতন ব্যার্থ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল (RCB)। আপাতত ৭ ম্যাচ খেলে কেবলমাত্র একটি জয় পেয়েছে দল, চলতি সিজিনে বাঁকি ৭ ম্যাচের মধ্যে ৭ ম্যাচ জিততে হবে ব্যাঙ্গালুরু দলকে। তবে চলতি মরশুমে ব্যাঙ্গালুরু দলের বোলিং প্রদর্শন খুবই খারাপ, দলের পেসাররা যে হারে রান দিচ্ছেন তাতে টুর্নামেন্টে কামব্যাক করা অনেকটাই কঠিন। এরই মধ্যে ব্যাঙ্গালুরু দলের সঙ্গে হওয়া একটি স্ক্যামের খবর প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন | চেন্নাই শিবিরে দুঃসংবাদ, চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন CSK’কে খেতাব জেতানো ব্যাটসম্যান !!

পয়েন্ট তালিকায় একদম শেষে রয়েছে RCB

Rcb, ipl 2024
Royal Challenges Bangaluru | Image: Getty Images

চলতি সিজিনে প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ৬ উইকেটে পরাজয়, কলকাতার বিরুদ্ধে ৭ উইকেটে পরাজয়, লখনৌএর বিরুদ্ধে ২৮ রানে পরাজয়, রাজস্থানের কাছে ৬ উইকেটে পরাজয়, মুম্বইয়ের কাছে ৭ উইকেটে পরাজয় এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ২৫ রানে পরাজিত হয়েছে এবং তাদের একমাত্র জয় এসেছিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একমাত্র জয় এসেছিল। ৭ ম্যাচে ১ জয় নিয়ে পয়েন্ট তালিকায় একেবারে অন্তিম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল।

স্ক্যাম হয়েছে RCB’র সাথে

তবে ব্যাঙ্গালুরু দলের এই চরম পরিণতির পিছনে দায়ী দলের বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথ (Adam Griffith)। এবছর অজি পেসারের উপর ভরসা দেখিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল। তবে, এই গ্রিফিথ কিনা কার্যত একজন ব্যাটসম্যান ! শুনতে অবাক লাগলেও বিখ্যাত ক্রিকেট এপ্লিকেশন ক্রিকবাজের দেওয়া স্ট্যাটাস অনুযায়ী অ্যাডাম গ্রিফিথ হলেন একজন ব্যাটসম্যান।

যদিও এটি ছিল ক্ষনিকের ভুল, সমাজ মাধ্যমে এক ভক্ত ক্রিকবাজ থেকে একটি স্ক্রিনশট শেয়ার করতেই টনক নড়ে কর্তাদের আর ঠিক কিছু সময় পরেই তার প্রোফাইলটি আপডেট করা হয়।

কলকাতার বিরুদ্ধে অষ্টম ম্যাচে নামবে RCB

Rcb vs kkr, ipl 2024
RCB vs KKR | Image: Getty Images

২১ এপ্রিল কলকাতার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। এই ম্যাচে পরাজিত হলে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিতে হবে দলকে। যদিও কলকাতা ইনফর্ম দল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে জেতার জন্য মরণবাঁচন লড়াই করতে হবে। চলতি আইপিএলে দুই দলের প্রথম সংঘাতে বাজি মেরেছে কলকাতা, RCB’র বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল নাইট বাহিনী।

আরও পড়ুন | IPL 2024: এই মরসুমেই অবসর MS ধোনি’র? সুরেশ রায়নার মন্তব্যে হইচই ক্রিকেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *