এশিয়া কাপ এবং বিশ্বকাপ নিয়ে ক্রিকেট কূটনীতির ময়দানে যুযুধান দুই দেশ ভারত এবং পাকিস্তান। গত বছরের অক্টোবর মাসে শুরু হয়েছিলো বিতর্ক, তা এখনও মেটার কোনোরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিতর্কের শুরুটা হয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর সচিব জয় শাহের একটা মন্তব্য ঘিরে। গত অক্টোবরে সচিব পদে দ্বিতীয়বার মনোনীত হওয়ার পর জয় শাহ (Jay Shah) ঘোষণা করেছিলেন ২০২৩ সালের এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে পাক সফরের সম্ভাবনা উড়িয়ে দেন তিনি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) ক্যালেন্ডার অনুযায়ী পাকিস্তানের মাটিতেই এই বছরের এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা। ভারতীয় বোর্ড সচিবের পাকিস্তানে না যাওয়ার ঘোষণায় নড়েচড়ে বসে ক্রিকেটবিশ্ব। ক্ষুব্ধ হয় পাক ক্রিকেটমহলও। ওয়াঘার ওপার থেকে একের পর কটাক্ষবাণ উড়ে আসতে থাকে ভারতীয় ক্রিকেটের দিকে। তৎকালীন পাকিস্তান বোর্ড প্রধান রামিজ রাজা’র (Ramiz Raja) নানা মন্তব্য আগুনে ঘি ঢালে। পাশাপাশি কড়া ভাষায় ভারতকে আক্রমণ করেন শাহীদ আফ্রিদি (Shahid Afridi), সঈদ আনোয়ারদের (Saeed Anwar) মত প্রাক্তন ক্রিকেটাররাও। রামিজ সরে যাওয়ার পর নাজম শেঠি (Najam Sethi) পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদে আসীন হলেও কাটে নি জট। উলটে ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাক শিবির শোনা যাচ্ছে এমনটাই। তবে নাজম শেঠিরা যাই বলুন, পাকিস্তানকে হিসেবের মধ্যে রেখেই বিশ্বকাপের পরিকল্পনা করছে বিসিসিআই। কোন কোন মাঠে পাক দলের ম্যাচ আয়োজন করা হবে, বিসিসিআই-এর অন্দরে আলোচনা চলছে তা নিয়েও।
এশিয়া কাপ নিয়ে এখনও কাটে নি জটিলতা-

এশিয়া কাপ কোথায় আয়োজিত হবে? মূলত এই জট ছাড়াতেই কিছুদিন আগে বাহরিনে এক বৈঠকে মিলিত হয়েছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) অন্তর্ভুক্ত দেশগুলির প্রতিনিধিরা। ভারতের তরফে বৈঠকে ছিলেন জয় শাহ (Jay Shah)। তিনি এসিসি’র উচ্চপদস্থ কর্তাও বটে। পাকিস্তানের পক্ষে বৈঠকে ছিলেন নাজম শেঠি (Najam Sethi)। দীর্ঘ আলোচনার পরেও কোনো স্থায়ী সমাধানে আসতে পারে নি দুই দেশ। প্রথমে শোনা গিয়েছিলো এশিয়া কাপ আয়োজন নিয়ে এক বিকল্প পদ্ধতিতে রফাসূত্র বেরিয়েছে বৈঠকে। তা অনুযায়ী এশিয়া কাপের মূল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতেই। কিন্তু ভারতের ম্যাচগুলি হবে কোনো নিরপেক্ষ দেশে। সংযুক্ত আরব আমিরশাহী বা কাতারে ভারত তাদের ম্যাচগুলি খেলতে পারে বলে শোনা যাচ্ছিলো। ‘টিম ইন্ডিয়া’ ফাইনালে উঠলে সেটিও পাকিস্তানের বাইরেই আয়োজিত হবে বলে শোনা যাচ্ছিলো।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
তবে এই সিদ্ধান্তে এখনও অবধি কোনোরকম সিলমোহর দেওয়া হয় নি এসিসি বা কোনো দেশের ক্রিকেট বোর্ডের তরফে। বরঞ্চ শোনা যাচ্ছে কেবলমাত্র ভারতের বিরুদ্ধে খেলার জন্য অন্য দেশে যাতায়াত করতে রাজী হচ্ছে না শ্রীলঙ্কা, বাংলাদেশের মত দলগুলি। তারা ইতিমধ্যেই বেঁকে বসেছে এই বিকল্প পদ্ধতি মেনে নেওয়ার ক্ষেত্রে। নিজেদের অবস্থানে অনড় ভারত এবং পাকিস্তানও। ২০০৮-এর এশিয়া কাপের পর ভারতীয় ক্রিকেট দল একবারও পাকিস্তানের মাটিতে খেলতে যায় নি। সময়ের সাথে সাথে অবনতি হয়েছে ক্রিকেট সম্পর্কেরও। এবারও বিরাট কোহলিদের (Virat Kohli) পাকিস্তান যাওয়ার কোনোরকম সম্ভাবনা নেই বললেই চলে। এরই মধ্যে আপত্তির কথা জানিয়েছে পাকিস্তানও। দেশে খেলার সুযোগ না পেলে এশিয়া কাপ থেকে নাম তুলে নিতে পারেন বাবর’রা, বলেছেন বোর্ড প্রধান নাজম শেঠি।
বিশ্বকাপের পাক ম্যাচের মাঠ নিয়ে সিদ্ধান্ত BCCI-এর-

ভারত পাকিস্তানে না গেলে ভারতে এসে অক্টোবর-নভেম্বর মাসে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান, আগেই এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো। জয় শাহের (Jay Shah) মন্তব্যের পরেই তৎকালীন পিসিবি প্রধান রামিজ রাজা (Ramiz Raja) বলেছিলেন, “ভারতের আগামী বছর যে একদিনের বিশ্বকাপ হওয়ার কথা আছে, পাকিস্তান যদি সেখানে না খেলে, তবে খেলা দেখবে কে? আমাদের অবস্থান স্পষ্ট, যদি ভারত এখানে আসে, আমরাও যাবো বিশ্বকাপ খেলতে। যদি ওরা না আসে, তবে আমাদের ছাড়াই বিশ্বকাপ খেলতে হবে ভারত’কে। আগ্রাসী নীতি নেওয়ার কথা ভাবছি আমরা।” চেয়ারম্যান পরিবর্তন হলেও পাকিস্তানের ঘোষিত নীতির বিশেষ পরিবর্তন হয় নি। ভারতে আসতে অনিচ্ছার কথা ব্যক্ত করেছেন নাজম শেঠিও।
বিসিসিআই-এর ওপর চাপ বাড়াতে বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলি বাংলাদেশের মাঠে খেলতে চেয়ে আবেদন জানাতে পারে পাকিস্তান, শোনা যাচ্ছে এমনটাও। তবে কোনো সিদ্ধান্তই এখুনি চূড়ান্ত বলা যাচ্ছে না। ওয়াঘার ওপারের ক্রিকেটমহল থেকে তর্জন গর্জন ভেসে এলেও সেসব নিয়ে বিশেষ আমল দিতে রাজী নয় ভারতীয় বোর্ড। শেষ অবধি আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানকে আসতেই হবে, বলে মত ভারতীয় বোর্ডের অন্দরে। একটি বা দুটি মাঠে পাকিস্তানের সবকটি ম্যাচ সেরে ফেলার পক্ষে বিসিসিআই। বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan) খেলা চেন্নাইয়ের চিপক এবং কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
Chennai & Kolkata likely to host most of the games of Pakistan in World Cup 2023. (Source – PTI)
— Johns. (@CricCrazyJohns) April 11, 2023
বিশ্বকাপের জন্য আয়োজক মাঠগুলিকে ঢেলে সাজানোর পরিকল্পনা রাখছেন রজার বিনি (Roger Binny), জয় শাহরা। মোট ১২টি মাঠে আয়োজিত হবে ২০২৩-এর বিশ্বকাপ। এবারই প্রথম আয়োজনের সম্পূর্ণ একক দায়িত্ব পেয়েছে ভারত। ফাইনাল যে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে তা একপ্রকার ঠিকই রয়েছে। দুটি সেমিফাইনাল আয়োজন করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে এবং কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স। ভারতের ম্যাচগুলি কোথায় কোথায় অনুষ্ঠিত হবে তা জানা যাবে সম্পূর্ণ সূচী সামনে এলেই।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur