গৌতম গম্ভীরের ষড়যন্ত্রের শিকার রিঙ্কু সিং, আর সেই কারণেই হারিয়েছেন বিশ্বকাপের জায়গা !! 1

অবশেষে প্রকাশ্যে আসলো টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) স্কোয়াড। চলতি আইপিএল, ওয়েস্ট ইন্ডিজ ও USA’র কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড আজকে দলের প্রকাশ করেছে। তবে বিশ্বকাপের দল প্রকাশে আসতে দেখা গেল এক বড় চমক। দলের হয়ে ফিনিশিংয়ের দায়িত্ব পেলেন না রিঙ্কু সিং (Rinku Singh)। বিগত দুই বছর ধরে ফ্রাঞ্চাইজি ক্রিকেট এবং ভারতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ ফিনিশ করেছেন রিংকু।

বিশ্বকাপ দলে সুযোগ পেলেন না রিংকু সিং

Rinku Singh, T20 world cup 2024
Rinku Singh | Image: Getty Images

তার এই দুর্দান্ত পারফরমেন্সের পরেও তিনি ভারতীয় দলের বিশ্বকাপে স্কোয়াডের সুযোগ পেলেন না। রিংকু ভারতীয় দলের বিগত এক বছর ধরে ফিনিশিং এর ভূমিকাটি গ্রহণ করেছিলেন, এই সময়ে তিনি টিম ইন্ডিয়ার হয়ে বেশ কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আপাতত ক্যারিয়ারে তিনি ১৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে ১১ বার ব্যাটিং করার সুযোগ পেয়েছেন তিনি। আর এই ম্যাচগুলিতে তিনি ৮৯ গড়ে ১৭৬.২৪ স্ট্রাইক রেটে ৩৫৬ রান বানিয়েছেন। পাশাপাশি তার আইপিএল ক্যারিয়ারের কথা বলতে গেলে ৩৭ ইনিংসে ব্যাটিং করেছেন যেখানে তিনি ৩২.৬২ গড়ে এবং ১৪৩.২৪ স্ট্রাইক রেটে ৮৪৮ রান বানিয়েছেন।

Read More: এই খেলোয়াড়কে ধোকা দিলো রোহিত শর্মা, বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখিয়ে দিলো ‘বাবা জি কা ঘন্টা’ !!

তবে চলতি আইপিএলে তার ফর্মের বেশ ঘাটতি দেখা গিয়েছে। চলতি আইপিএলে তিনি কেবলমাত্র ৮ টি ইনিংসে ২০.৫ গড়ে এবং ১৫০ স্ট্রাইক রেটে ১২৩ বানাতে সক্ষম হয়েছেন। যদিও এই সিজনে রিতিমতন সুযোগ পাননি তিনি। রিঙ্কু কেবলমাত্র ব্যাটিং করেছেন শেষের কয়েকটি ওভারে।  তার এই পারফরম্যান্সের ব্যার্থতার পিছনে অন্যতম বড় কারণ হলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

গম্ভীরের ভুলে বিশ্বকাপ দলে সুযোগ পেলেন না রিংকু

Rinku Singh, t20 world cup 2024
Rinku Singh | Image: Getty Images

এবারের আইপিএলে গম্ভীর কলকাতা দলের মেন্টর হওয়ার পরে সুনীল নারায়নকে (Sunil Narine)  দলের ওপেনার বানিয়েছেন এবং সুনীল বেশ দারুন খেলেও আসছেন। যার ফলে রিংকুর পক্ষে সেইভাবে ব্যাটিং করা সম্ভব হচ্ছে না, আর শেষের দিকে ব্যাটিং করতে এসে রান বানানোর প্রচেষ্টায় বারবার নিজের উইকেট হারিয়েছেন। বিশ্বকাপ দলের সুযোগ না পাওয়ার পেছনে অন্যতম ভূমিকা গৌতম গম্ভীরাই। ব্যাটিং যদিও রিংকুকে মূল দলে না রাখলেও রিজার্ভ দলে তাকে রাখা হয়েছে।

 

বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর পাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ

স্ট্যান্ড বাই: শুভমান গিল, রিংকু সিং, খলিল আহমেদ, অভেশ খান

Read Also: T20 World Cup 2024 in Bengali: টি-২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার হল ঘোষণা, এই তুখোড় খেলোয়াড়কে দেখানো হল বাইরের রাস্তা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *