চেন্নাই শিবিরে দুঃসংবাদ, চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন CSK'কে খেতাব জেতানো ব্যাটসম্যান !! 1

জেনে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ১৭তম মঞ্চ, আপাতত চলতি আইপিএলে অসাধারণ ছন্দে রয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। ৬ ম্যাচ খেলে ৪ জয় নিয়ে আপাতত পয়েন্ট তালিকায় ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। ঘরের বাইরে খেলা ৩ ম্যাচে জয় এসেছে মাত্র গত ম্যাচে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০ রানে জয় চেন্নাইকে বেশ আত্মবিশ্বাস জুগিয়েছে। তবে ইতিমধ্যে চেন্নাই শিবির থেকে উঠে আসলো চোটের খবর।

চেন্নাই শিবিরে চোটের থাবা

চেন্নাই দল থেকে ছিটকে গেলেন ওপেনার ব্যাটসম্যান ডেভন কনওয়ে (Devon Conway)। কিউই এই তারকা সিজিনের প্রথম থেকেই দলের বাইরে ছিলেন, মে মাসের প্রথম সপ্তাহে দলে যোগদান করার কথা ছিল তার। তবে সেটা হয়ে উঠলো না ডেভনের পক্ষে। চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন এই বর্ষীয়ান তারকা, ২০২২ আইপিএল থেকে চেন্নাই দলের হয়ে খেলে আসছেন তিনি। পাশপাশি চেন্নাইয়ের ২০২৩’ সালের শিরোপা জেতার অন্যতম বড় ভূমিকা ছিল কনওয়ের। গত মরশুমে ১৫ ইনিংসে ৫১.৬৯ গড়ে এবং ১৩৯-এর স্ট্রাইক রেট দিয়ে ৬৭২ রান বানিয়েছিলেন তিনি এমনকি এই রানের মধ্যে গুজরাটের বিরুদ্ধে বৃষ্টি-বিধ্বস্ত তিন দিনের আইপিএল ফাইনালে ৪৭ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি।

চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন কনওয়ে

DEVON CONWAY, ipl 2024
Devon Conway | Image: Getty Images

এবছর ফেব্রুয়ারিতে অকল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় কনওয়ের বাঁ হাতের বুড়ো আঙুলের জয়েন্টে ফ্র্যাকচার হয়েছিল। পরবর্তীতে তার অস্ত্রোপচার সফল হলে মে মাসের প্রথম সপ্তাহে তাকে পাওয়ার আশায় ছিল CSK। তবে, চলতি মরশুম থেকে বাদ পড়তে হলো তাকে। চলতি মরশুমে কনওয়ের সতীর্থ রচিন রবীন্দ্র (Rachin Ravindra) ঋতুরাজের সঙ্গে ওপেনিং করছেন।

প্রসঙ্গত, ডেভনের বদলে চেন্নাই সুপার কিংস দলে সুযোগ পেয়েছেন রিচার্ড গ্লিসন। এখনও পর্যন্ত আইপিএলের একটি ম্যাচও খেলেননি তিনি, তবে T20 ফরম্যাটে ১০১টি উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। অন্যদিকে, আগামী ১ মে, চেন্নাইয়ের হয়ে শেষ ম্যাচ খেলবেন মুস্তাফিজুর (Mustafizur Rahman)। জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ খেলতে দেশে ফিরে যেতে হবে ফিজকে।

আরও পড়ুন | IPL 2024: এই মরসুমেই অবসর MS ধোনি’র? সুরেশ রায়নার মন্তব্যে হইচই ক্রিকেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *